Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
অনুষ্টুপ ছন্দ পীযূষ বসু রচিত ও পরিচালিত ১৯৬৪ সালের বাংলা ভাষার ভারতীয় নাট্য চলচ্চিত্র।[১][২] এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন বসন্ত চৌধুরী, সুমিতা সান্যাল, অঞ্জনা ভৌমিক, মলিনা দেবী। এই চলচ্চিত্র দিয়ে অভিষেক ঘটে অঞ্জনা ভৌমিকের।[৩] চলচ্চিত্রটির সঙ্গীতায়োজন করেন মানবেন্দ্র মুখোপাধ্যায়।[৪]
অনুষ্টুপ ছন্দ | |
---|---|
পরিচালক | পীযূষ বসু |
চিত্রনাট্যকার | পীযূষ বসু |
কাহিনিকার | সরোজকুমার রায়চৌধুরী |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | মানবেন্দ্র মুখোপাধ্যায় |
চিত্রগ্রাহক | দিলীপরঞ্জন মুখোপাধ্যায় |
সম্পাদক | দুলাল দত্ত |
প্রযোজনা কোম্পানি | বি কে প্রোডাকশনস্ |
পরিবেশক | চিত্রালি ফিল্ম ডিস্ট্রিবিউটর্স |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ১৯৬৪ সালের ৩০শে অক্টোবর মুক্তি পায়। এটি ১২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দ্বিতীয় শ্রেষ্ঠ বাংলা ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য মেধার সনদ[৫] ও ২৮তম বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কারে ৭ম শ্রেষ্ঠ ভারতীয় চলচ্চিত্র বিভাগে পুরস্কার অর্জন করে।[৬]
অনুষ্টুপ ছন্দ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। গীত রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর ও অতুলপ্রসাদ সেন। গানে কণ্ঠ দিয়েছেন সুমিত্রা সেন, মৃণাল চক্রবর্তী, ও কৃষ্ণা চট্টোপাধ্যায়।[৪]
বছর | পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|---|
১৯৬৫ | ১২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | দ্বিতীয় শ্রেষ্ঠ বাংলা ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য মেধার সনদ | পীযূষ বসু | বিজয়ী | [৫] |
২৮তম বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার | ৭ম শ্রেষ্ঠ ভারতীয় চলচ্চিত্র | অনুষ্টুপ ছন্দ | বিজয়ী | [৬] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.