অনুপম রায় (ইংরেজি: Anupam Roy) কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতের বাংলা ভাষার সমসাময়িক গায়ক, গীতিকার এবং সুরকার।[1] ২০১০ সালে সৃজিত মুখার্জির অটোগ্রাফ চলচ্চিত্রে "আমাকে আমার মতো থাকতে দাও" ও "বেঁচে থাকার গান" এর মাধ্যমে কলকাতার গানের জগতে আলোড়ন ফেলে দিয়েছিলেন তিনি। এর পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই সৃজনশীল শিল্পীকে।

দ্রুত তথ্য অনুপম রায়, প্রাথমিক তথ্য ...
অনুপম রায়
Thumb
অনুপম রায়
প্রাথমিক তথ্য
জন্মনামঅনুপম রায়
জন্ম (1982-03-29) মার্চ ২৯, ১৯৮২ (বয়স ৪২)
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
ধরনপপ, রক
পেশাগীতিকার, সুরকার, গায়ক, কবি, লেখক, নেপথ্য গায়ক
কার্যকাল২০০৭ - বর্তমান
দাম্পত্যসঙ্গীশ্রেয়া চট্টোপাধ্যায়
পিয়া চক্রবর্তী (২০১৫-২০২১) (বিচ্ছেদ)
প্রশ্মিতা পাল (২০২৪)
বন্ধ

২০১৫ সালে "পিকু" সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন তিনি এবং ছবিটির আবহ সংগীতের জন্য "ফিল্ম ফেয়ার এওয়ার্ড" পান। তিনি তুমি যাকে ভালোবাসো গানটির জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসেবে ২০১৬ সালে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

প্রাথমিক জীবন

অনুপম রায় জন্মগ্রহণ করেন ২৯ মার্চ ১৯৮২ সালে। তিনি তার প্রাথমিক শিক্ষার ১০ বছর পার করেন কলকাতার সেন্ট.পালস ব্রডিং অ্যান্ড ডে স্কুল এ। তিনি তার কলেজ জীবন পার করেন বেহালার এমপি বিরলা ফাউন্ডেশন থেকে। অনুপম রায় কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনেকেশন ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে গোল্ড মেডেল অর্জন করেন। তিনি টেক্সাস ইনস্ট্রুমেন্টস ব্যাঙ্গালোর, কলকাতা তে ২০০৪ সালের জুলাই থেকে ২০১১ সালের মার্চ পর্যন্ত এনালগ সার্কিট ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন।

সঙ্গীত জীবন

অনুপম রায় গানের সবকাজ নিজেই করেন। তার অধিকাংশ গানের ক্ষেত্রেই তিনি নিজেই গান লেখেন, সুর করেন এবং গান গান। অটোগ্রাফ চলচ্চিত্রে তার গান "আমাকে আমার মতো থাকতে দাও" কে বাংলা ভাষার সেরা গানগুলোর একটি হিসেবে ধরা হয়।[2] এরপরে চলো পাল্টাই সিনেমায় তার বাড়িয়ে দাও সহ বেশ কয়েকটি গান বেশ জনপ্রিয়তা পায়। তবে তার জনপ্রিয়তার বৃহঃস্পতি শুরু হয় বাইশে শ্রাবণ চলচ্চিত্রের মাধ্যমে। এই চলচ্চিত্রের প্রত্যেকটি গান সুপারহিট হয়। বিশেষ করে রূপঙ্কর বাগচিশ্রেয়া ঘোষালের গাওয়া "গভীরে যাও" বছরের সেরা গান নির্বাচিত হয়। তবে জুড়িদের ভোটে সেরা গান নির্বাচিত হয় অনুপমের গাওয়া একবার বল । তাছাড়া রূপম ইসলামের এই শ্রাবণসপ্তর্ষী মুখোপাধ্যায়ের "যে কটা দিন" দারুণ জনপ্রিয়তা লাভ করে। এছাড়াও অনুপম জানি দেখা হবে, বেডরুম, ল্যাপটপ, চোরাবালি (বাংলাদেশ), শুন্য অঙ্ক, জাতিস্মর, চতুষ্কোণ, প্রাক্তন, বেলাশেষে সহ বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি ২০১৫ সালে সুজিত সরকার পরিচালিতপিকু চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন। এরপর পিঙ্ক, রানিং শাদি ডট কম, ডিয়ার মায়া, পরি, অক্টোবরসহ বেশ কয়েকটি বলিউড চলচ্চিত্রে কাজ করেছেন। এখন পর্যন্ত তার চারটি একক অ্যালবাম বেরিয়েছে- প্রথমটি "দূরবীনে চোখ রাখবো না", দ্বিতীয়টি "দ্বিতীয় পুরুষ", তৃতীয়টি বাক্যবাগীশ এবং চতুর্থটি এবার মরলে গাছ হবো[3] তার প্রতিটি অ্যালবামই দারুণ জনপ্রিয়তা লাভ করে। তবে অনেকের মতে সব কিছুকে ছাপিয়ে যায় দ্য অনুপম রায় ব্যান্ড-এর স্টেজ পারফরমেন্স।

ব্যক্তিগত জীবন

২০১৫ সালের ৬ ডিসেম্বর বি‌য়েবন্ধ‌নে আবদ্ধ হন অনুপম রায় ও পিয়া চক্রবর্তী। ২০২১ সালে ছয় বছ‌রের দাম্পত্যজীব‌নের ই‌তি টানার সিদ্ধা‌ন্তের কথা জানা‌ন তারা। [4]

চলচ্চিত্র সমূহ

আরও তথ্য সাল, চলচ্চিত্র ...
সালচলচ্চিত্রকাজের বিভাগ
আসছেওয়ান লাইনারগায়ক/গীতিকার/সঙ্গীত পরিচালক
২০২৩ অর্ধাঙ্গিনী গায়ক/গীতিকার/সঙ্গীত পরিচালক
২০১৫সাহেব বিবি গোলামগায়ক/গীতিকার/সঙ্গীত পরিচালক
২০১৫কাঠমান্ডুগায়ক/গীতিকার/সঙ্গীত পরিচালক
২০১৫ফ্যামিলি অল্যবামগায়ক/গীতিকার/সঙ্গীত পরিচালক
২০১৫পিকুগায়ক/গীতিকার/সঙ্গীত পরিচালক
২০১৪চতুষ্কোণগায়ক/গীতিকার/সঙ্গীত পরিচালক
২০১৪হাইওয়েগায়ক/গীতিকার/সঙ্গীত পরিচালক
২০১৪প্রমোশনগায়ক/গীতিকার/সঙ্গীত পরিচালক
২০১৪উইন্ডো কানেকশনগায়ক/গীতিকার/সঙ্গীত পরিচালক
২০১৪ছায়া মানুষগায়ক
২০১৩মিশর রহস্যগায়ক
২০১৩স্টাগলাসগায়ক
২০১৩নামতে নামতেগায়ক
২০১৩শূন্য অঙ্কগায়ক/গীতিকার/সঙ্গীত পরিচালক
২০১২বাইসাইকেল কিকগায়ক
২০১২চোরাবালিগায়ক/গীতিকার/সঙ্গীত পরিচালক
২০১২হেমলক সোসাইটিগায়ক/গীতিকার/সঙ্গীত পরিচালক
২০১২ল্যাপটপগায়ক/গীতিকার/সঙ্গীত পরিচালক
২০১১শয়তান
২০১১বেডরুমগায়ক
২০১১জানি দেখা হবেগায়ক
২০১১রং মিলান্তিগায়ক/গীতিকার/সঙ্গীত পরিচালক
২০১১বাইশে শ্রাবণগায়ক/গীতিকার/সঙ্গীত পরিচালক
২০১১চলো পাল্টাইগায়ক/গীতিকার/সঙ্গীত পরিচালক
২০১০অটোগ্রাফগায়ক/গীতিকার/সঙ্গীত পরিচালক
বন্ধ

একক অ্যালবাম

  • দূরবীনে চোখ রাখবো না
  • দ্বিতীয় পুরুষ
  • বাক্যবাগীশ
  • এবার মরলে গাছ হবো

একক গান(গীতিকার, গায়ক ও সুরকার)

সাল টাইটেল ভাষা

২০১৩ সেকেন্ড সেক্স (ইংরেজি)

২০১৮ গার্ল ইন্ আ বুকস্টোর (ইংরেজি)

২০১৮ রেগুলার গাই (ইংরেজি)

২০১৮ বাংলাদেশের মেয়ে (বাংলা)

২০১৮ কালবৈশাখী (বাংলা)

২০১৮ মিথ্যে কথা (বাংলা)

২০১৯ ইস দেবাশীষ (বাংলা)

২০১৯ আগমনীর গান (বাংলা)

২০১৯ বৃষ্টি থেমে গেলে (বাংলা)

২০২০ পরিচয় (বাংলা)

২০২০ মিস আন্ডারস্ট্যান্ডিং (ইংরেজি)

২০২০ নির্বাসনের গান (বাংলা)

২০২০ - ভালো থেকো ১৯ (বাংলা)

২০২০ অ্যাইসি রাতো (হিন্দি)

দ্য অনুপম রায় ব্যান্ড

  • অনুপম রায়- গায়ক/গীতিকার
  • রিশভ রায়- গিটার
  • কৌস্তভ বিশ্বাস- বেজ গিটার
  • নবারুন বোস- কী-বোর্ড
  • সন্ধিপন পাড়ই- ড্রামস

সাবেক সদস্য

  • শুভদীপ ব্যানাজী-গিটার
  • রোহিত মুখাজী-বেজ গিটার

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.