Loading AI tools
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আম্পায়ার ও রেফারিদের আন্তর্জাতিক তালিকা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃপক্ষ কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে। ১৯৯২/৯৩ মৌসুমে পরীক্ষামূলকভাবে পরিচালনার পর ১৯৯৪ সালে এ তালিকাটি তৈরী করা হয়। এ ব্যবস্থায় প্রতিটি টেস্ট খেলায় একজন নিরপেক্ষ আম্পায়ারকে খেলা পরিচালনার জন্য দায়িত্বভার প্রদান করা হয়।[1] আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাপী টেস্ট ক্রিকেটখেলুড়ে দেশগুলোর ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে খেলা পরিচালনাকারী কর্মকর্তাদেরকে এতে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। কিন্তু ২০০২ সালে আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা প্রণয়ন করায় টেস্টে এর ভূমিকাকে অনেকাংশেই খর্ব করা হয়েছে।
আন্তর্জাতিক তালিকায় মনোনীত আম্পায়ারগণ নিজ দেশে অনুষ্ঠিত একদিনের আন্তর্জাতিক খেলা পরিচালনা করেন। কখনোবা আইসিসি’র সেরা আম্পায়ারদেরকে টেস্ট খেলা পরিচালনায় সহযোগিতার জন্যও তাদেরকে সম্পৃক্ত করা হয়। ব্যস্ত ক্রিকেট বর্ষপঞ্জীতে বিদেশে অনুষ্ঠিত একদিনের আন্তর্জাতিকেও তাদেরকে খেলা পরিচালনার জন্য আমন্ত্রণ জানানো হয়।[2][3] আইসিসি’র পূর্ণ সদস্যভূক্ত দেশগুলো দুইজনকে মাঠে এবং একজনকে থার্ড আম্পায়ার হিসেবে এ তালিকায় কর্মকর্তা হিসেবে মনোনীত করতে পারেন।
৫ নভেম্বর, ২০১১ তারিখ পর্যন্ত আইসিসি’র আন্তর্জাতিক তালিকায় নিম্নবর্ণিত ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করা হয়েছে:[4]
মাঠের আম্পায়ার হিসেবে মনোনীত:
আম্পায়ার | জন্মতারিখ | বয়স (৪ নভেম্বর ২০২৪) | টেস্ট | ওডিআই | টি২০আই | দেশ |
---|---|---|---|---|---|---|
পল রেইফেল | ১৯ এপ্রিল ১৯৬৬ | ৫৮ বছর, ১৯৯ দিন | ১ | ১১ | ৬ | অস্ট্রেলিয়া |
এনামুল হক | ২৭ ফেব্রুয়ারি ১৯৬৬ | ৫৮ বছর, ২৫১ দিন | ০ | ৩৪ | ৩ | বাংলাদেশ |
নাদির শাহ | ৭ ফেব্রুয়ারি ১৯৬৪ | ৬০ বছর, ২৭১ দিন | ০ | ৩৯ | ২ | বাংলাদেশ |
রিচার্ড ইলিংওয়ার্থ | ২৩ আগস্ট ১৯৬৩ | ৬১ বছর, ৭৩ দিন | ০ | ৬ | ৩ | ইংল্যান্ড |
সুধীর আসনানি | ৭ ডিসেম্বর ১৯৬০ | ৬৩ বছর, ৩৩৩ দিন | ০ | ৫ | ১ | ভারত |
শাবির তারাপোরে | ২৬ ডিসেম্বর ১৯৫৭ | ৬৬ বছর, ৩১৪ দিন | ১ | ২২ | ৩ | ভারত |
গ্যারি ব্যাক্সটার | ৫ মার্চ ১৯৫২ | ৭২ বছর, ২৪৪ দিন | ০ | ৩৩ | ৯ | নিউজিল্যান্ড |
ক্রিস গফানি | ৩০ নভেম্বর ১৯৭৫ | ৪৮ বছর, ৩৪০ দিন | ০ | ৬ | ৪ | নিউজিল্যান্ড |
আহসান রাজা | ২৯ মে ১৯৭৪ | ৫০ বছর, ১৫৯ দিন | ০ | ৬ | ৪ | পাকিস্তান |
জামীর হায়দার | ৩০ সেপ্টেম্বর ১৯৬২ | ৬২ বছর, ৩৫ দিন | ০ | ১৪ | ৭ | পাকিস্তান |
শন জর্জ | ২৫ জানুয়ারি ১৯৬৮ | ৫৬ বছর, ২৮৪ দিন | ০ | ১ | ২ | দক্ষিণ আফ্রিকা |
যোহান ক্লোয়েত | ২১ জুলাই ১৯৭১ | ৫৩ বছর, ১০৬ দিন | ০ | ১৩ | ২ | দক্ষিণ আফ্রিকা |
তাইরন বিজেবর্ধনে | ২৯ আগস্ট ১৯৬১ | ৬৩ বছর, ৬৭ দিন | ৪ | ৫০ | ৭ | শ্রীলঙ্কা |
র্যানমোর মার্টিনেজ | ২৪ জুন ১৯৬৭ | ৫৭ বছর, ১৩৩ দিন | ০ | ৪ | ৩ | শ্রীলঙ্কা |
জোয়েল উইলসন | ৩০ ডিসেম্বর ১৯৬৬ | ৫৭ বছর, ৩১০ দিন | ০ | ১ | ০ | ওয়েস্ট ইন্ডিজ (ত্রিনিদাদ ও টোবাগো) |
পিটার নিরো | ২৭ জুন ১৯৬৪ | ৬০ বছর, ১৩০ দিন | ০ | ৬ | ২ | ওয়েস্ট ইন্ডিজ (ত্রিনিদাদ ও টোবাগো) |
ওয়েন চিরোম্বি | ৩০ মার্চ ১৯৭৩ | ৫১ বছর, ২১৯ দিন | ০ | ৮ | ৪ | জিম্বাবুয়ে |
রাসেল টিফিন | ৪ জুন ১৯৫৯ | ৬৫ বছর, ১৫৩ দিন | ৪৪ | ১২৪ | ৪ | জিম্বাবুয়ে |
তৃতীয় আম্পায়ার হিসেবে মনোনীত:
আম্পায়ার | জন্ম তারিখ | বয়স (৪ নভেম্বর ২০২৪) | টেস্ট১ | ওডিআই১ | টি২০আই১ | দেশ |
---|---|---|---|---|---|---|
সাইমন ফ্রাই | ২৯ জুলাই ১৯৬৬ | ৫৮ বছর, ৯৮ দিন | ০ | ১ | ১ | অস্ট্রেলিয়া |
শরফুদ্দৌলা | ১৬ অক্টোবর ১৯৭৬ | ৪৮ বছর, ১৯ দিন | ০ | ৫ | ০ | বাংলাদেশ |
রব বেইলি | ২৮ অক্টোবর ১৯৬৩ | ৬১ বছর, ৭ দিন | ০ | ১ | ২ | ইংল্যান্ড |
বিনীত কুলকার্নি | ৬ অক্টোবর ১৯৭৯ | ৪৫ বছর, ২৯ দিন | ০ | ০ | ০ | ভারত |
এস. রবি | ২২ এপ্রিল ১৯৬৬ | ৫৮ বছর, ১৯৬ দিন | ০ | ০ | ১ | ভারত |
ব্যারি ফ্রস্ট | ৬ ফেব্রুয়ারি ১৯৫৮ | ৬৬ বছর, ২৭২ দিন | ০ | ০ | ১ | নিউজিল্যান্ড |
সোজাব রাজা | ২৯ মে ১৯৭৪ | ৬০ বছর, ৪ দিন | ০ | ১ | ১ | পাকিস্তান |
অ্যাড্রিয়ান হোল্ডস্টক | ২৭ এপ্রিল ১৯৭০ | ৫৪ বছর, ১৯১ দিন | ০ | ০ | ১ | দক্ষিণ আফ্রিকা |
রুচিরা পল্লিয়াগুরুগে | ২২ জানুয়ারি ১৯৬৮ | ৫৬ বছর, ২৮৭ দিন | ০ | ১ | ২ | শ্রীলঙ্কা |
গ্রিগোরি ব্রেইদওয়েত | ৯ ডিসেম্বর ১৯৬৯ | ৫৪ বছর, ৩৩১ দিন | ০ | ২ | ০ | ওয়েস্ট ইন্ডিজ (বার্বাডোস) |
নাইজেল ডাগুইড | ২৫ নভেম্বর ১৯৬৯ | ৫৪ বছর, ৩৪৫ দিন | ০ | ০ | ০ | ওয়েস্ট ইন্ডিজ (গায়ানা) |
জেরেমিয়া মাতিবিরি | ৩১ মে ১৯৭১ | ৫৩ বছর, ১৫৭ দিন | ০ | ০ | ৪ | জিম্বাবুয়ে |
*পরিসংখ্যানে মাঠের আম্পায়ার হিসেবে অংশগ্রহণকে তুলে ধরা হয়েছে। পরিসংখ্যান ৫ নভেম্বর, ২০১১ তারিখ পর্যন্ত সঠিক।
১৯৯৪ সালে আন্তর্জাতিক তালিকায় প্রকৃত সদস্যদের তালিকায় সদস্যদের তালিকা নিম্নরূপ:[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.