Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উমবার্তো একো ওএমআরআই (ইতালীয়: [umˈbɛrto ˈɛːko]; ৫ জানুয়ারি ১৯৩২ – ১৯ ফেব্রুয়ারি ২০১৬)[১] একজন ইতালীয় সাহিত্যিক, প্রাবন্ধিক, সাহিত্য সমালোচক, দার্শনিক এবং সংকেত বিশ্লেষক। তার রচিত "দ্যা নেম অব দ্যা রোজ" ২০১৩-এর ইউরোপের সর্বাধিক বিক্রিত বই। এ বইটির মাধ্যমে রহস্যতত্ব এবং গূঢ়তত্বের উপস্থাপনা করা হয়েছে। একে প্রকৃতপক্ষে উপন্যাসের মধ্যে একটা দার্শনিক গ্রন্থ হিসাবে বিবেচনা করা হয়। তার আরেকটি বিখ্যাত উপন্যাস ফুকো'জ পেন্ডুলাম। তিনি তার সাত শব্দের এক বাক্যে রচিত একটি লেখাকে পৃথিবীর ক্ষুদ্রতম উপন্যাস বলে দাবি করেছেন। তার সংগ্রহে ছিল প্রায় ৫০ হাজারেরও বেশি। যেসব জিনিস বৈজ্ঞানিক ভাবে ভুল প্রমাণিট হয়েছে যেমন যাদুবিদ্যা,আলকেমি ইত্যাদিতে তার আগ্রহ ছিল বেশি।
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত। (এপ্রিল ২০২২) |
উমবার্তো একো | |
---|---|
জন্ম | আলেকজান্দ্রিয়া, পাইডমন্ট, ইতালি | ৫ জানুয়ারি ১৯৩২
মৃত্যু | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ৮৪) | (বয়স
মাতৃশিক্ষায়তন | ইউনিভার্সিটি অব তুরিন |
দাম্পত্য সঙ্গী | রেনেত রামজ (২ সন্তান) |
যুগ | বিংশ/একবিংশ-শতাব্দীর দর্শন |
অঞ্চল | পাশ্চাত্য দর্শন |
ধারা | মহাদেশীয় দর্শন |
প্রধান আগ্রহ | সংকেতবিজ্ঞান |
উল্লেখযোগ্য অবদান | The "open work" (opera aperta), the "intention of the reader" ("intentio lectoris"), the "limits" of interpretation |
স্বাক্ষর | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.