শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

কর্ণফুলী এক্সপ্রেস

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

Remove ads

কর্ণফুলী এক্সপ্রেস (ট্রেন নাম্বার-০৩/০৪) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি যাত্রীবাহী ট্রেন। ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা যাত্রাপথে ফেনী জেলা, কুমিল্লা জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, কিশোরগঞ্জ জেলা, নরসিংদী জেলাগাজীপুর জেলাকে সংযুক্ত করে।[][]

দ্রুত তথ্য সংক্ষিপ্ত বিবরণ, পরিষেবা ধরন ...
Remove ads
Remove ads

যাত্রাপথ

কর্ণফুলী এক্সপ্রেস চট্টগ্রাম> লাকসাম> আখাউড়া> ভৈরব> নরসিংদী> টঙ্গী> কমলাপুর মিটারগেজ রেলপথে চলাচল করে এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়।

স্টেশন তালিকা

সারাংশ
প্রসঙ্গ

কর্ণফুলী এক্সপ্রেস যেসকল রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে নিম্নে উল্লেখ করা হলো:

Remove ads

সময়সূচি

কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের সময়সূচি নিম্নে উল্লেখ করা হলো: (বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচি অনুযায়ী)

  • ০৩ নং কর্ণফুলী এক্সপ্রেস = চট্টগ্রাম থেকে ছাড়ে সকাল ১০টায়, ঢাকা পৌঁছায় রাত ৮ টা ৪০ মিনিটে।[]
  • ০৪ নং কর্ণফুলী এক্সপ্রেস = ঢাকা ছাড়ে সকাল ৮টা ৪৫ মিনিটে, চট্টগ্রাম পৌঁছায় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।

তথ্যসূত্র

Loading content...
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads