আর্মেনীয় ভাষা

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

আর্মেনীয় ভাষা

আর্মেনীয় ভাষা (আর্মেনীয় ভাষায়: Հայերեն হাইয়েরেন) একটি ইন্দো-ইউরোপীয় ভাষা। এটি কোন দলের অন্তর্ভুক্ত নয় এবং এর কোন আত্মীয় ভাষা নেই। গ্রিক ভাষার সাথে এর সবচেয়ে বেশি সাদৃশ্য দেখতে পাওয়া যায়। ভাষাটিতে প্রচুর ফার্সি কৃতঋণ শব্দ ব্যবহার করা হয় বলে অনেক সময় এটিকে ইরানীয় ভাষা বলে ভুল করা হয়।

Thumb
আর্মেনিয়ান পাণ্ডুলিপি, ৫ম-৬ষ্ঠ শতাব্দী
দ্রুত তথ্য আর্মেনিয়, উচ্চারণ ...
আর্মেনিয়
հայերէն/հայերեն hayeren
উচ্চারণ[hɑjɛˈɾɛn]
দেশোদ্ভবআর্মেনিয়া এবং আর্টসখ
জাতিআরমেনীয়
মাতৃভাষী
৬.৭ মিলিয়ন[]
ইন্দো-ইউরোপীয়
  • আর্মেনিয়
পূর্বসূরী
প্রোটো-আর্মেনিয়
  • ধ্রুপদী আর্মেনিয়ান
    • মধ্য আর্মেনীয়
প্রমিত রূপ
পূর্ব আর্মেনীয়
পশ্চিম আর্মেনীয়
  • আর্মেনিয়ান বর্ণমালা
  • আর্মেনিয়ান ব্রেইল
সরকারি অবস্থা
সরকারি ভাষা
সংখ্যালঘু ভাষায় স্বীকৃত
নিয়ন্ত্রক সংস্থাভাষা ইনস্টিটিউট (আর্মেনিয়ান জাতীয় বিজ্ঞান একাডেমী)[১১]
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-১hy
আইএসও ৬৩৯-২arm (বি)
hye (টি)
আইএসও ৬৩৯-৩বিভিন্ন প্রকার:
hye  পূর্ব আর্মেনীয়
hyw  পশ্চিম আর্মেনীয়
xcl  ক্লাসিকাল আর্মেনীয়
axm  মধ্য আর্মেনীয়
লিঙ্গুয়াস্ফেরা57-AAA-a
Thumb
  সংখ্যাগরিষ্ঠদের সরকারী ভাষা বলা হয়
  সংখ্যালঘুদের স্বীকৃত ভাষা
  স্পিকারের উল্লেখযোগ্য সংখ্যা
এই নিবন্ধটিতে আধ্বব ধ্বনিমূলক চিহ্ন রয়েছে। সঠিক পরিবেশনার সমর্থন ছাড়া, আপনি ইউনিকোড অক্ষরের পরিবর্তে প্রশ্নবোধক চিহ্ন, বক্স, অথবা অন্যান্য চিহ্ন দেখতে পারেন।
বন্ধ

আর্মেনীয় ভাষায় প্রায় ৬০ লক্ষ লোক কথা বলেন। পূর্ব আর্মেনীয় ভাষাটি ককেসাস অঞ্চলে অবস্থিত প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্র আর্মেনিয়ার সরকারি ভাষা। সেখানে প্রায় ৩৫ লক্ষ লোক আর্মেনীয় ভাষাতে কথা বলেন। তবে বর্তমানে বিশ্বের প্রায় অর্ধেক আর্মেনীয় ভাষাভাষী মার্কিন যুক্তরাষ্ট্রে বাস করেন, এবং এদের ভাষাকে পশ্চিম আর্মেনীয় ভাষা নাম দেয়া হয়েছে।

১ম বিশ্বযুদ্ধের সময় (১৯১৫-১৯১৬) তুরস্কে আর্মেনীয় জনগণ জাতিগত পরিশুদ্ধি অভিযান ও গণহত্যার শিকার হয়। ১৯১৮ থেকে ১৯২০ সালের মধ্যে আর্মেনীয়রা একটি স্বাধীন আর্মেনীয় প্রজাতন্ত্র গঠনের চেষ্টা করে ব্যর্থ হয় এবং এটি সোভিয়েত ইউনিয়ন, তুরস্কইরানের মধ্যে বিভক্ত হয়ে যায়। এর ফলশ্রুতিতে আর্মেনীয়রা বিপুল সংখ্যায় বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়েন।[১২]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.