Loading AI tools
বাংলাদেশী আইনজীবী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আব্দুল জামিল মোহাম্মদ আলী[2] (১৫ ডিসেম্বর ১৯৫১ – ২ মে ২০২৪) একজন বাংলাদেশী আইনজীবী ছিলেন। তিনি ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশের দ্বাদশ অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন। [3]
এ, জে, মোহাম্মদ আলী | |
---|---|
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল | |
কাজের মেয়াদ ৩০ এপ্রিল ২০০৫ – ২৪ জানুয়ারি ২০০৭ | |
পূর্বসূরী | এ.এফ. হাসান আরিফ |
উত্তরসূরী | ফিদা এম. কামাল |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | আব্দুল জামিল মোহাম্মদ আলী ১৫ ডিসেম্বর ১৯৫১ নওগাঁ, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) |
মৃত্যু | ২ মে ২০২৪ ৭২) মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, সিঙ্গাপুর | (বয়স
মৃত্যুর কারণ | প্রোস্টেট ক্যান্সার[1] |
সমাধিস্থল | বনানী কবরস্থান, ঢাকা |
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
সন্তান | ১ ছেলে, ১ মেয়ে |
পিতামাতা | এম. এইচ. খন্দকার (পিতা) |
পেশা | আইনজীবী |
ধর্ম | ইসলাম |
এ, জে, মোহাম্মদ আলী ১৯৫১ সালের ১৫ ডিসেম্বর নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বগুড়ায়।[4] তার বাবা এম. এইচ. খন্দকার ছিলেন বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল।[3]
১৯৮০ সালে তিনি হাইকোর্টে এবং ১৯৮৫ সালে আপিল বিভাগে অনুশীলনের জন্য তালিকাভুক্ত হন।[5] ২৩ অক্টোবর ২০০১ সালে তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন।[6] ৩০ এপ্রিল ২০০৫ সালে অ্যাটর্নি জেনারেল হিসাবে নিযুক্ত হন। তিনি ২৪ জানুয়ারী ২০০৭ সালে অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেন।[3] এ, জে, মোহাম্মদ আলী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।[7]
এ, জে, মোহাম্মদ আলী জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করেছেন। [8][9] তিনি মওদুদ আহমদের আইনজীবীও ছিলেন। [10]
আলী ২০২৪ সালে ২ মে সিঙ্গাাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। [11] ৪ মে ধানমন্ডির তাকওয়া মসজিদে ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।[12] তার সম্মানে ৫ মে সুপ্রিম কোর্টের বিচারকার্য বন্ধ রাখা হয়।[13]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.