মাইজচর ইউনিয়ন
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মাইজচর ইউনিয়ন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন ।
মাইজচর | |
---|---|
ইউনিয়ন | |
মাইজচর ইউনিয়ন | |
বাংলাদেশে মাইজচর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°১৪′ উত্তর ৯১°১′ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | কিশোরগঞ্জ জেলা |
উপজেলা | বাজিতপুর উপজেলা |
আয়তন | |
• মোট | ২২ বর্গকিমি (৮ বর্গমাইল) |
জনসংখ্যা (2011) | |
• মোট | ১৬,৬১৯ |
• জনঘনত্ব | ৭৬০/বর্গকিমি (২,০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মেঘনা ও ঘোড়াউত্রা নদীর তীরে মাইজচর ইউনিয়নের অবস্থান।
ব্রিটিশ শাসন আমলে এই ইউনিয়নের উপর দিয়ে বড় বড় নৌ জাহাজ ঢাকা, কলকাতা ও রেংগুনসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করত ।[1]
নাম: ৯ নং মাইজচর ইউনিয়ন পরিষদ , আয়তন– ২২ব বর্গ কি.মি.(প্রায়), গ্রামের সংখ্যা– ১০টি, মৌজার সংখ্যা– ০৬টি, হাট/বাজার সংখ্যা-০১টি, উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম– সিএনজি/রিক্সা ও নৌকা।, নির্বাচিত পরিষদ সদস্য– ১২জন, ইউনিয়ন পরিষদ সচিব– ১জন, ইউনিয়ন গ্রামপুলিশ– ৮জন ।
মোট- ১৬,৬১৯ জন । ভোটার সংখ্যা- ১০,০৫৮ জন। পুরুষ ৫০৯৬ ও মহিলা ৪৯৬২ জন ।[2]
গ্রামভিত্তিক জনসংখ্যা
ক্রমিক নং | গ্রামের নাম | জনসংখ্যা |
১ | মাইজচর | ৫,২১১ |
২ | আয়নারগোপ | ২,৯৫০ |
৩ | পুরাকান্দা | ২,০৭০ |
৪ | পারকচুয়া | ২,০৩৫ |
৫ | বাহেরবালী | ৩,৮১৮ |
৬ | শিবপুর | ১১৫ |
৭ | বোয়ালী | ৪২০ |
মোট জনসংখ্যা | ১৬,৬১৯ |
নদী পথঃ নৌকাই হল মাইজচরের প্রধান বাহন। ছোট বড় আকৃতির নৌকা, গয়না নৌকা, পাল তোলা নৌকা চলাচল করে। যাত্রী ও পণ্যবাহী নৌকা দিলালপুর ঘাট হতে মাইজচর, বাহেরবালী, পুরাকান্দা হয়ে অষ্টগ্রামে চলাচল করে।কয়েক দশক আগে এখান থেকে ষ্টীমারে কলকাতা যাওয়ার ব্যবস্থা ছিল। ব্রিটিশ আমলে মেঘনা ও ঘোড়াউত্রা নদীতে লঞ্চ ও ষ্টীমার সার্ভিস চালূ ছিল।বর্তমানে বাজিতপুর থেকে হুমাইপুর হয়ে অষ্টগ্রাম ৬ মানের সি এন জি এবঙ অটু রিকসার মাধ্যমে মানুষ যাতায়াত করে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.