Remove ads
মধ্য ও পূর্ব এশিয়ায় বসবাসরত তুর্কি বংশোদ্ভূত একটি জাতিগোষ্ঠী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইঘুর জাতি /uː.iˈɡʊr/ (উইগুর ভাষায়: ئۇيغۇر, উলাব: Uyghur ;[১১] টেমপ্লেট:IPA-ug; Old Turkic: ;[১২] সরলীকৃত চীনা: 维吾尔; প্রথাগত চীনা: 維吾爾; ফিনিন: Wéiwú'ěr) মধ্য এশিয়ায় বসবাসরত তুর্কি বংশোদ্ভূত একটি জাতিগোষ্ঠী। বর্তমানে উইঘুররা মূলত চীনের শিনচিয়াং অঞ্চলে বসবাস করে। উইঘুররা এই অঞ্চলের সরকারিভাবে স্বীকৃত ৫৬টি নৃতাত্ত্বিক সংখ্যালঘু গোষ্ঠীর অন্যতম। এখানকার ৮০% উইঘুর অঞ্চলের দক্ষিণপশ্চিমাঞ্চলে তারিম বেসিনে বসবাস করে।[১৩] জিনজিয়াং এর বাইরে উইঘুরদের সবচেয়ে বড় সম্প্রদায় দক্ষিণ মধ্য হুনান প্রদেশে রয়েছে।[১৪] চীনের বাইরে মধ্য এশিয়ার অন্যান্য রাষ্ট্র যেমন কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তানে উল্লেখযোগ্য সংখ্যক উইঘুর বাস করে। এছাড়া আফগানিস্তান, পাকিস্তান, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড, নরওয়ে, সুইডেন, রাশিয়া, সৌদি আরব, কানাডা, যুক্তরাষ্ট্র ও তুরস্কে অল্পসংখ্যক উইঘুর রয়েছে।[১৫]
| |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল | |||||||||
চীন (জিনজিয়াং) | ১০,০০১,৩০২ (২০১০ সালের হিসাব)[১] | ||||||||
কাজাখস্তান | ২২৩,১০০ (২০০৯)[২] | ||||||||
উজবেকিস্তান | ৫৫,২২০ (২০০৮) | ||||||||
কিরগিজিস্তান | ৪৯,০০০ (২০০৯)[৩] | ||||||||
তুরস্ক | ৪৫,৮০০ (২০১০) | ||||||||
রাশিয়া | ৩,৬৯৬ (২০১০)[৪] | ||||||||
পাকিস্তান | ৩৩,০০০ (২০০৯)[৫] | ||||||||
ইউক্রেন | ১৯৭ (২০০১)[৬] | ||||||||
যুক্তরাষ্ট্র | ≤৫০০০? | ||||||||
সিরিয়া | ~৩,৫০০ (২০১৫)[৭][৮][৯][১০] | ||||||||
ইউক্রেন | ১৯৭ (২০০১)[৬] | ||||||||
ভাষা | |||||||||
উইঘুর | |||||||||
ধর্ম | |||||||||
সুন্নি ইসলাম | |||||||||
সংশ্লিষ্ট জনগোষ্ঠী | |||||||||
কারলুক, অন্যান্য তুর্কি জাতি। আটলান্টিক জাতিসমূহের সাথে দূর সম্পর্ক |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.