Loading AI tools
জার্মান ফুটবলার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আমিন ইউনুস (জন্ম ৬ আগস্ট ১৯৯৩) হলেন একজন জার্মান পেশাদার ফুটবলার[2] যিনি একজন উইঙ্গার হিসেবে ডাচ্ লিগ এরেডিভিসি-এর ক্লাব এজাক্স এবং জার্মানি জাতীয় দল-এর হয়ে খেলে থাকেন।[3]
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | আমিন ইউনুস[1] | |||||||||||||
জন্ম | [1] | ৬ আগস্ট ১৯৯৩|||||||||||||
জন্ম স্থান | ডুসেলডোর্ফ, জার্মানি | |||||||||||||
উচ্চতা | ১.৬৮ মিটার[1] | |||||||||||||
মাঠে অবস্থান | লেফ্ট উইঙ্গার / অ্যাটাকিং মিডফিল্ডার | |||||||||||||
ক্লাবের তথ্য | ||||||||||||||
বর্তমান দল | এজাক্স | |||||||||||||
জার্সি নম্বর | ১১ | |||||||||||||
যুব পর্যায় | ||||||||||||||
১৯৯৭–২০০০ | এসজি আনটারাঠ | |||||||||||||
২০০০–২০১১ | বরুশিয়া মনশেনগ্লাডবাখ | |||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | ||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | |||||||||||
২০১২–২০১৩ | বরুশিয়া মনশেনগ্লাডবাখ II | ৩৭ | (৪) | |||||||||||
২০১২–২০১৫ | বরুশিয়া মনশেনগ্লাডবাখ | ২৬ | (১) | |||||||||||
২০১৪–২০১৫ | → ১. এফসি কাইসেরর্সলোটার্ন (ধারে) | ১৪ | (২) | |||||||||||
২০১৫ | জং এজাক্স | ৪ | (১) | |||||||||||
২০১৫– | এজাক্স | ৬৫ | (১২) | |||||||||||
জাতীয় দল‡ | ||||||||||||||
২০০৮–২০০৯ | জার্মানি অনূর্ধ্ব ১৬ | ১ | (১) | |||||||||||
২০০৯–২০১০ | জার্মানি অনূর্ধ্ব ১৭ | ১০ | (৪) | |||||||||||
২০১০–২০১১ | জার্মানি অনূর্ধ্ব ১৮ | ৬ | (১) | |||||||||||
২০১১–২০১২ | জার্মানি অনূর্ধ্ব ১৯ | ৮ | (২) | |||||||||||
২০১২–২০১৩ | জার্মানি অনূর্ধ্ব ২০ | ২ | (০) | |||||||||||
২০১৩–২০১৫ | জার্মানি অনূর্ধ্ব ২১ | ১৮ | (৩) | |||||||||||
২০১৭– | জার্মানি | ৫ | (২) | |||||||||||
অর্জন ও সম্মাননা
| ||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৫ই জানুয়ারী ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৮ই অক্টোবর ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক। |
জন্ম, জার্মানির উত্তর রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের রাজধানী ডুসেলডোর্ফ শহরে, এক লেবানিস পিতা এবং জার্মান মায়ের পরিবারে, ইউনুস কিশোর হিসেবে জার্মান ক্লাব "এসজি আনটেরাঠ" এর হয়ে খেলেন। ২০০০ সালে, মাত্র ৮ বছর বয়সে তিনি জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগা'র ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডবাখ-এর কিশোর বিভাগে যোগদান করেন। ২০১১ সালে তিনি জার্মান অর্ধ-পেশাদার ফুটবল বিভাগের লিগ রিজিওনালিগা ওয়েস্ট-এ বরুশিয়া মনশেনগ্লাডবাখ II (বা বরুশিয়া মনশেনগ্লাডবাখ-এর ভবিষ্যৎ এর সংরক্ষিত খেলোয়াড়দের নিয়ে তৈরী দল) এর হয়ে খেলার মাধ্যমে অভিষিক্ত হন।
২০১৭ সালের ১৭ই মে, রাশিয়ায় আয়োজিত ২০১৭ ফিফা কনফেডারেশনস কাপ এর জন্য গঠিত জার্মান জাতীয় দল-এর একজন হিসেবে, প্রথম বারের মত ইউনুস কোন দলের জন্য, জার্মান জাতীয় ফুটবল দলের ম্যানেজার ইওয়াখিম ল্যোভ-দ্বারা নির্বাচিত হন।[4]
২০১৭ সালের ৬ই জুন, তিনি ডেনমার্ক এর বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার মাধ্যমে তার জেষ্ঠ খেলোয়াড়ী কর্মজীবনের সূচনা করেন, সে ম্যাচটিতে তার দল ১-১ গোল ব্যবধানে ড্র করে। ২০১৭ সালের ১০ই জুন, তিনি সান মারিনো-এর বিপক্ষে, জাতীয় দলের হয়ে তার প্রথম গোলটি করেন।
ক্লাব | Season | League | কাপ1 | বৈদেশিক2 | সর্বমোট | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
বিভাগ | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
বরুশিয়া মনশেনগ্লাডবাখ II | ২০১০–১১ | লিজিওনালিগা ওয়েস্ট | ৬ | ০ | — | ৬ | ০ | |||
২০১১–১২ | ২০ | ৩ | ২০ | ৩ | ||||||
২০১২–১৩ | ১১ | ০ | ১১ | ০ | ||||||
সর্বমোট | ৩৭ | ৩ | — | ৩৭ | ৩ | |||||
বরুশিয়া মনশেনগ্লাডবাখ | ২০১১–১২ | বুন্দেসলিগা | ১ | ০ | ০ | ০ | — | ১ | ০ | |
২০১২–১৩ | ১১ | ১ | ০ | ০ | ২ | ০ | ১৩ | ১ | ||
২০১৩–১৪ | ১৪ | ০ | ০ | ০ | — | ১৪ | ০ | |||
সর্বমোট | ২৬ | ১ | ০ | ০ | ২ | ০ | ২৮ | 1 | ||
কায়সার্সলওটার্ন (ধারে) | ২০১৪–১৫ | ২. বুন্দেসলিগা | ১৪ | ২ | ১ | ০ | — | ১৫ | ২ | |
বরুশিয়া মনশেনগ্লাডবাখ II (ধারে) | ২০১৪–১৫ | রেজিওনালিগা সুদওয়েস্ট | ৩ | ০ | — | ৩ | ০ | |||
জং এজাক্স | ২০১৫–১৬ | এরস্টে ডিভিসি | ৪ | ১ | ০ | ০ | ৪ | ১ | ||
এজাক্স | ২০১৫–১৬ | ইরেডিভিসি | ২৭ | ৮ | ২ | ০ | ৬ | ০ | ৩৫ | ৮ |
২০১৬–১৭ | ২৯ | ৩ | ১ | ০ | ১৮ | ৪ | ৪৮ | ৭ | ||
২০১৭–১৮ | ৯ | ১ | ০ | ০ | ৪ | ১ | ১৩ | ২ | ||
সর্বমোট | ৬৫ | 1২ | ৩ | ০ | ২৮ | ৫ | ৯৬ | ১৭ | ||
খেলোয়াড়ী জীবনে সর্বমোট | ১৪৯ | ১৯ | ৪ | ০ | ৩০ | ৫ | ১৮৩ | ২৪ | ||
তথ্যসূত্র:[5] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.