আর্থার কোনান ডয়েল

স্কটিশ লেখক ও চিকিৎসক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

আর্থার কোনান ডয়েল

স্যার আর্থার ইগনেতিয়াস কোনান ডয়েল (২২ মে ১৮৫৯[][] - ৭ জুলাই ১৯৩০[]) ছিলেন একজন ইংরেজ লেখক ও চিকিৎসক। তার শার্লক হোম্‌সের গল্পসমূহের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত। তার অন্যান্য রচনার মধ্যে রয়েছে কল্পবিজ্ঞান গল্প, নাটক, প্রেমের উপন্যাস, কবিতা, ননফিকশন, ঐতিহাসিক উপন্যাস এবং রম্যরচনা।

দ্রুত তথ্য আর্থার কোনান ডয়েল, জন্ম ...
আর্থার কোনান ডয়েল
Thumb
স্যার আর্থার কোনান ডয়েল
জন্ম
আর্থার ইগনেসিয়াস কোনান ডয়েল

(১৮৫৯-০৫-২২)২২ মে ১৮৫৯
এডিনবারা, স্কটল্যান্ড, যুক্তরাজ্য
মৃত্যু৭ জুলাই ১৯৩০(1930-07-07) (বয়স ৭১)
ক্রোবোরাফ, ইস্ট সাসেক্স, ইংল্যান্ড, যুক্তরাজ্য
জাতীয়তাস্কটিশ, আইরিশ[]
নাগরিকত্ব যুক্তরাজ্য
পেশাঔপন্যাসিক, ছোট গল্পকার, কবি, ডাক্তার
উল্লেখযোগ্য কর্ম
শার্লক হোম্‌স
দ্য লস্ট ওয়ার্ল্ড
স্বাক্ষর
Thumb
বন্ধ

জীবনী

সারাংশ
প্রসঙ্গ

আর্থার কোনান ডয়েলের জীবন ছিল বহুমাত্রিক এবং রোমাঞ্চপূর্ণ। তিনি একাধারে ছিলেন একজন ইতিহাসবিদ, তিমি শিকারী, ক্রীড়াবিদ, যুদ্ধ-সাংবাদিক এবং আত্মিকবাদী

জীবনের প্রথমভাগে, তিনি এডিনবরা বিশ্ববিদ্যালয়ে ভেষজবিদ্যা বিষয়ে পড়াশোনা করেন এবং শেষতক লন্ডনে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। ভেষজ-ব্যবসায় গা-ছাড়া ভাবের কারণে তার হাতে থাকত বিস্তর অবসর। এবং এমনি একসময়ে তিনি সুবিখ্যাত শার্লক হোম্‌স সিরিজের গল্পগুলি লিখতে শুরু করেন। তার প্রথম সাফল্য ছিল 'রক্তসমীক্ষা' (A Study in Scarlet)। এটি সর্বপ্রথম ১৮৮৭ সালে বীটনের বড়দিনের বার্ষিকীতে (Beeton's Christmas Annual) প্রকাশিত হয়। ১৮৯০ সালে 'চিহ্নচতুষ্টয়' (The Sign of Four) প্রকাশিত হওয়ার পর তিনি ভেষজ-ব্যবসা ছেড়ে দেন এবং লেখা-লেখিতে পুরোমাত্রায় আত্মনিয়োগ করেন। তিনি অনেক গল্প, কল্প-কাহিনী এবং ইতিহাস-কেন্দ্রিক রোমাঞ্চ কাহিনী লিখলেও বিখ্যাত চরিত্র শার্লক হোম্‌স-কে নিয়ে লেখা গোয়েন্দা-কাহিনীগুলিই তাকে বিশ্বজোড়া খ্যাতি এনে দিয়েছে। সত্য বলতে কি, এই হোমস্ চরিত্রটির উপর একঘেয়েমিজনিত বিরক্তির কারণে ডয়েল যখন 'শেষ সমস্যা' (The Final Problem)-এ হোম্‌স-কে মেরে ফেলেন, তখন জনতার দাবির মুখে হোমস চরিত্রটিকে অলৌকিকভাবে পুনরুজ্জীবিত করতে বাধ্য হন।

বাস্তব জীবনেও তিনি দু-দুবার গোয়েন্দাগিরি করে অন্যায়ভাবে দোষী-সাব্যস্ত ব্যক্তিদের নির্দোষ প্রমাণ করতে সফল হন। ডয়েলকে বোয়ের যুদ্ধের সময় দক্ষিণ আফ্রিকান এক মাঠ-চিকিৎসাকেন্দ্রে অবদান রাখার জন্য ১৯০২ সালে নাইট উপাধিতে ভূষিত করা হয়।

সম্মাননা ও পুরস্কার

Thumb নাইট ব্যাচেলর (১৯০২)[]
Thumb জেরুজালেমের সাধু জন হাসপাতালের সর্বোচ্চ সম্মান-এর 'নাইট অব গ্রেস' (১৯০৩)
Thumb রানীর দক্ষিণ আফ্রিকা পদক (১৯০১)
Thumb ইটালির অর্ডার অব ক্রাউন (১৮৯৫)
Thumb নিশানে মাজেদি – দ্বিতীয় শ্রেণি (অটোম্যান সম্রাজ্য) (১৯০৭)

বহিঃসংযোগ

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.