Loading AI tools
ইজিপ্টের এক ধর্মীয় প্রধান। উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আল-আজহারের প্রধান ইমাম (আরবি: الإمام الأكبر), যিনি আল-আজহারের প্রধান শেখ (আরবি: شيخ الأزهر الشريف) নামেও পরিচিত, মিশরের একটি মর্যাদাপূর্ণ এবং বিশিষ্ট সরকারী উপাধি। বর্তমানে আহমাদ আল-তায়িব এই পদে রয়েছেন।[1] কিছু মুসলমান তাকে সুন্নি ইসলামিক চিন্তাধারা এবং ইসলামিক আইনশাস্ত্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে বিবেচনা করে এবং তিনি বিশ্বব্যাপী ধর্মতাত্ত্বিক আশ'আরি এবং মাতুরিদি ঐতিহ্যের অনুসারীদের উপর ব্যাপক প্রভাব বিস্তার করেছে।[2] আল-আজহারের প্রধান ইমাম বলতে বোঝায় আল-আজহার মসজিদের প্রধান ব্যক্তিত্বকে, এবং বর্ধিতাংশে আল-আজহার বিশ্ববিদ্যালয়। এছাড়াও মিশরের প্রধান মুফতি সরকারী ধর্মীয় বিষয়গুলির জন্য দায়িত্বপ্রাপ্ত।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.