Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
এ বি এস সফদার (জন্ম ২৯ ডিসেম্বর ১৯২৫) ছিলেন একজন বাংলাদেশ পুলিশ এবং গোয়েন্দা কর্মকর্তা। তিনি বাংলাদেশের প্রধান বেসামরিক গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক।
এ বি এস সফদার | |
---|---|
জন্ম | ময়মনসিংহ, বেঙ্গল, ব্রিটিশ ভারত (বর্তমান ময়মনসিংহ, বাংলাদেশ) | ২৯ ডিসেম্বর ১৯২৫
নেতৃত্বসমূহ |
|
পুলিশ কর্মজীবন | |
ইউনিট | বিশেষ শাখা |
আনুগত্য | পাকিস্তান (১৯৭১ সালের আগে) বাংলাদেশ |
সময়কাল | ১৯৫০ – ১৯৯০ |
অবস্থা | অবসরপ্রাপ্ত |
পদমর্যাদা | অতিরিক্ত মহাপরিদর্শক |
পুরস্কার | বিপিএম (বিএআর) পিপিএম (বিএসএ) |
সফদার ১৯২৫ সালে ব্রিটিশ ভারতের পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন।[1]
সফদার ১৯৫০ সালে পাকিস্তান পুলিশের গোয়েন্দা শাখায় যোগ দেন।[1] ১৯৫৯ সালে, তিনি পাকিস্তান পুলিশের ইন্টেলিজেন্স ব্যুরোর সহকারী পরিচালক হন।[1] তিনি ১৯৬৫ সালে ইন্টেলিজেন্স ব্যুরোর ডেপুটি ডিরেক্টর জেনারেল পদে পদোন্নতি পান এবং পূর্ব পাকিস্তানে ব্যুরোর দায়িত্বে ছিলেন।[1]
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সফদার আন্তর্জাতিক পুলিশ একাডেমিতে প্রশিক্ষণের জন্য ইউএসএইড-এর জননিরাপত্তা অফিসের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রে যান।[1] যুদ্ধের শেষের দিকে তিনি এবং সহশিক্ষার্থী আবদুর রহিম পূর্ব পাকিস্তানে ফিরে আসেন এবং পাকিস্তানের নিরাপত্তা সংস্থায় যোগ দেন।[2] সফদার পাল্টা বিদ্রোহ করেন এবং রহিমকে রাজাকার ইউনিটে রাখা হয়।[2]
শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সফদারকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগের মহাপরিচালক নিযুক্ত করা হয়।[2] অভ্যুত্থানের আগে তিনি মাহাবুব আলম চাষী এবং তাহেরউদ্দিন ঠাকুরের সাথে দেখা করেন এবং নতুন প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পান।[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.