এসআই লব্ধ একক একক হলো আন্তর্জাতিক একক পদ্ধতি (এসআই) কর্তৃক নির্ধারিত সাতটি মৌলিক একক থেকে প্রাপ্ত এককসমূহের পরিমাপ। এগুলো মাত্রাহীন অথবা এক বা একাধিক মৌলিক এককের নির্দিষ্ট সূচকীয় গুণফল হতে পারে।

এসআই একক পদ্ধতিতে ২২টি লব্ধ এককের জন্য বিশেষ নাম রয়েছে (উদাহরণস্বরূপ, হার্জ, তরঙ্গের কম্পাঙ্ক পরিমাপের এসআই একক)। তবে বাকীগুলি কেবল তাদের উৎপত্তিকে প্রতিফলিত করে: যেমন বর্গমিটার (m2), ক্ষেত্রফলের এসআই একক; কিলোগ্রাম প্রতি ঘনমিটার (kg/m3 or kg⋅m−3), ঘনত্বের এসআই একক।

পূর্ণরূপ লেখার ক্ষেত্রে প্রত্যেকটি লব্ধ একককে ছোট হাতের অক্ষরে লেখা হয়। তবে, কারও নাম অনুসারে দেয়া লব্ধ এককের প্রথম অক্ষর বড় হাতের হয়। যেমন, হার্জের প্রতীক "Hz", কিন্তু মিটারের প্রতীক "m"।[১]

বিশেষ নামযুক্ত লব্ধ একক

সারাংশ
প্রসঙ্গ

আন্তর্জাতিক একক পদ্ধতিতে ২২টি লব্ধ এককের জন্য বিশেষ নাম রয়েছে এবং দুইটি মাত্রাবিহীন লব্ধ একক রয়েছে, যা হলো রেডিয়ান (rad) এবং স্টেরেডিয়ান (sr)।

আরও তথ্য নাম, প্রতীক ...
মৌলিক এসআই একক থেকে প্রাপ্ত নামযুক্ত লব্ধ একক [২]
নাম প্রতীক পরিমাণ সমতুল্য সমতুল্য

এসআই মৌলিক একক

হার্জ Hz কম্পাঙ্ক 1/s s−1
রেডিয়ান rad কোণ m/m 1
স্টেরেডিয়ান sr ঘনকোণ m2/m2 1
নিউটন N বল, ওজন kg⋅m/s2 kg⋅m⋅s−2
প্যাসকেল Pa চাপ, পীড়ন N/m2 kg⋅m−1⋅s−2
জুল J শক্তি, কাজ, তাপ m⋅N, C⋅V, W⋅s kg⋅m2⋅s−2
ওয়াট W ক্ষমতা, বিকিরণ ফ্লাক্স J/s, V⋅A kg⋅m2⋅s−3
কুলম্ব C বৈদ্যুতিক আধান বা বিদ্যুতের পরিমাণ s⋅A, F⋅V s⋅A
ভোল্ট V বিভব, তড়িৎ বিভব পার্থক্য, তড়িচ্চালক শক্তি W/A, J/C kg⋅m2⋅s−3⋅A−1
ফ্যারাড F ধারকত্ব C/V, s/Ω kg−1⋅m−2⋅s4⋅A2
ওহম Ω রোধ, বৈদ্যুতিক প্রতিরোধ, প্রতিক্রিয়া 1/S, V/A kg⋅m2⋅s−3⋅A−2
সিমেন্স S পরিবাহিতা 1/Ω, A/V kg−1⋅m−2⋅s3⋅A2
ওয়েবার Wb চৌম্বক ফ্লাক্স J/A, T⋅m2,V⋅s kg⋅m2⋅s−2⋅A−1
টেসলা T চৌম্বক আবেশ, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব V⋅s/m2, Wb/m2, N/(A⋅m) kg⋅s−2⋅A−1
হেনরি H আবেশ গুণাঙ্ক V⋅s/A, Ω⋅s, Wb/A kg⋅m2⋅s−2⋅A−2
সেলসিয়াস °C ২৭৩.১৫ K এর সাপেক্ষে তাপমাত্রা K K
লুমেন lm আলোক ফ্লাক্স cd⋅sr cd
লাক্স lx দীপন lm/m2 cd⋅m−2
বেকেরেল Bq তেজস্ক্রিয়তা (প্রতি একক সময়ে ক্ষয়) 1/s s−1
গ্রে Gy শোষণ মাত্রা (আয়নাইজিং বিকিরণ-এর) J/kg m2⋅s−2
সিয়েভার্ট Sv সমতুল্য মাত্রা (আয়নাইজিং বিকিরণ-এর) J/kg m2⋅s−2
কাতাল kat অনুঘটক ক্রিয়া mol/s s−1⋅mol
বন্ধ

অন্যান্য পরিমাণ এবং ইউনিট

টেমপ্লেট:এসআই অন্যান্য একক

এসআই এর সঙ্গে ব্যবহৃত অন্যান্য এককসমূহ

ঘণ্টা, লিটার, টন, বার এবং ইলেকট্রনভোল্ট এর মতো আরও কিছু একক এসআই একক নয়। তবে এসআই এককগুলির সাথে এগুলি একত্রে বহুল ব্যবহৃত হয়।

পরিপূরক একক

১৯৯৫ অবধি এসআই থেকে রেডিয়ান এবং স্ট্রেডিয়ান কে পরিপূরক একক হিসাবে শ্রেণীবদ্ধ করা হত। কিন্তু পরে তাদের এই ভাগ থেকে বাদ দিয়ে লব্ধ একক হিসাবে শ্রেণিবদ্ধ করা হয়েছিল।[৩]

আরও দেখুন

তথ্যসূত্র

গ্রন্থপঞ্জি

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.