Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইন্ডোজ ৯৮ (কোড নামMemphis) মাইক্রোসফটের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেম। এ এ উইন্ডোজ ৯.x সিরিজের দ্বিতীয় সংস্করণ। এটি বাজারে ছাড়া হয় ১৫ মে, ১৯৯৮ সালে। উইন্ডোজ ৯৫ এর পরবর্তী সংস্করণ উইন্ডোজ ৯৮। এটি ১৬ বিট ও ৩২ বিটের হাইব্রিড সংস্করণ,[4] এমএস-ডস ভিত্তিক চালু হওয়া।[5] উইন্ডোজ ৯৮ উইন্ডোজ ৯৮ দ্বিতীয় সংস্করণ দ্বারা প্রতিস্থাপিত হয় ৫ মে, ১৯৯৯ সালে এবং পরবর্তীতে ১৪ সেপ্টেম্বর, ২০০০ সালে উইন্ডোজ মিলিনিয়াম দ্বারা। মাইক্রোসফট মূলধারার সহায়তা প্রত্যাহার করে ৩০ জুন, ২০০৩ এবং বর্ধিত সহায়তা সমাপ্তি ঘটায় ১১ জুলাই, ২০০৬। উইন্ডোজ মিলিনিয়ামের সহায়তাও একই সময়ে বন্ধ হয়ে যায়।
মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি সংস্করণ | |
ডেভলপার | মাইক্রোসফট |
---|---|
সোর্স মডেল | উন্মুক্ত নয় |
উৎপাদনের জন্য মুক্তি | ১৫ মে ১৯৯৮ |
সাধারণ সহজলভ্যতা | ২৫ জুন ১৯৯৮[1] |
সর্বশেষ মুক্তি | 4.10 build 2222 A / ৫ মে ১৯৯৯[2] |
কার্নেলের ধরন | Monolithic kernel |
লাইসেন্স | ব্যানিজ্যিক |
পূর্বসূরী | উইন্ডোজ ৯৫ (১৯৯৫) |
উত্তরসূরী | উইন্ডোজ এমই (২০০০) |
সহায়তার অবস্থা | |
মূলধারার সহায়তা বন্ধ ৩০ জুন, ২০০৩ বর্ধিত সহায়তা বন্ধ ১১ জুলাই, ২০০৬[3] |
১৯৯০ এর দশকে উইন্ডোজ ৯৮ এর উন্নয়ন শুরু হয় কোড নাম মেফিস নামে[6] পরবর্তীতে বিভিন্ন সংস্করণের পরে ১৫ ডিসেম্বর, ১৯৯৬ সালে দ্বিতীয় সংস্করণের মাধ্যমে শেষ হয়।
সংস্করণ | তারিখ | বর্ণনা | মুক্তি |
---|---|---|---|
৪.১০.১১৩২ | ১৬ জুন ১৯৯৬ | উইন্ডোজ ৯৮ এর বেটা সংস্করণ, মূলত উইন্ডোজ ৯৫-এর সামান্য পরিবর্তন | Windows Memphis Pre-Alpha |
৪.১০.১৩৮৭ | ৩০ জুন ১৯৯৭[7] | প্রথম বেটা সংস্করণ | Windows Memphis Beta |
৪.১০.১৬০২ | ১৫ ডিসেম্বর ১৯৯৭[8] | উইন্ডোজ ৩.১x থেকে আপগ্রেড যোগ্য নতুন চালু ও বন্ধ শব্দের প্রচলন | Windows 98 Beta 3 |
৪.১০.১৬৯১ | ৩ এপ্রিল ১৯৯৮[9] | ৩১ ডিসেম্বর, ১৯৯৮ সালে সমাপ্তি | Windows 98 Release Candidate |
৪.১০.১৯৯৮ | পূর্ণ সংস্করণ | উইন্ডোজ ৯৮ | |
৪.১০.২২২২ | ২৩ এপ্রিল ১৯৯৯[10] | উইন্ডোজ ৯৮ দ্বিতীয় সংস্করণ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.