অযোধ্যাকাণ্ড

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

অযোধ্যাকাণ্ড

অযোধ্যাকাণ্ড হল রামায়ণের দ্বিতীয় সর্গ । এই সর্গে বর্ণিত ঘটনাবলী হল :

Thumb
দশরথের কাছে কৈকেয়ীর বরপ্রার্থনা
১। দশরথের অভিলাষ
২। রামের রাজ্যাভিষেকের আয়োজন
৩। মন্থরার মন্ত্রণা
৪। কৈকেয়ীর নির্বন্ধ
৫। দশরথের সত্যপাশ
৬। রামের পিতৃসত্য গ্রহণ
৭। কৌশল্যার খেদ - লক্ষ্মণের ক্রোধ
৮। সীতার সঙ্কল্প
৯। লক্ষ্মণের কর্তব্যনির্ণয় - রামের ধনবিতারণ
১০। বনযাত্রার উপক্রম
১১। বনযাত্রা
১২। দশরথ - কৌশল্যার পুত্রবিরহ
১৩। বনবাসের প্রথম রাত্রি
১৪। শৃঙ্গবেরপুর - নিষাদরাজ গুহ
১৫। প্রয়াগ - ভরদ্বাজ আশ্রম - চিত্রকূট
১৬। সুমন্ত্রের বার্তা
১৭। মুনিকুমার বধের ইতিহাস
Thumb
দশরথ নিজের অজান্তে মুনিকুমার বধ করেন
১৮। দশরথের মৃত্যু
১৯। ভরতের অযোধ্যায় আগমন
২০। ভরতের ক্ষোভ
২১। ভরতের রাজ্যপ্রত্যাক্ষান
২২। গুহ সকাশে ভরত
২৩। ভরদ্বাজের আতিথ্য
২৪। চিত্রকূটে ভরত
২৫। রাম - ভরত মিলন
২৬। রাম - ভরত - জাবালি - বশিষ্ঠ সংবাদ
২৭। রামের চিত্রকূট ত্যাগ - অত্রি ও অনসূয়া

উৎস

  • বাল্মীকি রামায়ণ - রাজশেখর বসু

বহিঃসংযোগ

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.