প্রেসিডেন্সী কলেজ পশ্চিমবঙ্গের স্নাতক পর্যায়ে কলা ও মানববিদ্যা বিষয়ে পড়াশোনার জন্য একটি শীর্ষস্থানীয় ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান। ১৮১৭ সালের ২০ জানুয়ারি কলকাতায় হিন্দু কলেজ নামে স্থাপিত হয়। ভদ্র হিন্দু ঘরের সন্তানদেরকে ইংরেজি ও ভারতীয় ভাষাসমূহ, তৎসহ ইউরোপ ও এশিয়ার সাহিত্য ও বিজ্ঞান বিষয়ে শিক্ষাদান ছিল এই কলেজ স্থাপনের প্রাথমিক উদ্দেশ্য। বাংলার সমাজ ও সাংস্কৃতিক জীবনে কলেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
ধরন | জনসাধারণ (public) |
---|---|
স্থাপিত | জানুয়ারি ২০, ১৮১৭ (নাম: হিন্দু কলেজ) জুন ১৫, ১৮৫৫ (নাম: প্রেসিডেন্সী কলেজ) |
শিক্ষার্থী | ২২০২ (২০০৪ সালে) (৯৫১ পুরষ, ১২৫১ মহিলা) |
অবস্থান | , , |
শিক্ষাঙ্গন | শহরে |
সংক্ষিপ্ত নাম | প্রেসি (Presi ) |
অধিভুক্তি | Presidency University Act, 2010 |
ওয়েবসাইট | presiuniv |
ভারতে ইংরেজ আগমনের পূর্বে বাংলার প্রাথমিক বিদ্যালয় গুলিতে বাংলা, সহজ পাটিগণিত ও সংস্কৃতের বাইরে উল্লেখযোগ্য তেমন কিছু শিক্ষা দেওয়া হতো না। টোলসমূহে উচ্চতর সংস্কৃত, ব্যাকরণ ও সাহিত্য, ধর্মতত্ত্ব, ন্যায় শাস্ত্র ও দর্শন শাস্ত্র বিষয়ে পড়ানো হতো। এ শিক্ষা রাজা রামমোহন রায় এর মতো জ্ঞানালোকিত ভারতীয়দের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নি। তাদের মতে, এ শিক্ষা ‘ব্যাকরণের সূক্ষ্মতা আর অধিবিদ্যার চুলচেরা বিশ্লেষণ দিয়ে তরুণদের মনকে অহেতুক ভারাক্রান্ত করবে’, কারণ বাস্তবে এ শিক্ষার কোনো প্রতিফলন নেই। ব্রিটিশ বণিকদের সঙ্গে যাদের লেনদেন ছিল, তারা ইংরেজি শিক্ষার প্রয়োজন তীব্রভাবে অনুভব করেন। এই প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে কিছু বিদ্যালয় স্থাপন করা হয়।
ইতিহাস
অধ্যক্ষ এবং উপাচার্যদের তালিকা |
---|
প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
|
সুচনা
উনিশ শতক
হিন্দু কলেজ থেকে প্রেসিডেন্সী কলেজ
কৃতি ছাত্র
- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
- গুরুদাস বন্দ্যোপাধ্যায়
- মহেন্দ্রনাথ গুপ্ত
- ভূপেন্দ্রনাথ বসু
- প্রফুল্ল চন্দ্র রায়
- নৃপেন্দ্র নারায়ণ
- বাবু তারক চন্দ্র চৌধুরী
- স্বামী বিবেকানন্দ
- চিত্তরঞ্জন দাশ
- আশুতোষ মুখোপাধ্যায়
- দেবপ্রসাদ সর্বাধিকারী
- প্রশান্তচন্দ্র মহলানবিশ
- আবুল কাশেম ফজলুল হক
- সত্যেন্দ্রনাথ বসু
- মেঘনাদ সাহা
- নিখিল রঞ্জন সেন
- শিশির কুমার মিত্র
- ডাঃ বিধানচন্দ্র রায়
- রাজেন্দ্র প্রসাদ
- শরৎচন্দ্র বসু
- সুভাষচন্দ্র বসু
- শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
- রাধা বিনোদ পাল
- পুলিনবিহারী সরকার
- বীরেশচন্দ্র গুহ
- অমর্ত্য সেন
- সত্যজিৎ রায়
- সিদ্ধার্থশঙ্কর রায়
- জ্যোতি বসু
- বুদ্ধদেব ভট্টাচার্য
- অম্লান দত্ত
- অসীম দাশগুপ্ত
- অমিত মিত্র
- সুব্রত মুখার্জী
- মৌলভী আবদুল করিম
আরও দেখুন
বহিঃসংযোগ
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.