বাংলা ভাষার চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কাকাবাবুর প্রত্যাবর্তন হলো সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত একটি ভারতীয় বাংলা রোমাঞ্চকর থ্রিলার চলচ্চিত্র। সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের উপন্যাস জঙ্গলের মধ্যে এক হোটেল-এর ওপর নির্মিত এবং শ্রীকান্ত মহতা, মহেন্দ্র সোনির শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ব্যানার প্রযোজিত এ চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আরিয়ান ভৌমিক।[২] চলচ্চিত্রটি ৪ ফেব্রুয়ারি ২০২২ মুক্তি পাবে।[১] মিশর রহস্য ও ইয়েতি অভিযানের পরে এটি সৃজিত মুখোপাধ্যায় নির্মিত কাকাবাবু সিরিজের তৃতীয় চলচ্চিত্র(কাকাবাবু ট্রিলজি) ।[৩][৪]
কাকাবাবুর প্রত্যাবর্তন | |
---|---|
পরিচালক | সৃজিত মুখোপাধ্যায় |
প্রযোজক | শ্রীকান্ত মোহতা মহেন্দ্র সনি |
চিত্রনাট্যকার | সৃজিত মুখোপাধ্যায় |
কাহিনিকার | সুনীল গঙ্গোপাধ্যায় |
উৎস | জঙ্গলের মধ্যে এক হোটেল |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | ইন্দ্রদীপ দাশগুপ্ত |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কাকাবাবু ওরফে রাজা রায়চৌধুরী এবং সন্তু কেনিয়ায় আসেন বেড়াতে। তাদের সাথে বিমানবন্দরে দেখা হয় বাঙালি দম্পতি অমল ও মঞ্জুর। তাদের সাথে নাইরোবি শহরে ঘোরার সময় কাকাবাবুকে খুনের চেষ্টা ও হুমকি দেওয়া হয়। স্থানীয় ভারতীয় ব্যবসাদার অশোক দেসাই কাকাবাবুকে আমন্ত্রণ জানান তার সদ্য কেনা হোটেলে যেটি মাসাইমারার গভীর জঙ্গলে অবস্থিত। সন্তুকে নিয়ে সেখানে পাড়ি জমান কাকাবাবু। জঙ্গলের মধ্যে সেই হোটেলে গিয়ে তিনি জানতে পারেন কিছুদিন পূর্বে দুই পর্যটক এখান থেকে নিখোঁজ হয়ে গেছে। তার অনুমান কোনো গোপন অপরাধচক্র এই হোটেল ব্যবসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। রহস্যের জট খোলার আগেই একজন গাইড তাদের গভীর শ্বাপদসংকুল জঙ্গলে নিয়ে গিয়ে জোর করে নামিয়ে দেয়।
Seamless Wikipedia browsing. On steroids.