কাকাবাবুর প্রত্যাবর্তন

বাংলা ভাষার চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

কাকাবাবুর প্রত্যাবর্তন

কাকাবাবুর প্রত্যাবর্তন হলো সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত একটি ভারতীয় বাংলা রোমাঞ্চকর থ্রিলার চলচ্চিত্র। সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের উপন্যাস জঙ্গলের মধ্যে এক হোটেল-এর ওপর নির্মিত এবং শ্রীকান্ত মহতা, মহেন্দ্র সোনির শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ব্যানার প্রযোজিত এ চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আরিয়ান ভৌমিক[২] চলচ্চিত্রটি ৪ ফেব্রুয়ারি ২০২২ মুক্তি পাবে।[১] মিশর রহস্যইয়েতি অভিযানের পরে এটি সৃজিত মুখোপাধ্যায় নির্মিত কাকাবাবু সিরিজের তৃতীয় চলচ্চিত্র(কাকাবাবু ট্রিলজি) ।[৩][৪]

দ্রুত তথ্য কাকাবাবুর প্রত্যাবর্তন, পরিচালক ...
কাকাবাবুর প্রত্যাবর্তন
Thumb
কাকাবাবুর প্রত্যাবর্তন চলচ্চিত্রের পোস্টার
পরিচালকসৃজিত মুখোপাধ্যায়
প্রযোজকশ্রীকান্ত মোহতা
মহেন্দ্র সনি
চিত্রনাট্যকারসৃজিত মুখোপাধ্যায়
কাহিনিকারসুনীল গঙ্গোপাধ্যায়
উৎসজঙ্গলের মধ্যে এক হোটেল
শ্রেষ্ঠাংশে
সুরকারইন্দ্রদীপ দাশগুপ্ত
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
মুক্তি
  •  ফেব্রুয়ারি ২০২২ (2022-02-04)
[১]
দেশভারত
ভাষাবাংলা
বন্ধ

কাহিনি

কাকাবাবু ওরফে রাজা রায়চৌধুরী এবং সন্তু কেনিয়ায় আসেন বেড়াতে। তাদের সাথে বিমানবন্দরে দেখা হয় বাঙালি দম্পতি অমল ও মঞ্জুর। তাদের সাথে নাইরোবি শহরে ঘোরার সময় কাকাবাবুকে খুনের চেষ্টা ও হুমকি দেওয়া হয়। স্থানীয় ভারতীয় ব্যবসাদার অশোক দেসাই কাকাবাবুকে আমন্ত্রণ জানান তার সদ্য কেনা হোটেলে যেটি মাসাইমারার গভীর জঙ্গলে অবস্থিত। সন্তুকে নিয়ে সেখানে পাড়ি জমান কাকাবাবু। জঙ্গলের মধ্যে সেই হোটেলে গিয়ে তিনি জানতে পারেন কিছুদিন পূর্বে দুই পর্যটক এখান থেকে নিখোঁজ হয়ে গেছে। তার অনুমান কোনো গোপন অপরাধচক্র এই হোটেল ব্যবসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। রহস্যের জট খোলার আগেই একজন গাইড তাদের গভীর শ্বাপদসংকুল জঙ্গলে নিয়ে গিয়ে জোর করে নামিয়ে দেয়।

অভিনয়

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.