এশিয়ান একাদশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটারদের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
একদিনের আন্তর্জাতিক বা ওডিআই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ওডিআই মর্যাদাপ্রাপ্ত দুইটি দলের মধ্যকার আন্তর্জাতিক ক্রিকেট খেলা। টেস্ট ক্রিকেটের সাথে একদিনের আন্তর্জাতিকের প্রধান পার্থক্য হচ্ছে নির্দিষ্ট ওভার সংখ্যা ও প্রত্যেক দলের একটি মাত্র ইনিংস।
২০০৫ সালে সুনামিতে আক্রান্তদের সহায়তায় তহবিল সংগ্রহের উদ্দেশ্যে বিশ্ব ক্রিকেট সুনামি আবেদন নামে একটি ক্রিকেট খেলায় প্রতিদ্বন্দ্বিতার জন্য এসিসি এশিয়ান একাদশ ক্রিকেট দল গঠন করা হয়। এরপূর্বে ২০০৪ সালে ভারত মহাসাগরে ভূমিকম্পে সৃষ্ট প্রাকৃতিক দূর্যোগে আক্রান্তদের জন্যেও খেলা অনুষ্ঠিত হয়েছিল। এছাড়াও আফ্রিকান ক্রিকেট সংস্থা ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তহবিল বৃদ্ধির লক্ষ্যে এশীয় দলটি আফ্রিকান ক্রিকেট একাদশ দলের বিপক্ষে আফ্রো-এশিয়া কাপ প্রতিযোগিতায় নিয়মিতভাবে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে।[১] ২০০৫ সালে আফ্রো-এশিয়া কাপের উদ্বোধনী আসর দক্ষিণ আফ্রিকায় বসে এবং দ্বিতীয়টি ২০০৭ সালে অনুষ্ঠিত হয়।
খেলোয়াড়দের তালিকা
সারাংশ
প্রসঙ্গ
৮ জুলাই, ২০০৭ তারিখে অনুষ্ঠিত আফ্রো-এশিয়া কাপের পর এ পরিসংখ্যান তৈরি করা হয়েছে:
এশিয়ান একাদশ ওডিআই ক্রিকেটার | ব্যাটিং | বোলিং | উৎস | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ক্যাপ | নাম | জাতীয়তা | অভিষেক | সর্বেশষ[২] | খেলা[৩] | রান | স[৪] | গড় | ৫০/১০০[৫] | উইঃ | সেরা | গড় | ৪/৫ উইঃ[৬] | |
১ | রাহুল দ্রাবিড় | ![]() | ব বিশ্ব একাদশ ১০ জানুয়ারি, ২০০৫ | ব বিশ্ব একাদশ ১০ জানুয়ারি, ২০০৫ | ১ | ৭৫ | ৭৫* | – | ১/০ | – | – | – | –/– | [৭] |
২ | সৌরভ গাঙ্গুলী | ![]() | ব বিশ্ব একাদশ ১০ জানুয়ারি, ২০০৫ | ব আফ্রিকা একাদশ ৯ জুন, ২০০৭ | ৩ | ১৪২ | ৮৮ | ৪৭.৩৩ | ১/০ | ০ | ০/১৪ | – | ০/০ | [৮] |
৩ | সনাথ জয়াসুরিয়া | ![]() | ব বিশ্ব একাদশ ১০ জানুয়ারি, ২০০৫ | ব আফ্রিকা একাদশ ১০ জুন, ২০০৭ | ৪ | ৬৬ | ২৮ | ১৬.৫০ | ০/০ | ৩ | ৩/৫৩ | ৪৪.৬৬ | ০/০ | [৯] |
৪ | জহির খান | ![]() | ব বিশ্ব একাদশ ১০ জানুয়ারি, ২০০৫ | ব আফ্রিকা একাদশ ৯ জুন, ২০০৭ | ৬ | ৩৯ | ২০* | ৩৯.০০ | ০/০ | ১৩ | ৩/২১ | ১৫.৩০ | ০/০ | [১০] |
৫ | অনিল কুম্বলে | ![]() | ব বিশ্ব একাদশ ১০ জানুয়ারি, ২০০৫ | ব আফ্রিকা একাদশ ১৭ আগস্ট, ২০০৫ | ২ | ৩৫ | ২৪ | ১৭.৫০ | ০/০ | ৩ | ২/৭৩ | ৩৭.৩৩ | ০/০ | [১১] |
৬ | মুত্তিয়া মুরালিধরন | ![]() | ব বিশ্ব একাদশ ১০ জানুয়ারি, ২০০৫ | ব আফ্রিকা একাদশ ২১ আগস্ট, ২০০৫ | ৪ | ০ | ০ | ০.০০ | ০/০ | ৬ | ৩/৫৯ | ২৩.০০ | ০/০ | [১২] |
৭ | আব্দুল রাজ্জাক | ![]() | ব বিশ্ব একাদশ ১০ জানুয়ারি, ২০০৫ | ব আফ্রিকা একাদশ ২১ আগস্ট, ২০০৫ | ৪ | ৪৯ | ৩৮ | ১৬.৩৩ | ০/০ | ১ | ১/১৮ | ১১২.০০ | ০/০ | [১৩] |
৮ | কুমার সাঙ্গাকারা | ![]() | ব বিশ্ব একাদশ ১০ জানুয়ারি, ২০০৫ | ব আফ্রিকা একাদশ ২১ আগস্ট, ২০০৫ | ৪ | ১২১ | ৬১ | ৪০.৩৩ | ১/০ | – | – | – | –/– | [১৪] |
৯ | বীরেন্দ্র শেওয়াগ | ![]() | ব বিশ্ব একাদশ ১০ জানুয়ারি, ২০০৫ | ব আফ্রিকা একাদশ ১০ জুন, ২০০৭ | ৭ | ২১৪ | ৫২ | ৩০.৫৭ | ১/০ | ১ | ১/৩৭ | ৮৩.০০ | ০/০ | [১৫] |
১০ | চামিন্দা ভাস | ![]() | ব বিশ্ব একাদশ ১০ জানুয়ারি, ২০০৫ | ব বিশ্ব একাদশ ১০ জানুয়ারি, ২০০৫ | ১ | ৭ | ৭ | ৭.০০ | ০/০ | ১১ | ১/৫৯ | ৫৯.০০ | ০/০ | [১৬] |
১১ | মোহাম্মদ ইউসুফ[nb ১] | ![]() | ব বিশ্ব একাদশ ১০ জানুয়ারি, ২০০৫ | ব আফ্রিকা একাদশ ১০ জুন, ২০০৭ | ৭ | ১৬৬ | ৬৬ | ২৭.৬৬ | ২/০ | – | – | – | –/– | [১৭] |
১২ | শহীদ আফ্রিদি | ![]() | ব আফ্রিকা একাদশ ১৭ আগস্ট, ২০০৫ | ব আফ্রিকা একাদশ ২১ আগস্ট, ২০০৫ | ৩ | ১৯ | ১৩ | ৬.৩৩ | ০/০ | ২ | ১/৫ | ৩০.০০ | ০/০ | [১৮] |
১৩ | শোয়েব আখতার | ![]() | ব আফ্রিকা একাদশ ১৭ আগস্ট, ২০০৫ | ব আফ্রিকা একাদশ ২১ আগস্ট, ২০০৫ | ৩ | ২১ | ১৫ | ১০.৫০ | ০/০ | ৬ | ২/১৬ | ১৭.৬৬ | ০/০ | [১৯] |
১৪ | মোহাম্মদ আশরাফুল | ![]() | ব আফ্রিকা একাদশ ১৭ আগস্ট, ২০০৫ | ব আফ্রিকা একাদশ ২১ আগস্ট, ২০০৫ | ২ | ০ | ০ | ০.০০ | ০/০ | – | – | – | –/– | [২০] |
১৫ | ইনজামাম-উল-হক | ![]() | ব আফ্রিকা একাদশ ১৭ আগস্ট, ২০০৫ | ব আফ্রিকা একাদশ ২১ আগস্ট, ২০০৫ | ৩ | ৩৮ | ৩২* | ৩৮.০০ | ০/০ | – | – | – | –/– | [২১] |
১৬ | আশীষ নেহরা | ![]() | ব আফ্রিকা একাদশ ১৭ আগস্ট, ২০০৫ | ব আফ্রিকা একাদশ ২১ আগস্ট, ২০০৫ | ৩ | ১ | ১ | ১.০০ | ০/০ | ২ | ১/১৯ | ৪১.০০ | ০/০ | [২২] |
১৭ | মাহেলা জয়াবর্ধনে | ![]() | ব আফ্রিকা একাদশ ২০ আগস্ট, ২০০৫ | ব আফ্রিকা একাদশ ১০ জুন, ২০০৭ | ৫ | ২৬৯ | ১০৭ | ৬৭.২৫ | ২/১ | ০ | ০/১৯ | – | ০/০ | [২৩] |
১৮ | মোহাম্মাদ আসিফ | ![]() | ব আফ্রিকা একাদশ ৯৬ জুন, ২০০৭ | ব আফ্রিকা একাদশ ১০ জুন, ২০০৭ | ৩ | – | – | – | –/– | ৫ | ৩/৫৭ | ৪০.২০ | ০/০ | [২৪] |
১৯ | মহেন্দ্র সিং ধোনি | ![]() | ব আফ্রিকা একাদশ ৬ জুন, ২০০৭ | ব আফ্রিকা একাদশ ১০ জুন, ২০০৭ | ৩ | ১৭৪ | ১৩৯* | ৮৭.০০ | ০/১ | – | – | – | –/– | [২৫] |
২০ | মাশরাফি বিন মর্তুজা | ![]() | ব আফ্রিকা একাদশ ৬ জুন, ২০০৭ | ব আফ্রিকা একাদশ ১০ জুন, ২০০৭ | ২ | ১৪ | ১৩ | ৭.০০ | ০/০ | ১ | ১/৫৭ | ১০৮.০০ | ০/০ | [২৬] |
২১ | হরভজন সিং | ![]() | ব আফ্রিকা একাদশ ৬ জুন, ২০০৭ | ব আফ্রিকা একাদশ ১০ জুন, ২০০৭ | ২ | ২৪ | ২০ | ১২.০০ | ০/০ | ৪ | ৩/৪৮ | ২৫.২৫ | ০/০ | [২৭] |
২২ | যুবরাজ সিং | ![]() | ব আফ্রিকা একাদশ ৬ জুন, ২০০৭ | ব আফ্রিকা একাদশ ১০ জুন, ২০০৭ | ৩ | ৯২ | ৩১ | ৪৬.০০ | ০/০ | ১ | ১/৪৩ | ৬৭.০০ | ০/০ | [২৮] |
২৩ | দিলহারা ফার্নান্দো | ![]() | ব আফ্রিকা একাদশ ৯ জুন, ২০০৭ | ব আফ্রিকা একাদশ ৯ জুন, ২০০৭ | 1 | – | – | – | –/– | ৪ | ৪/৩৬ | ৯.০০ | ১/০ | [২৯] |
২৪ | মোহাম্মদ রফিক | ![]() | ব আফ্রিকা একাদশ ৯ জুন, ২০০৭ | ব আফ্রিকা একাদশ ১০ জুন, ২০০৭ | ২ | ১ | ১ | ১.০০ | ০/০ | ৬ | ৪/৬৫ | ২১.১৬ | ১/০ | [৩০] |
টীকা
- Mohammad Yousuf made his debut for the Asian XI before changing his name from Yousuf Youhana; but has appeared for the team under his new name. Records under each name are combined.
তথ্যসূত্র
আরও দেখুন
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.