কাকদ্বীপ মহকুমা
পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার একটি মহকুমা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার একটি মহকুমা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কাকদ্বীপ মহকুমা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি প্রশাসনিক মহকুমা। এই মহকুমার সদর কাকদ্বীপ। জেলার মোট জনসংখ্যার ১২.৩৬ শতাংশ এই মহকুমার বাসিন্দা।[3] এই মহকুমার অন্তর্গত সাগর দ্বীপে অন্যতম প্রধান হিন্দু তীর্থস্থান গঙ্গাসাগর অবস্থিত।
কাকদ্বীপ | |
---|---|
মহকুমা | |
স্থানাঙ্ক: ২১.৮৭৯১৪৪৬° উত্তর ৮৮.১৯১২৯৯২° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
বিভাগ | প্রেসিডেন্সি |
জেলা | দক্ষিণ চব্বিশ পরগনা |
সদর | কাকদ্বীপ |
আয়তন | |
• মোট | ১,৩৮৯.৯৫ বর্গকিমি (৫৩৬.৬৬ বর্গমাইল) |
উচ্চতা | ৪ মিটার (১৩ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১০,০৮,৬৫৩ |
• জনঘনত্ব | ৭৩০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল) |
ভাষা | |
• সরকারি | বাংলা[1][2] |
• অতিরিক্ত সরকারি | ইংরেজি[1] |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০) |
পিনকোড | ৭৪৩৩৪৭ |
টেলিফোন কোড | +৯১ ৩২১০ |
যানবাহন নিবন্ধন | ডব্লিউবি-১৯ থেকে ডব্লিউবি-২২, ডব্লিউবি-৯৫ থেকে ডব্লিউবি-৯৯ |
লোকসভা কেন্দ্র | মথুরাপুর (তফসিলি জাতি) |
বিধানসভা কেন্দ্র | পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর |
ওয়েবসাইট | www |
কাকদ্বীপ মহকুমা ৮টি থানা, ৪টি সমষ্টি উন্নয়ন ব্লক, ৪টি পঞ্চায়েত সমিতি, ৪২টি গ্রাম পঞ্চায়েত, ২১৭টি মৌজা ও ২০২টি জনবসতিপূর্ণ গ্রাম নিয়ে গঠিত।[3][4][5][6] এই চারটি ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[5]
কাকদ্বীপ মহকুমার অন্তর্গত থানাগুলি হল:[3][7]
থানা | আয়তন (কিলোমিটার২) | সীমানা (কিলোমিটার) | পুরসভা | সমষ্টি উন্নয়ন ব্লক |
---|---|---|---|---|
কাকদ্বীপ | ৯১ | - | - | কাকদ্বীপ, নামখানা |
হারউড পয়েন্ট উপকূলীয়* | ১৬৯ | - | - | কাকদ্বীপ |
নামখানা | ৯৫.২৬ | - | - | নামখানা |
ফ্রেজারগঞ্জ উপকূলীয় | ৩৪.০৭ | - | - | নামখানা |
সাগর | ২২৫.৩ | - | - | সাগর |
গঙ্গাসাগর উপকূলীয় | ৭৭.৭২ | - | - | সাগর |
পাথরপ্রতিমা | ২৯৩.৯৬ | - | - | পাথরপ্রতিমা |
গোবর্ধনপুর উপকূলীয় | 207 | - | - | পাথরপ্রতিমা |
দ্রষ্টব্য: কাকদ্বীপ মহকুমার কিয়দংশ ডায়মন্ড হারবার মহকুমার ধোলা থানার এক্তিয়ারভুক্ত এলাকার মধ্যে পড়ে।
.* নবগঠিত
কাকদ্বীপ মহকুমার সমষ্টি উন্নয়ন ব্লকগুলি হল:[3][8][9]
সমষ্টি উন্নয়ন ব্লক | সদর | আয়তন কিলোমিটার২ | জনসংখ্যা (২০১১) | তফসিলি জাতি % | তফসিলি উপজাতি % | হিন্দু % | মুসলমান % | সাক্ষরতার হার % | জনগণনা নগর |
---|---|---|---|---|---|---|---|---|---|
কাকদ্বীপ | গণেশপুর | ২৫২.৭৪ | ২২.৯৫ | ০.৮০ | ৮২.৩৭ | ১৭.০৯ | ৭৭.৯৩ | - | |
নামখানা | নামখানা | ৩৭০.৬১ | ১৮২,৮৩০ | ২৫.৮৫ | ০.৪১ | ৮৫.৯৭ | ১৩.৮৮ | ৮৫.৭২ | - |
সাগর | রুদ্রনগর | ২৮২.১১ | ২১২,০৩৭ | ২৬.৫৩ | ০.৪০ | ৮৭.৮৮ | ১১.৭৩ | ৮৪.২১ | - |
পাথরপ্রতিমা | রামগঙ্গা | ২৪১.৯ | ৩৩১,৮২৩ | ২২.৯৫ | ০.৮০ | ৮৮.৯১ | ১০.৭২ | ৮২.১১ | - |
কাকদ্বীপ মহকুমায় ৪টি সমষ্টি উন্নয়ন ব্লকের অধীনে ৪২টি গ্রাম পঞ্চায়েত আছে:[10][11]
কাকদ্বীপ মহকুমার অধিকাংশ জনগোষ্ঠী উৎকল এবং মেদিনীপুর জাত। এঁরা অধিকাংশই মেদিনীপুরী বাংলা ভাষার অন্তর্গত কাঁথি বাংলায় কথোপকথন করেন। উক্ত অঞ্চলের সংস্কৃতিতে বঙ্গ সংস্কৃতির পাশাপাশি উৎকল সংস্কৃতির প্রভাব বিশেষ ভাবে লক্ষণীয়।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাক্ষরতার সামগ্রিক হার ৭৭.৫১ শতাংশ, যেখানে কাকদ্বীপ মহকুমার সাক্ষরতার হার ৮২.০৪ শতাংশ।[12]
এই মহকুমার উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলি হল:
কাকদ্বীপ মহকুমার চিকিৎসাকেন্দ্রগুলি হল:
হাসপাতাল: (নাম, অবস্থান, শয্যাসংখ্যা)[18]
গ্রামীণ হাসপাতাল: (নাম, সমষ্টি উন্নয়ন ব্লক, অবস্থান, শয্যাসংখ্যা) [19]
ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র: (নাম, সমষ্টি উন্নয়ন ব্লক, অবস্থান, শয্যাসংখ্যা)[20]
প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র (সমষ্টি উন্নয়ন ব্লক অনুযায়ী): (সমষ্টি উন্নয়ন ব্লক, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অবস্থান, শয্যাসংখ্যা)[21]
সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুযায়ী কাকদ্বীপ মহকুমা নিম্নলিখিত বিধানসভা কেন্দ্রগুলির অন্তর্গত:[22]
পাথরপ্রতিমা, কাকদ্বীপ ও সাগর বিধানসভা কেন্দ্র তিনটিই তফসিলি জাতি-ভুক্ত প্রার্থীদের জন্য সংরক্ষিত মথুরাপুর লোকসভা কেন্দ্রের অংশ।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.