দি ফুটবল এসোসিয়েশন চ্যালেঞ্জ কাপ, যা সাধারণভাবে এফএ কাপ নামে পরিচিত, হচ্ছে একটি নকআউট কাপ প্রতিযোগিতা যা ইংরেজ ফুটবলে অনুষ্ঠিত হয়। এটি পরিচালনা করে দ্য ফুটবল এসোসিয়েশন

দ্রুত তথ্য প্রতিষ্ঠিত, দলের সংখ্যা ...
এফএ কাপ
Thumb
প্রতিষ্ঠিত১৮৭১
দলের সংখ্যা৭৬৩ (২০১১–১২)
বর্তমান চ্যাম্পিয়নম্যানচেস্টার ইউনাইটেড (১৩তম শিরোপা)
সবচেয়ে সফল দলআর্সেনাল (১৪টি শিরোপা)
টেলিভিশন সম্প্রচারকআইটিভি
ইএসপিএন
ওয়েবসাইটFA Cup
এফএ কাপ ২০২৩–২৪
বন্ধ
Thumb
এফএ কাপ — এটি চতুর্থ ট্রফি যা ১৯৯২ সাল থেকে ব্যবহার করা হচ্ছে, যার নক্সা ১৯১১ সালে প্রবর্তিত ট্রফির সমান।

এফএ কাপ বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল প্রতিযোগিতা যা শুরু হয়েছে ১৮৭১-৭২ মৌসুমে। যেহেতু ইংল্যান্ডের সকল স্তরের দল একে অন্যের বিরুদ্ধে খেলার সুযোগ পায় তাই এই প্রতিযোগিতায় অনেক ছোট দল বড় দলকে প্রতিযোগিতা থেকে বিদায় দিয়ে "জায়ান্ট-কিলার" উপাধি পেতে পারে। তবে নিচু স্তরের দল খুব কমই ফাইনালে পৌছেছে। ২০০৬-০৭ সালের এফএ কাপে রেকর্ডসংখ্যক ৬৮৭টি দল অংশগ্রহণ করেছে। সেতুলনায় লীগ কাপে মাত্র ৭২টি দল অংশ নেয় ফুটবল লীগ থেকে (এরা লীগ কাপ আয়োজন করে) এবং ২০টি দল অংশ নেয় এফ.এ. প্রিমিয়ার লীগ থেকে।

২০০৭ সালের এফএ কাপের ফাইনাল অনুষ্ঠিত হয় ২০০৭ সালের ১৯ মে শনিবারে। খেলা অনুষ্ঠিত হয় ওয়েম্বলি স্টেডিয়ামে[1] বর্তমান এফ এ কাপ বিজয়ী দল হচ্ছে চেলসি

এফএ কাপের প্রথম সিজনে ওয়েন্ডেরাস ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন হয়েছিল।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.