Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইন্ডোজ মিলিনিয়াম বা উইন্ডোজ এমই (ইংরেজি: Windows ME) (এমই নামে বাজারজাতকৃত,[5] মাইক্রোসফটের একটি গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম, যেটি প্রণেতাদের কাছে ছাড়া হয় ১৯ জুন, ২০০০[6] বাজারে মুক্ত করা হয় ১৪ই সেপ্টেম্বর, ২০০০।[7] এটি উইন্ডোজ ৯.x সিরিজের সর্বশেষ সংস্করণ।
উইন্ডোজ ৯x অপারেটিং সিস্টেমের একটি সংস্করণ | |
ডেভলপার | মাইক্রোসফট |
---|---|
সোর্স মডেল | অ-মুক্ত উৎস |
সাধারণ সহজলভ্যতা | ১৪ই সেপ্টেম্বর, ২০০০[1] |
সর্বশেষ মুক্তি | ৪.৯০ (নির্মাণ ৩০০০) / ১৪ সেপ্টেম্বর ২০০০[2] |
কার্নেলের ধরন | মনোলিথিক কার্নেল |
লাইসেন্স | বাণিজ্যিক সফটওয়্যার |
পূর্বসূরী | উইন্ডোজ ৯৮ এসই (১৯৯৯) |
উত্তরসূরী | উইন্ডোজ এক্সপি (২০০১)[3] |
ওয়েবসাইট | microsoft |
সহায়তার অবস্থা | |
৩১শে ডিসেম্বর, ২০০৩ সালে মূলধারার সহায়তা বন্ধ। ১১ই জুলাই, ২০০৬ সালে বর্ধিত সমর্থন কাজ শেষ।[4] |
উইন্ডোজ ৯৮ দ্বিতীয় সনস্করঙ্কে উইন্ডোজ এমই দ্বারা প্রতিস্থাপিত করা হয়, মূলত ব্যক্তিগত কম্পিউটার বাজার দখলের জন্য। [7] এর সঙ্গে ছিল ইন্টারনেট এক্সপ্লোরার ৫.৫, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, নতুন মুভি মেকার সফটওয়্যার যুক্ত ছিল। মাইক্রোসফট গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস-এ উন্নতি ঘটায়। উইন্ডোজ এমই-তে ইন্টারনেট এক্সপ্লোরার ৬ ও ৭, আউটলুক এক্সপ্রেস, মিডিয়া প্লেয়ার ৯ -এ হালনাগাদ করা যেত। মাইক্রোসফট ডটনেট ২ সমর্থন করত। এছাড়া, অফিস এক্সপি সমর্থন করত।
১৯৯৮ সালে মাইক্রোসফট ঘোষণা করে, উইন্ডোজ ৯৮ এর পরে উইন্ডোজ ৯.x সিরিজে আর কোন সংস্করণ আসবে না।[8] যাইহক, মে, ১৯৯৯ সালে মাইক্রোসফট উইন্ডোজ ৯৮ দ্বিতীয় সংস্করণ বাজারে ছাড়ে এবং তারপর মিলিনিয়াম নামে ৯.x সিরিজে আর একটি সংস্করণ বাজারে আসবে। ২০০০ সালে উইন্ডোজ মিলিনিয়াম এডিশন (উইন্ডোজ এমই) বাজারে আসে।[9]
উন্নয়ন পর্যায়ে কমপক্ষে তিনটি বেটা সংস্করণ বাজারে ছাড়া হয়। ২৪ সেপ্টেম্বর, ১৯৯৯ সালে মাইক্রোসফট উইন্ডোজ এমই-এর বেটা ১ বাজারে ছাড়ে।[10] ২৪ নভেম্বর, ১৯৯৯ সালে বেটা ২ বাজারে ছাড়ে, যেখানে নতুন কিছু ফিচার যুক্ত করা হয়। ১১ এপ্রিল, ২০০০ সালে বেটা ৩ ছাড়া হয়, যেটা প্রথম পূর্ণাঙ্গ সংস্করণ। ৩১ ডিসেম্বর, ২০০০ সালে সাধারনভাবে এটি মুক্তি পায়। বর্ধিত পরিসেবা বন্ধ হয় ১১ জুলাই, ২০০৬ সালে, একই দিনে উইন্ডোজ ৯৮ এবং উইন্ডোজ ৯৮ দ্বিতীয় সংস্করণও বন্ধ হয়ে যায়।[11]
উইন্ডোজ এমই -তে ইউজার ইন্টারফেসের বিভিন্ন বিষয়ে উন্নয়ন সাধন করা হয়েছে।
BMP
, .DIB
, .EMF
, .GIF
, .JPEG
, .PNG
, .TIF
and .WMF
) সমর্থন করে।উইন্ডোজ এমি চলমান জন্য যা যা প্রয়োজনীয়[16] | ||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
উইন্ডোজ এমই এমএস-ডস সমর্থন সীমাবদ্ধ করে এবং বিভিন্ন ডস কমান্ড বাতিল করে।
উইন্ডোজ এমই স্থায়ীত্ব বিষয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। PC World নিবন্ধে এটিকে এমএ - কে মিস্টেক এডিশন নামে অবিহিত করে।[17]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.