আন-নাদর ইবনে কিনানাহ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ইসলামী মতানুসারে আন-নাদর (ٱلنَّضْر) ছিলেন নবী মুহাম্মদের একজন পূর্বপুরুষ।
সাধারণ মত অনুসারে মুহাম্মদ (সা) ছিলেন আবদুল্লাহর পুত্র বিন 'আবদুল-মুত্তালিব (যার নাম শাইবা), বিন হাশিম (যার নাম 'আমর'), বিন আবদ মানাফ (যার নাম আল মুগিরা), বিন কুসায় (যার নাম জায়েদ), বিন কিলাব, বিন মুররাহ, বিন কা'ব, বিন লুয়াই, বিন গালিব, বিন ফিহর, বিন মালিক, বিন আল-নদর, বিন কিনানা, বিন খুজায়মা, বিন মুদরিকা (যার নাম 'আমির'), বিন ইলিয়াস, বিন মুদার, বিন নিজার, বিন মাআদ্, বিন আদনান, বিন উদদ (বা উদাদ), ....বিন ইয়ারুব, বিন ইয়াশজুব, বিন কিদার, বিন ইসমাইল, বিন ইব্রাহিম।
পরিবার
তাঁর পিতা কিনানার চার পুত্র ছিল: আল-নদর, মালিক, 'আবদু মানাত এবং মিলকান'। নদরের মা ছিলেন বররা বিনতে মুর বিন আদ বিন তাবিখা (بَرَّة بنت مر بن أد بن طابخة بن إلياس بن مضر بن نزار بن معد بن عدنان); অন্য পুত্ররা ছিল অন্য স্ত্রীর।
কুরাইশ
আরও বলা হয় যে কুরাইশ গোত্র তাদের ভাইদের বিচ্ছিন্ন হওয়ার পরে তাদের ভাই নাদর থেকেই কুরাইশ নামটা তারা পেয়েছিল, কারণ তাদের একত্রে তাকাররুশ বলা হত। [১]
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.