Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কর্ণফুলী এক্সপ্রেস (ট্রেন নাম্বার-০৩/০৪) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি যাত্রীবাহী ট্রেন। ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা যাত্রাপথে ফেনী জেলা, কুমিল্লা জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, কিশোরগঞ্জ জেলা, নরসিংদী জেলা ও গাজীপুর জেলাকে সংযুক্ত করে।[১][২]
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | কমিউটার ট্রেন |
স্থান | বাংলাদেশ |
প্রথম পরিষেবা | ৮ নভেম্বর ২০০৩ |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে, এল এন ট্রেডিং |
যাত্রাপথ | |
শুরু | চট্টগ্রাম রেলওয়ে স্টেশন |
শেষ | কমলাপুর রেলওয়ে স্টেশন |
যাত্রার গড় সময় | ৮ ঘণ্টা ৩০ মিনিট |
পরিষেবার হার | দৈনিক |
রেল নং | ০৩/০৪ |
যাত্রাপথের সেবা | |
শ্রেণী | আছে |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | নাই |
অটোরেক ব্যবস্থা | নাই |
খাদ্য সুবিধা | নাই |
পর্যবেক্ষণ সুবিধা | আছে |
বিনোদন সুবিধা | আছে |
মালপত্রের সুবিধা | আছে |
কারিগরি | |
ট্র্যাক গেজ | ১,০০০ মিলিমিটার (৩ ফুট ৩ ৩⁄৮ ইঞ্চি) |
কর্ণফুলী এক্সপ্রেস চট্টগ্রাম> লাকসাম> আখাউড়া> ভৈরব> নরসিংদী> টঙ্গী> কমলাপুর মিটারগেজ রেলপথে চলাচল করে এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়।
কর্ণফুলী এক্সপ্রেস যেসকল রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে নিম্নে উল্লেখ করা হলো:
কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের সময়সূচি নিম্নে উল্লেখ করা হলো: (বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচি অনুযায়ী)
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.