কুসাই ইবনে কিলাব

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

কুসাই ইবনে কিলাব

কুসাই ইবনে কিলাব ইবনে মুররাহ ( আরবি: قُصَيّ ٱبْن كِلَاب ٱبْن مُرَّة, কুসায়ি ইবনে কিলাব ইবনে মুররাহ ; খ্রিস্টীয় ৪০০- ৪৮০), এছাড়াও বানান কুসাই, কুসায়ে , জন্মনাম যায়েদ (আরবি: زَيْد),[] হযরত ইব্রাহিমের একজন ইসমাইলি বংশের ছিলেন, তিনি এতিম থেকে উঠে এসে মক্কার রাজা এবং কুরাইশ গোত্রের নেতা হয়ে যান। [] তিনি নবী মুহাম্মদ (সা) এর পূর্বপুরুষ হিসাবে বিখ্যাত। []

দ্রুত তথ্য কুসাই ইবনে কিলাব ইবনে মুররাহقُصَيّ ٱبْن كِلَاب ٱبْن مُرَّة, জন্ম ...
কুসাই ইবনে কিলাব ইবনে মুররাহ
قُصَيّ ٱبْن كِلَاب ٱبْن مُرَّة
Thumb
জন্ম
যাইদ ইবনে কিলাব ইবনে মুররাহ
(زَيْد ٱبْن كِلَاب ٱبْن مُرَّة)[]

৪০০
মৃত্যু৪৮০
পরিচিতির কারণমুহাম্মাদ (সা) এর পূর্বসূরী, মক্কার রাজা
দাম্পত্য সঙ্গীহুব্বা বিনতে হুলাই
সন্তানআবদ-আল-দার ইবনে কুসাই (পুত্র)
আবদ মানাফ ইবনে কুসাই (পুত্র)
আবদ-আল-উজ্জা ইবনে কুসা
পিতা-মাতাকিলাব ইবনে মুররাহ (পিতা)
ফাতিমাহ বিনতে সা'দ (মাতা)
আত্মীয়যুহরাহ ইবনে কিলাব (ভাই)
বন্ধ

পটভূমি

তাঁর পিতা ছিলেন কিলাব ইবনে মুরাহ, যখন কুসাই শৈশবে ছিলো তখন তিনি মারা যান। ইসলামী রীতি অনুসারে তিনি ইব্রাহিম এর পুত্র ইসমাঈল এর বংশধর ছিলেন। তাঁর বড় ভাই জুহরাহ ইবনে কিলাব বনু যুহরা গোত্রের পূর্বসূরি ছিলেন। বাবার মৃত্যুর পরে তাঁর মা ফাতিমাহ বিনতে সাদ ইবনে সাইল বনু আজরা গোত্রের রাবিয়া ইবনে হারামকে বিয়ে করেছিলেন, যিনি তাকে তাঁর সাথে সিরিয়ায় নিয়ে যান, সেখানে তিনি দাররাজ নামে এক পুত্র সন্তানের জন্ম দেন। []

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.