Remove ads
বাংলাদেশের ঢাকায় অবস্থিত প্রকাশনা প্রতিষ্ঠান উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আগামী প্রকাশনী বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি প্রকাশনা প্রতিষ্ঠান। ১৯৮৬ সালে ওসমান গণি কর্তৃক এটি প্রতিষ্ঠিত হয়।[১][২] ২০২৩ সালের হিসেবে প্রকাশনার প্রকাশিত গ্রন্থসংখ্যা আনুমানিক ৩০০০-এর অধিক।[৩] ১৯৭১ সালে সংগঠিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ওপর ভিত্তি করে উল্লখেযোগ্য সংখ্যক গ্রন্থ প্রকাশের মাধ্যমে এ-প্রকাশনা পরিচিত হয়ে ওঠে।[তথ্যসূত্র প্রয়োজন] প্রকাশনীর বর্তমান স্লোগান, মুক্তিযুদ্ধ ও মুক্তচেতনা আমাদের প্রকাশনা। আগামী প্রকাশনী বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সদস্য। বাংলাদেশের বাইয়ে বিভিন্ন আন্তর্জাতিক বইমেলায় আগামী প্রকাশনীর সক্রিয় আংশগ্রহণ রয়েছে।[৪][৫]
অবস্থা | সক্রিয় |
---|---|
প্রতিষ্ঠাকাল | ১৯৮৬ |
প্রতিষ্ঠাতা | ওসমান গণি |
দেশ | বাংলাদেশ |
সদরদপ্তর | ৩৬ বাংলাবাজার, ঢাকা |
পরিবেশন | দেশব্যাপী |
প্রকাশনা | গ্রন্থ |
বিষয়বস্তু | কথাসাহিত্য, গবেষণা |
প্রকার | কাব্যগ্রন্থ, উপন্যাস, সমালোচনা, মুক্তিযুদ্ধ |
ওয়েবসাইট | agameeprakashani-bd |
আগামী প্রকাশনী বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক সংখ্যক গ্রন্থ প্রকাশের জন্য বাংলা একাডেমি কর্তৃক ২০১৩[৬] ও ২০২২ সালে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার লাভ করে।[৭][৩]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.