Loading AI tools
মুহাম্মাদের মৃত্যুর পর ক্ষমতায় আসা প্রথম চারজন খলিফা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
খুলাফায়ে রাশেদীন (আরবি: الخلفاء الراشدون, প্রতিবর্ণীকৃত: আল-খুলাফাʾ আল-রাশিদুন, অনুবাদ 'সঠিকভাবে পথনির্দেশপ্রাপ্ত খলিফা'), বা সাধারণভাবে রাশেদীন বা রাশিদুন, বলতে ইসলামের প্রথম চারজন খলিফাকে বোঝায়। তাদের খিলাফতকে রাশিদুন খিলাফত বলা হয়। চারজন খলিফা হলেন – আবু বকর[১] (৬৩২–৬৩৪ খ্রিস্টাব্দ), উমর ইবনুল খাত্তাব[২] (৬৩৪–৬৪৪ খ্রিষ্টাব্দ), উসমান ইবন আফফান[৩] (৬৪৪–৬৫৬ খ্রিস্টাব্দ) ও আলী ইবন আবী তালিব[৪] (৬৫৬–৬৬১ খ্রিস্টাব্দ)। এছাড়াও হাসান ইবনে আলীকেও (৬৬১ খ্রিস্টাব্দ) মাঝেমধ্যে খুলাফায়ে রাশেদীনদের অন্তর্ভুক্ত করা হয়।[ক] তারা সকলেই মুহাম্মাদের সহচর ও আত্মীয় ছিলেন এবং তার মৃত্যুর পর ইসলামের নেতৃত্ব দেন।
খুলাফায় রাশেদিন নামক এই ধারণাটির উৎপত্তি ঘটে আব্বাসীয় খিলাফতের সময়কালে। মুহাম্মদের একটি হাদিস হতে শব্দটি নেওয়া হয়েছে। হাদিসটি নিম্নরূপ,
তোমরা আমার ও আমার ন্যায়নিষ্ঠ খলিফাদের (খুলাফায়ে রাশেদিনদের) দৃষ্টান্ত শক্ত করে ধরো।[৭]
রাশিদুন খলিফারা সিরিয়া (৬৩৭), আর্মেনিয়া (৬৩৯), মিশর (৬৩৯) ও সাইপ্রাস (৬৫৪) ছাড়াও সমগ্র পারস্য জয় করে আরব ছাড়িয়ে ইসলামকে ব্যাপকভাবে বিস্তৃত করেছিলেন।
উল্লেখ্য, এই সময়রেখাতে সালের শুরু থেকে খলিফাদের শাসনামল দেখানো হয়েছে, কিন্তু খলিফাদের শাসনামল সেই সালের শুরু থেকে নাও হতে পারে এবং মাঝে বা শেষের দিকেও হতে পারে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.