Loading AI tools
কমনওয়েলথ গেমসে বাংলাদেশের অংশগ্রহণ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কমনওয়েলথ গেমসে বাংলাদেশ এ পর্যন্ত ৮বার অংশগ্রহণ করেছে। ১৯৭৮ সালে এডমন্টনে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস প্রতিযোগিতায় সর্বপ্রথম অংশগ্রহণ করে। ১৯৯০ সালের পূর্ব-পর্যন্ত দলটি আর অংশগ্রহণ করেনি। এরপর থেকে বাংলাদেশ পুনরায় নিয়মিতভাবে অংশগ্রহণ করে আসছে। এ পর্যন্ত বাংলাদেশ দল ৮বার কমনওয়েলথ গেমসে পদক লাভ করে। সবক’টি পদকই এসেছে শ্যুটিং বিষয়ে।
কমনওয়েলথ গেমসে বাংলাদেশ |
||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||
কমনওয়েলথ গেমস ইতিহাস (সারসংক্ষেপ) | ||||||||||||
কমনওয়েলথ গেমস | ||||||||||||
প্রতিযোগিতা | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | সর্বমোট |
---|---|---|---|---|
১৯৭৮ এডমন্টন | ০ | ০ | ০ | ০ |
১৯৮২ ব্রিসবেন | অংশগ্রহণ করেনি | |||
১৯৮৬ এডিনবরা | অংশগ্রহণ করেনি | |||
১৯৯০ অকল্যান্ড | ১ | ০ | ১ | ২ |
১৯৯৪ ভিক্টোরিয়া | ০ | ০ | ০ | ০ |
১৯৯৮ কুয়ালালামপুর | ০ | ০ | ০ | ০ |
২০০২ ম্যানচেস্টার | ১ | ০ | ০ | ১ |
২০০৬ মেলবোর্ন | ০ | ১ | ০ | ১ |
২০১০ নতুন দিল্লি | ০ | ০ | ১ | ১ |
২০১৪ গ্লাসগো | ০ | ১ | ০ | ১ |
২০১৮ গোল্ড কোস্ট | ০ | ২ | ০ | ২ |
সর্বমোট | ২ | ৪ | ২ | ৮ |
বাংলাদেশ শ্যুটিং (বন্দুক চালনা ক্রীড়া) ছাড়া অন্য কোন ক্রীড়া/বিভাগে পদক জিততে পারেনি।
ক্রীড়া | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট |
---|---|---|---|---|
শ্যুটিং | ২ | ৪ | ২ | ৮ |
মোট (১টি ক্রীড়া) | ২ | ৪ | ২ | ৮ |
কমনওয়েলথ গেমসে বাংলাদেশের সবচেয়ে সফল পদকবিজয়ী ক্রীড়াবিদ হলো আসিফ হোসেন খান, যিনি একটি স্বর্ণ পদক, একটি রৌপ্য পদক ও একটি ব্রোজঞ্জ পদক জিতেছে। এছাডা আব্দুল্লাহ হেল বাকী তিনটি পদক জিতেছে।
পদক | নাম | খেলা | ক্রীড়া | বিষয় |
---|---|---|---|---|
স্বর্ণ | আতিকুর রহমান আব্দুস সাত্তার |
১৯৯০ অকল্যান্ড | শ্যুটিং | পুরুষদের এয়ার পিস্তল -জুটি |
ব্রোঞ্জ | আতিকুর রহমান আব্দুস সাত্তার |
১৯৯০ অকল্যান্ড | শ্যুটিং | পুরুষদের ফ্রি পিস্তল -জুটি |
স্বর্ণ | আসিফ হোসেন খান | ২০০২ ম্যানচেস্টার | শ্যুটিং | পুরুষদের এয়ার রাইফেল |
রৌপ্য | আসিফ হোসেন খান অঞ্জন কুমার সিংহ |
২০০৬ মেলবোর্ন | শ্যুটিং | পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল -জুটি |
ব্রোঞ্জ | আবদুল্লাহ হেল বাকি আসিফ হোসেন খান |
২০১০ দিল্লি | শ্যুটিং | পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল -জুটি |
রৌপ্য | আবদুল্লাহ হেল বাকি | ২০১৪ গ্লাসগো | শ্যুটিং | পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল |
রৌপ্য | আবদুল্লাহ হেল বাকি | ২০১৮ গোল কোস্ট | শ্যুটিং | পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল |
রৌপ্য | সাকিল আহমেদ | ২০১৮ গোল কোস্ট | শ্যুটিং | পুরুষদের ৫০ মিটার এয়ার পিস্তল |
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.