Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ব্রাউন বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভিডেন্স, রোড আইল্যান্ডে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়, এবং আইভি লীগের সদস্য। এটি ১৭৬৪ খ্রিস্টাব্দে রোড আইল্যান্ড কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়। এটি নিউ ইংল্যান্ড এলাকায় ৩য় প্রাচীনতম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ৭ম প্রাচীনতম উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান। সারা দেশে এটিই প্রথম বিশ্ববিদ্যালয়, যাতে সব ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ভর্তি হতে পারে।
লাতিন: Universitas Brunensis | |
নীতিবাক্য | In Deo Speramus (Latin) |
---|---|
বাংলায় নীতিবাক্য | In God We Hope[১] |
ধরন | প্রাইভেট |
স্থাপিত | ১৭৬৪ |
বৃত্তিদান | US$ ২.৮৬ billion (২০১৩)[২] |
আচার্য | Thomas J. Tisch |
সভাপতি | Christina Hull Paxson |
প্রাধ্যক্ষ | Mark Schlissel |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৭১৩ পূর্ণকালীন 209 Humanities 152 Bio/Medical 196 Physical Sciences 156 Social Sciences[৩] |
শিক্ষার্থী | ৮,৫৪০[৪] |
স্নাতক | ৬,১৩৩ |
স্নাতকোত্তর | ১,৯৪৭ |
অন্যান্য শিক্ষার্থী | ৪৬০ (মেডিকেল) |
অবস্থান | Providence , , ৪১.৮২৬২° উত্তর ৭১.৪০৩২° পশ্চিম |
শিক্ষাঙ্গন | Urban 143 acres (৫৭৯,০০০ m²) |
পোশাকের রঙ | Seal brown Cardinal red White |
সংক্ষিপ্ত নাম | Bears |
ক্রীড়া | 37 varsity teams Ivy League NCAA Division I |
ওয়েবসাইট | brown |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.