Remove ads
উইকিমিডিয়ার তালিকাভিত্তিক নিবন্ধ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
অত্র নিবন্ধটি আইরিশ টেস্ট ক্রিকেটারদের তালিকা সম্পর্কীয়। আন্তর্জাতিক ক্রিকেটের প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে টেস্ট ক্রিকেট, যাতে টেস্ট পরিবারভূক্ত দু’টি ক্রিকেট দলের মধ্যে অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন শীর্ষস্থানীয় সহযোগী সদস্য হিসেবে থাকার পর আয়ারল্যান্ডকে ২২ জুন, ২০১৭ তারিখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভায় পূর্ণাঙ্গ সদস্যরূপে টেস্ট পরিবারভূক্ত হয়।[১]
মে, ২০১৮ সালে ডাবলিনের মালাহাইড ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে সফরকারী পাকিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ড দল তাদের প্রথম টেস্ট খেলায় অংশ নেয়।[২]
টেস্ট খেলা আন্তর্জাতিক ক্রিকেট খেলাবিশেষ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্ণাঙ্গ সদস্যের অধিকারী দুইটি দলের মধ্যে টেস্ট খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। উভয় দল সর্বোচ্চ দুইটি ইনিংস খেলতে পারে ও খেলাটি পাঁচ দিন পর্যন্ত মাঠে গড়ায়। ২৪ জানুয়ারি, ২০১৯ তারিখ পর্যন্ত ১১জন ক্রিকেটার আয়ারল্যান্ড ক্রিকেট দলের পক্ষে টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। যেদিন একজন খেলোয়াড় তার প্রথম টেস্ট ক্যাপ পায়, সেই ক্রমিক অনুসারে এ তালিকাটি সাজানো। যদি একাধিক খেলোয়াড় একই টেস্ট ম্যাচে তাঁর প্রথম টেস্ট ক্যাপ পায়, সেক্ষেত্রে খেলোয়াড়দের পারিবারিক নামের বর্ণানুক্রম অনুসারে (ইংরেজি নামের বর্ণানুক্রম) তালিকাভুক্ত করা হয়েছে।
পরিসংখ্যানটি ২৪ জানুয়ারি, ২০১৯ তারিখ অনুযায়ী সঠিক।
সাধারণ
|
|
|
|
ক্যাপ | নাম | প্রথম | শেষ | খেলা | ব্যাটিং | বোলিং | ফিল্ডিং | সূত্র | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
রান | সর্বোচ্চ | গড় | বল | উইঃ | সেরা | গড় | ক্যাচ | স্ট্যাম্পিং | ||||||
১ | অ্যান্ড্রু বালবির্নি | ২০১৮ | ২০১৮ | ১ | ০ | ০ | ০.০০ | ০ | – | – | – | ১ | ০ | [৫] |
২ | এড জয়েস | ২০১৮ | ২০১৮ | ১ | ৪৭ | ৪৩ | ২৩.৫০ | ০ | – | – | – | ১ | ০ | [৬] |
৩ | টায়রন কেন | ২০১৮ | ২০১৮ | ১ | ১৪ | ১৪ | ৭.০০ | ১৫৬ | ০ | – | – | ০ | ০ | [৭] |
৪ | টিম মারতাগ | ২০১৮ | ২০১৮ | ১ | ১০ | ৫* | ১০.০০ | ২৪৬ | ৬ | ৪/৪৫ | ১৬.৬৬ | ০ | ০ | [৮] |
৫ | কেভিন ওব্রায়েন (ক্রিকেটার) | ২০১৮ | ২০১৮ | ১ | ১৫৮ | ১১৮ | ৭৯.০০ | ৩৬ | ০ | – | – | ০ | ০ | [৯] |
৬ | নায়ল ও’ব্রায়ান | ২০১৮ | ২০১৮ | ১ | ১৮ | ১৮ | ৯.০০ | ০ | – | – | – | ২ | ০ | [১০] |
৭ | উইলিয়াম পোর্টারফিল্ড | ২০১৮ | ২০১৮ | ১ | ৩৩ | ৩২ | ১৬.৫০ | ০ | – | – | – | ২ | ০ | [১১] |
৮ | বয়েড র্যাঙ্কিন | ২০১৮ | ২০১৮ | ১ | ২৩ | ১৭ | ১১.৫০ | ১৯৮ | ৩ | ২/৭৫ | ৪৪.০০ | ০ | ০ | [ক][৮] |
৯ | পল স্টার্লিং | ২০১৮ | ২০১৮ | ১ | ২৮ | ১৭ | ১৪.০০ | ১২ | ০ | – | – | ৩ | ০ | [১২] |
১০ | স্টুয়ার্ট থম্পসন | ২০১৮ | ২০১৮ | ১ | ৫৬ | ৫৩ | ২৮.০০ | ১৯৮ | ৪ | ৩/৬২ | ২৩.২৫ | ০ | ০ | [৮] |
১১ | গ্যারি উইলসন (ক্রিকেটার) | ২০১৮ | ২০১৮ | ১ | ৪৫ | ৩৩* | ৪৫.০০ | ০ | – | – | – | ০ | ০ | [১৩] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.