বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যাসোসিয়েশন বা ইউআরএ মূলত আমেরিকা কেন্দ্রিক এবং ২টি সদস্য কানাডা এবং একটি করে সদস্য জাপান, ইতালিযুক্তরাজ্য থেকে নিয়ে ৮৬ টি বিশ্ববিদ্যালয়ের একটি সংঘ। এটির সদর দপ্তর ওয়াশিংটন, ডি.সি.

দ্রুত তথ্য
বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যাসোসিয়েশন
ইংরেজি: Universities Research Association
Thumb
গঠন ১৯৬৫
সদরদপ্তর ওয়াশিংটন, ডি.সি.
অবস্থান  যুক্তরাষ্ট্র
 কানাডা
 ইতালি
 জাপান
 যুক্তরাজ্য
সদস্য ৮৬
Presidents Gene Block (Chancellor, UCLA)
Samuel Stanley (President, Stony Brook University)
Executive Director Marta Cehelsky
Website ইউআরএ[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বন্ধ

ইতিহাস ও উদ্দেশ্য

ইউআরএ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বিজ্ঞান উপদেষ্টা কমিটি ও জাতীয় বিজ্ঞান একাডেমীর নির্দেশনা অনুযায়ী ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। গবেষণা কাজে ব্যবস্থাপনা ও পরিচালনা সুবিধা দেওয়ার কাজ করে। [1]

আমেরিকার এনার্জি বিভাগ ইউআরএ কে দিয়ে ফার্মি ন্যাশনাল এক্সিলারেটর ল্যাবরেটরি গঠন ও পরিচালনার কাজ করে। ২০০৭ সালে ইউআরএ শিকাগো বিশ্ববিদ্যালয় সাথে গঠন করে ফার্মি রিসার্চ জোট, যেটি বর্তমানে ফার্মি ল্যাব নামে পরিচিত। ফার্মি ল্যাব বর্তমানে লার্জ হ্যাড্রন কলাইডারসার্নএর সাথে কাজ করছে।

প্রতিষ্ঠান

এটি একটি পরিচালনা পর্ষদ ও ৮৫ টি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট দ্বারা পরিচালিত হয়। বড় ধরনের গবেষণার জন্য, বোর্ড অফ ট্রাষ্টি একটি শাসক বোর্ড নিয়োগ করে। ওয়াশিংটন, ডি.সি.তে সদর দপ্তর সকল কাজের সমন্বয় করে। [1]

সদস্য

নিচে ইউআরএ এর ৮৬ টি সদস্যের তালিকা দেয়া হল[1]

স্থানীয় (যুক্তরাষ্ট্র) (৮১)

আলাবামা

  • আলাবামা বিশ্ববিদ্যালয়

অ্যারিজোনা

ক্যালিফোর্নিয়া

কলোরাডো

কানেক্টিকাট

ফ্লোরিডা

ইলিনয়

ইন্ডিয়ানা

আইওয়া

  • আইওয়া স্টেট ইউনিভার্সিটি
  • আইওয়া বিশ্ববিদ্যালয়

লুইজিয়ানা

  • লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি
  • টুলান বিশ্ববিদ্যালয়

মেরিল্যান্ড

ম্যাসাচুসেট্‌স

মিশিগান

মিনেসোটা

মিসৌরি

  • ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়,সেন্ট লুইস

নেব্রাস্কা

  • নেব্রাস্কা বিশ্ববিদ্যালয় - লিঙ্কন

নিউ জার্সি

নিউ মেক্সিকো

  • নিউ মেক্সিকো স্টেট ইউনিভার্সিটি
  • নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়

নিউ ইয়র্ক

নর্থ ক্যারোলাইনা

ওহাইও

Oklahoma

  • University of Oklahoma

Oregon

  • University of Oregon

পেন্সিল্‌ভেনিয়া

রোড আইল্যান্ড

সাউথ ক্যারোলাইনা

টেনেসী

টেক্সাস

Virginia

  • Virginia Tech
  • University of Virginia
  • College of William and Mary

ওয়াশিংটন

উইসকনসিন

বৈদেশিক (৫)

কানাডা

ইতালি

জাপান

  • Waseda University

যুক্তরাজ্য

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.