আদাঐর ইউনিয়ন
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আদাঐর ইউনিয়ন বাংলাদেশের হবিগঞ্জ জেলার একটি প্রশাসনিক এলাকা।
আদাঐর | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে আদাঐর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৪′২৩.৯৯৯″ উত্তর ৯১°১৮′২৯.০০২″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | হবিগঞ্জ জেলা |
উপজেলা | মাধবপুর উপজেলা |
স্থাপিত | ১৯৯৯ |
সরকার | |
• ইউপি চেয়ারম্যান | মীর মো: খোরশেদ আলম |
আয়তন | |
• মোট | ১,৪৮০ হেক্টর (৩,৬৬০ একর) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৯,০৬২ |
• জনঘনত্ব | ১,৩০০/বর্গকিমি (৩,৩০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৩৬ ৭১ ১৬ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
এই ইউনিয়নের আয়তন ১৪.৯০ বর্গ কি.মি.।[1] এটি মাধবপুর উপজেলা পরিষদ হইতে ০.৫০ কি:মি: দূরে দক্ষিণ পূর্ব দিকে এবং ঢাকা-সিলেট মহাসড়ক হইতে মাধবপুর-মনতলা রাস্তা দিয়ে প্রায় ০.২৫ কি:মি: দূরত্বে অবস্থিত। এখানকার প্রধান নদীর নাম নদী।
পাহাড়ী মৃত্তিকায় গঠিত এই অঞ্চলটি।
এই ইউনিয়টি টি মৌজার ১৭টি গ্রামের সমন্বয়ে গঠিত।
২০১১ সালের আদম শুমারি অনুযায়ী এই ইউনিয়নের লোক সংখ্যা ১৯,০৬২ জন; যাদের মধ্যে পুরুষ ৯,২৬৫ জন এবং মহিলা ৯,৭৯৭ জন।[1]
বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্যগণ শপথ গ্রহণ করে ২০১১ সালের ১২ আগস্ট তারিখে এবং প্রথম সভায় মিলিত হয় ঐ একই বছর ২৫ আগস্ট তারিখে; ফলে এর মেয়াদ উর্ত্তীন হবে ২০১৬ সালের ২৭ জুলাই তারিখ।
এখানকার শিক্ষার হার ৫৫%। এখানে মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা নিম্নরূপ:[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.