আইভি লিগ (ইংরেজিতে: Ivy League) হল উত্তর-পূর্বাঞ্চলীয় যুক্তরাষ্ট্রের আটটি বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি অ্যাথলেটিক সম্মেলন। এই আটটি প্রতিষ্ঠানকে একত্রে একটি গ্রুপ হিসেবে পরিচয় প্রদানের ক্ষেত্রেও “আইভি লিগ” নামটি ব্যবহৃত হয়। আটটি শিক্ষা প্রতিষ্ঠান হলো: ব্রাউন ইউনিভার্সিটি, কলাম্বিয়া ইউনিভার্সিটি, কর্নেল ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়া, ডার্টমাউথ কলেজ এবং ইয়েল ইউনিভার্সিটি। আইভি লিগের একটি দ্যোতনা হল, এটি একইসঙ্গে এই আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাগত উৎকর্ষ, শিক্ষার্থী ভর্তিতে নৈর্বাচনিকতা ও সামাজিক আভিজাত্য প্রকাশ করে।

দ্রুত তথ্য আইভি লিগ, প্রতিষ্ঠাকাল ...
আইভি লিগ
Thumb
প্রতিষ্ঠাকাল১৯৫৪
সংঘএনসিএএ
বিভাগবিভাগ ১
উপবিভাগফুটবল চ্যাম্পিয়নশিপ
সদস্য
ক্রীড়া
  • ৩৩
    • পুরুষ: ১৭টি
    • মহিলা: ১৬টি
অঞ্চলউত্তর-পূর্ব
সদর দপ্তরপ্রিন্সটন, নিউ জার্সি
কমিশনাররবিন হ্যারিস[1] (২০০৯ থেকে)
ওয়েবসাইটivyleague.com
অবস্থানসমূহ
Thumb
বন্ধ
Thumb
আইভি লিগের স্কুলগুলির মানচিত্র
Thumb
কলম্বিয়ার উইয়েন স্টেডিয়ামে আইভি লিগ সদস্যদের পতাকা

১৯৫৪ সালে ন্যাশনাল কলেজিয়েট অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের প্রথম বিভাগীয় সম্মেলন গঠনের পরে আইভি লিগ- পরিভাষাটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। তবে বর্তমানে পরিভাষাটি কেবল অ্যাথলেটিকসের মাঝেই সীমাবদ্ধ নেই, এটি বর্তমানকালে বিশেষভাবে যুক্তরাষ্ট্রের প্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষাগত উৎকর্ষের পরিচয়বাহক। এছাড়া জনসাধারণের দৃষ্টিতে এই লিগের অন্তর্ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ দেশের এবং বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত। ইউ.এস. নিউজ এ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট ম্যাগাজিন প্রকাশিত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের র্যাং কিং-এ প্রতিনিয়তই আইভি লিগের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলো থাকে। এই আটটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সাতটিই যুক্তরাষ্ট্রের ঔপনিবেশিক আমলে প্রতিষ্ঠিত হয়, ব্যতিক্রম শুধু কর্নেল ইউনিভার্সিটি, যেটি ১৮৬৫-তে প্রতিষ্ঠিত হয়। আইভি লিগের সবকয়টি প্রতিষ্ঠানই যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত। এগুলো কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার থেকে প্রতি বছরই গবেষণা ও অন্যান্য খাতে ব্যাপক অনুদান লাভ করে।

সদস্য

আরও তথ্য প্রতিষ্ঠান, অবস্থান ...
প্রতিষ্ঠান অবস্থান অ্যাথলেটিক ডাকনাম স্নাতক স্নাতকোত্তর ২০১৮ সালে বৃত্তিদান শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচাারি রঙ
ব্রাউন বিশ্ববিদ্যালয় প্রভিডেন্স, রোড আইল্যান্ড বেয়ার্স ৭,০৪৩ ৩,২১৪ $৪.৭ বিলিয়ন[2] ৭৩৬[3]               
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় নিউ ইয়র্ক শহর, নিউ ইয়র্ক লায়ন্স ৯,০০১ ২৪,৪১২ $১০.৮৭ বিলিয়ন[2] ৩,৭৬৩[4]          
কর্নেল বিশ্ববিদ্যালয় ইথাকা, নিউ ইয়র্ক বিগ রেড ১৫,০৪৩ ৮,৯৮৪ $৭.২৩ বিলিয়ন[2] ২,৯০৮          
ডার্টমাউথ কলেজ হ্যানওভার, নিউ হ্যাম্পশায়ার বিগ গ্রিন ৪,৪৫৯ ২,১৪৯ $৫.৪৯ বিলিয়ন[2] ৯৪৩          
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কেমব্রিজ, ম্যাসাচুসেটস[lower-alpha 1] ক্রিমসন ৬,৭৮৮ ১৩,৯৫১ $৩৮.৩০ বিলিয়ন[2] ৪,৬৭১[5]               
পেন্সিল্‌ভেনিয়া বিশ্ববিদ্যালয় ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়া কোয়েরারস ১০,০১৯ ১২,৪১৩ $১৩.৭৮ বিলিয়ন[2] ৪,৪৬৪[6]          
প্রিন্সটন বিশ্ববিদ্যালয় প্রিন্সটন, নিউ জার্সি টাইগার্স ৫,৪২৮ ২,৯৪৬ $২৫.৯২ বিলিয়ন[2] ১,১৭২          
ইয়েল বিশ্ববিদ্যালয় নিউ হ্যাভেন, কানেটিকাট বুলডগস ৬,০৯২ ৭,৫১৭ $২৯.৩৫ বিলিয়ন[2] ৪,১৪০          
বন্ধ

টীকা

  1. হার্ভার্ডের সামগ্রিক প্রশাসন এবং স্নাতক ক্যাম্পাস ক্যামব্রিজে রয়েছে। তবে এর বেশিরভাগ স্নাতকোত্তর স্কুল, এর অ্যাথলেটিক প্রশাসন এবং এর প্রায় সমস্ত অ্যাথলেটিক সুবিধাগুলি বোস্টনের নগর সীমানার মধ্যে রয়েছে।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.