অনন্যা শীর্ষ দশ পুরস্কার বাংলাদেশের নারীদের কৃষি-শিল্প-বাণিজ্য-অর্থনীতি-অভিনয়-সংগীত-খেলাধুলা-শিক্ষা-মুক্তিযুদ্ধ-সমাজকল্যাণ ও উন্নয়নমুখী কাজ-আইনও মানবাধিকার-উদ্যোক্তা-রাজনীতি-সাংবাদিকতা প্রভৃতি অঙ্গনে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে অনন্যা এই সম্মাননা প্রদান করে থাকে। এ পুরস্কার অনন্যা ম্যাগাজিনের পক্ষ থেকে প্রদান করা হয়। ১৯৯৩ সালে পুরস্কার প্রবর্তিত হয়। [1][2]
অনন্যা শীর্ষ দশ পুরস্কার | |
---|---|
বিবরণ | বাংলাদেশের নারীদের বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অবদানের জন্য পুরস্কার |
অবস্থান | ঢাকা |
দেশ | বাংলাদেশ |
পুরস্কারদাতা | অনন্যা (ম্যাগাজিন) |
প্রথম পুরস্কৃত | ১৯৯৩ |
ওয়েবসাইট | www.anannya.com.bd |
ইতিহাস
এই ম্যাগাজিনটি ১৯৯৩ সাল থেকে বাংলাদেশের মহিলাদেরকে তাদের অসামান্য অবদানের জন্য বার্ষিক ভাবে অনন্যা শীর্ষ দশ পুরস্কার দিয়ে আসছে। অনন্যা ম্যাগাজিন নির্দিষ্ট কর্মক্ষেত্রে মহিলাদের উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের জন্য মহিলাদেরকে অনন্যা শীর্ষ দশ পুরস্কার দেয়। ম্যাগাজিনটি কৃষি, শিল্প, বাণিজ্য, অর্থনীতি, অভিনয়, সংগীত, ক্রীড়া, শিক্ষা, মুক্তিযুদ্ধ, সমাজকল্যাণ ও উন্নয়ন-আইন-আইন, মানবাধিকার, উদ্যোক্তা, রাজনীতি ও সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেয়। বিজয়ীদেরকে পুরস্কারের ক্রেস্ট প্রদান করা হয়।
বছর অনুযায়ী পুরস্কার তালিকা
- ১৯৯৫
- ২০০০
- ভেলরি টেলর[4]
- শামীম আক্তার[5]
- ২০০১
- ২০০২
- প্রজ্ঞা লাবনী[7]
- ২০০৩
- সেলিনা বাহার জামান
- হামিদা হোসেন
- কুমুদিনী হাজং
- তাসলিমা মানসুর
- রেহানা কাশেম
- ক্যাপ্টেন সাহানা
- রোখসানা সালাম
- শিমুল ইউসুফ
- ইয়াসমিন কবির
- অদিতি মহসিন[8]
- ২০০৪
- ফজিলাতুন্নেসা ভুলু
- সিদ্দিকা কবীর
- মনোয়ারা হাকিম আলী
- হাসনা জসীমউদ্দিন মওদুদ
- আলেয়া ফেরদৌসী
- সাদিয়া সুলতানা শম্পা
- মারজিয়া ইসলাম
- মেরিনা তাবাসসুম
- রওশন আরা রোকসানা সরকার[9]
- ২০০৫
- জোবাইদা হান্নান
- মঞ্জুলিকা চাকমা
- হালিমা খাতুন
- নূরজাহান বোস
- আসমা হক
- সুমি খান
- নিজলী লায়লা মানসুর
- শামীমা খাতুন
- সারা হোসেন
- মোল্লা সাবিরা[10]
- ২০০৬
- হালিদা হানুম আক্তার
- খুরশিদ জাহান বেগম
- রুবাবা দৌলা মতিন
- শেফালিকা ত্রিপুরা
- রোকেয়া রফিক বেবি
- সালমা খান
- নাজিরা কৌরাশি
- হেনা কবির
- মুরশিদা আরজু আল্পনা
- ঝর্ণা সরকার[11]
- ২০০৮
- ফরিদা পারভীন
- সামিয়া জামান
- আফরোজা বারী
- জাকিয়া বেগম
- সন্ধ্যা রানী সাংমা
- শাহীনা রহমান
- শাহনাজ হুসনে জাহান
- নুসরাত মমতাজ রুপসী
- মুনিরা মোরশেদ মুন্নী
- নিশাত মজুমদার[12]
- ২০০৯
- রওশন আরা বাচ্চু
- শীলা মোমেন
- রিনাত ফৌজিয়া
- মওলুদা বেগম
- শবনম ফেরদৌসি
- ফাহমিদা খাতুন
- মনিরা রহমান
- তাহনিয়াত আহমেদ করিম
- হোসনে আরা বেগম
- সালমা হক[13]
- ২০১৩[14]
- মাহফুজা খানম
- লুনা শামসুদ্দোহা
- খোরশেদা বেগম
- মেঘনা গুহ
- ফিরেদৌসী কাদরী
- কাশফিয়া আহমেদ
- মিলি বিশ্বাস
- ফারজানা রুপা
- নুরুন্নাহার বেগম
- চন্দনা মজুমদার
- ২০১৪[15]
- লায়না নূর
- ফারজানা ইসলাম
- খালেদা একরাম
- তাহমিনা বানু
- মেহের আফরোজ শাওন
- রোকসানা সুলতানা
- তুরিন আফরোজ
- নাজিয়া আন্দালিব প্রেমা
- নাঈমা হক
- তামান্না-ই-লুতফি
- সালমা খাতুন
- দিল মনোয়ারা মনু
- ২০১৫[16]
- উম্মে তানজিলা চৌধুরী মুনিয়া
- সোনিয়া বশির কবির
- লুভা নাহিদ চৌধুরী
- ওয়াসফিয়া নাজরীন
- মালিহা কাদের
- অনিমা মুক্তি গোমেজ
- সুপ্রিতী ধর
- মাবিয়া আক্তার
- মাহফুজা খাতুন
- অপর্ণা ঘোষ
- শহীদা আক্তার ঝর্ণা
- ২০১৬[17]
- সেলিনা হায়াৎ আইভী
- পারভীন হাসান
- সাবিনা খাতুন
- তাসমিনা আক্তার
- জেবা ইসলাম সিরাজ
- আশরাফুন নাহার মিষ্টি
- সাবেরি আলম
- নিশা রানী মালাকার
- সুরমা জাহিদ
- বাসন্তী মুরমু
- ২০১৭[18]
- সাদেকা হালিম
- মোছাম্মাৎ নাজমানারা খানুম
- ফারজানা চৌধুরী
- নবনীতা চৌধুরী
- স্বপ্না রানী
- নাদিরা খানম
- মাহফুজা আক্তার কিরণ
- নাজিয়া জাবীন
- শারমীন সুলতানা
- মারিয়া মান্ডা
- ২০১৮[19]
- সায়েবা আক্তার
- পারভীন মাহমুদ
- এসপি শামসুন্নাহার
- আফরোজা খা
- সোনা রানী রায়
- লাইলী বেগম
- নাজমুন নাহার
- সুইটি দাস চৌধুরী
- রুমানা আহমেদ
- ফাতেমা খাতুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.