অরুয়াইল ইউনিয়ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত সরাইল উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত সরাইল উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
অরুয়াইল বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত সরাইল উপজেলার একটি ইউনিয়ন।
অরুয়াইল | |
---|---|
ইউনিয়ন | |
১নং অরুয়াইল ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে অরুয়াইল ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৯′৫৮″ উত্তর ৯১°২′২৮″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | সরাইল উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোশাররফ হোসেন ভূঁইয়া |
আয়তন | |
• মোট | ২২.৪৮ বর্গকিমি (৮.৬৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৬,১০১ |
• জনঘনত্ব | ১,৬০০/বর্গকিমি (৪,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৮.৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪৩০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অরুয়াইল ইউনিয়নের আয়তন ৫,৫৫৬ একর (২২.৪৮ বর্গ কিলোমিটার)।[১] সরাইল উপজেলা সদর থেকে প্রায় ১৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত এ ইউনিয়নটি সরাইল উপজেলার সর্ব-পশ্চিমের ইউনিয়ন। এ ইউনিয়নের পূর্বে পাকশিমুল ইউনিয়ন; উত্তরে নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন; পশ্চিমে মেঘনা নদী ও কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়ন ও দিলালপুর ইউনিয়ন এবং দক্ষিণে মেঘনা নদী ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়ন অবস্থিত।
অরুয়াইল ইউনিয়ন সরাইল উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সরাইল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৪নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ এর অংশ। এটি ৮টি মৌজায় বিভক্ত এবং মোট গ্রাম ১২টি।[২]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী অরুয়াইল ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৬,১০১ জন। এর মধ্যে পুরুষ ১৭,৮৩৪ জন এবং মহিলা ১৮,২৬৭ জন। মোট পরিবার ৬,৬৪৯টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৬০৬ জন। মৌজা ও গ্রামভিত্তিক এ ইউনিয়নের জনসংখ্যা নিচে উল্লেখ করা হল:[২]
ক্রম নং | মৌজা নং | মৌজার নাম | গ্রামের নাম | পরিবার সংখ্যা | জনসংখ্যা (২০১১) |
---|---|---|---|---|---|
০১ | ০৫২ | অরুয়াইল | অরুয়াইল | ৬৫৩ | ৩,১৫৪ |
জয়নগর | ১০৮ | ৫২৩ | |||
০২ | ০৬৫ | বাদে অরুয়াইল | অরুয়াইল বাজার | ১২০ | ৪৪২ |
বাদে অরুয়াইল | ৫২৩ | ২,৫৯৩ | |||
০৩ | ১৪৪ | বড় পাইকা | বড় পাইকা | ৩২১ | ১,৭৪৭ |
০৪ | ৩৫৩ | ধামাউড়া | ধামাউড়া | ১,৩৪৭ | ৭,৩৮৪ |
০৫ | ৩৭৯ | দুবাজাইল | দুবাজাইল | ৯৯৩ | ৫,৮৬৪ |
রাজাপুর | ৯৯৭ | ৫,৩৮৯ | |||
০৬ | ৪৯৭ | কাকরিয়া | কাকরিয়া | ৪১৯ | ২,৩৫৬ |
০৭ | ৭৭২ | রানীদিয়া | বানিয়াটেক | ১১৫ | ৫৫৮ |
রানীদিয়া | ৯৬৬ | ৫,৮২২ | |||
০৮ | ৮৭৭ | শোলাকান্দি | শোলাকান্দি | ৮৭ | ২৬৯ |
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী অরুয়াইল ইউনিয়নের সাক্ষরতার হার ৪৮.৩%।[১]
সরাইল উপজেলা সদর থেকে অরুয়াইল ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক সরাইল-অরুয়াইল সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। এছাড়া নৌপথেও পাশ্ববর্তী উপজেলা ও ইউনিয়নসমূহে যাতায়াত করা যায।[৬]
অরুয়াইল ইউনিয়নের পূর্ব সীমান্ত দিয়ে তিতাস এবং দক্ষিণ ও পশ্চিম সীমান্ত দিয়ে মেঘনা নদী বয়ে চলেছে।[৭]
অরুয়াইল ইউনিয়নের প্রধান হাট-বাজার হল অরুয়াইল বাজার।[৮]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.