কাবিল
২০১৭-এর সঞ্জয় গুপ্ত পরিচালিত চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
২০১৭-এর সঞ্জয় গুপ্ত পরিচালিত চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কাবিল (বাংলা: সক্ষম) হল ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় হিন্দি ক্রাইম থ্রিলার চলচ্চিত্র।[৭][৮] বিজয় কুমার মিশ্রের কাহিনি ও চিত্রনাট্য অবলম্বনে ছবিটি পরিচালনা করেন সঞ্জয় গুপ্ত এবং ফিল্মক্র্যাফট প্রোডাকশনসের অধীনে ছবিটি প্রযোজনা করেন রাকেশ রোশন।[৯] হৃতিক রোশন ও যামী গৌতম অভিনীত দুই অন্ধ যুবকযুবতীর প্রেমকাহিনি এই ছবির মূল উপজীব্য।[১০][১১] এই ছবিতে সংগীত পরিচালনা করেন রাজেশ রোশন। ছবির মূখ্য চিত্রগ্রহণ শুরু হয় ২০১৬ সালের ৩০ মার্চ।[১২] ২০১৭ সালের ২৫ জানুয়ারি ছবিটি মুক্তি পায়। ছবিটি বলম (শক্তি) নামে তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পায়।[১৩][১৪] এই ছবিতে অভিনয় করে ৬৩তম ফিল্মফেয়ার পুরস্কারে হৃতিক শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে পুরস্কারের মনোনয়ন লাভ করেছিলেন।
কাবিল | |
---|---|
Kaabil | |
পরিচালক | সঞ্জয় গুপ্ত |
প্রযোজক | রাকেশ রোশন |
রচয়িতা | সঞ্জয় মাসুম |
চিত্রনাট্যকার | বিজয় কুমার মিশ্র |
কাহিনিকার | বিজয় কুমার মিশ্র |
শ্রেষ্ঠাংশে | হৃতিক রোশন যামী গৌতম রনিত রায় রোহিত রায় |
সুরকার | গীতরচনা: রাজেশ রোশন নেপথ্যসংগীত: সালিম-সুলেইমান |
চিত্রগ্রাহক | সুদীপ চট্টোপাধ্যায় অয়নাঙ্ক বসু |
সম্পাদক | আকিভ আলি |
প্রযোজনা কোম্পানি | ফিল্মক্র্যাফট প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড |
পরিবেশক | ফিল্মক্র্যাফট প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড বিফোরইউ মোশন পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৩৯ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ৩৫ কোটি রুপি[২][৩] |
আয় | ২০৮.১৪ কোটি রুপি[৪][৫][৬] |
২০১৬ সালের ২১ ডিসেম্বর এই ছবির সম্পূর্ণ সাউন্ডট্র্যাক অ্যালবামটি মুক্তি পেয়েছিল।[১৫][১৬]
সকল গানের সুরকার রাজেশ রোশন।
ট্র্যাক তালিকা | ||||
---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | শিল্পী | দৈর্ঘ্য |
১. | "কাবিল হুঁ" | নাসির ফরাজ | জুবিন নটিয়াল, পলক মুচ্ছল | ৫:১৪ |
২. | "হাসিনো কা দিওয়ানা" | কুমার, আনজান | রফতার, পায়েল দেব | ৩:৪৯ |
৩. | "কুছ দিন" | মনোজ মুন্তাশির | জুবিন নটিয়াল | ৪:৪৮ |
৪. | "মঁ অ্যামোঁ" | মনোজ মুন্তাশির | বিশাল দাদলানি | ৪:৫৯ |
৫. | "কাবিল হুঁ" (বিষণ্ণ রূপান্তর) | নাসির ফরাজ | জুবিন নটিয়াল | ১:৩৭ |
৬. | "কিসি সে প্যার হো যায়ে" | কুমা, আনন্দ বক্সী | জুবিন নটিয়াল | ৪:১০ |
মোট দৈর্ঘ্য: | ২৪:৩৭ |
অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য মাস্ট প্লে গেমস এই ছবিটির ভিত্তিতে নির্মিত একটি অফিসিয়াল গেম প্রকাশ করে।[১৭]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.