নিপার নদী /(də)ˈnpər/ [2][3] ( অন্যান্য নাম ) ইউরোপের একটি প্রধান নদী, যা রাশিয়ার স্মোলেন্স্কএর কাছে ভালদাই পর্বতে উতপন্ন হয়ে বেলারুশ এবং ইউক্রেনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কৃষ্ণ সাগরএ মিশেছে । এটি ইউক্রেন এবং বেলারুশের দীর্ঘতম নদী এবং ইউরোপের চতুর্থ দীর্ঘতম নদী। নদীটির মোট দৈর্ঘ্য প্রায় ২,২০০ কিমি (১,৪০০ মা) [4] এবং অববাহিকা প্রায় ৫,০৪,০০০ বর্গকিলোমিটার (১,৯৫,০০০ মা) জুড়ে বিস্তৃত। ঐতিহাসিকভাবে, নদীটি ইউক্রেনকে দক্ষিণ এবং বাম -এই দুই অংশে বিভক্ত করেছিল। বর্তমানে নদীটি তার বাঁধ এবং জলবিদ্যুৎ কেন্দ্রগুলির জন্য বিখ্যাত। ডেনিপার ইউক্রেনের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ নৌ চলাচলযোগ্য নৌপথ এবং ডাইপার-বাগ খাল দিয়ে ইউরোপের অন্যান্য নৌপথেও সংযুক্ত।

দ্রুত তথ্য নিপার নদী, স্থানীয় নাম ...
নিপার নদী
Thumb
ইউক্রেনের মধ্যে নিপার নদী
Thumb
Dnieper River drainage basin
স্থানীয় নামДнепр (রুশ)
Дняпро (বেলারুশীয়)
Дніпро (ইউক্রেনীয়) {{স্থানীয় নামের পরীক্ষক}} ত্রুটি: একাধিক নামের জন্য তালিকাযুক্ত মার্কআপ প্রত্যাশিত (সাহায্য)
অবস্থান
Countryরাশিয়া, বেলারুশ, ইউক্রেন
Citiesডোরোগোবুঝ, স্মোলেন্স্ক, মোগিলেভ, কিয়েভ, চেরকাসি, নিপ্রো, জাপোরিঝিয়া, খেরসন
প্রাকৃতিক বৈশিষ্ট্য
উৎস 
  অবস্থানভালদাই পর্বত, রাশিয়া
  স্থানাঙ্ক৫৫°৫২′০০″ উত্তর ৩৩°৪১′০০″ পূর্ব
  উচ্চতা২২০ মি (৭২০ ফু)
মোহনাDnieper Delta
  অবস্থান
Ukraine
  স্থানাঙ্ক
৪৬°৩০′০০″ উত্তর ৩২°২০′০০″ পূর্ব
  উচ্চতা
 মি (০ ফু)
দৈর্ঘ্য২,২০১ কিমি (১,৩৬৮ মা)
অববাহিকার আকার৫,০৪,০০০ কিমি (১,৯৫,০০০ মা)
নিষ্কাশন 
  অবস্থানKherson
  গড়১,৬৭০ মি/সে (৫৯,০০০ ঘনফুট/সে)
অববাহিকার বৈশিষ্ট্য
উপনদী 
  বামেসোজ নদী, ডেসনা নদী, ট্রুবিঝ নদী, সুপি নদী, সুলা নদী, সেল নদী, ভোরস্কলা নদী, সামারা নদী, কোনকা নদী, বিলোজেরকা নদী
  ডানেড্রুট নদী, বেরেজিনা নদী, প্রিপিয়াত নদী, তেতেরিভ নদী, ইরপিন নদী, স্থুনা নদী, রস নদী, তিয়াসমিন নদী, বাজাভলুক নদী, ইনহুলেটস নদী
Protection status
অবৈধ উপাধি
মনোনীত29 May 2014
সূত্র নং2244[1]
বন্ধ

প্রাচীনকালে নদীটি এম্বার পথের অংশ ছিল এবং গ্রীকরা এই নদীটিকে বোরিস্থিনিস বলে চিনত।

ব্যুৎপত্তি ও বিভিন্ন ভাষায় নাম

নিপার নামটি সরমতিয়ান ভাষায় দানু-আপারা (Dānu apara) বা "সুদূরের নদী" বা সিথিয়ান ভাষায় Dānu apr (ডানাপ্র), যার অর্থ "গভীর নদী, থেকে উদভূত হয়েছে বলে মনে হয়। [5][6]

স্থানীয় ভাষায় নাম

যে তিনটি দেশের মধ্যে দিয়ে নদীটি প্রবাহিত হয়, সেই তিনটি ভাষায় নিপারের মূলত একই নাম, যদিও উচ্চারণ ভাষাভেদে ভিন্ন:

অন্য নামগুলো

Thumb
১৯১৮ সালের নিপার
  • প্রয়াত গ্রীকরোমান লেখকগণ এটিকে Δάναπρις - Danapris (দানাপ্রিস) এবং দানিপার (Danaper) বলে অভিহিত করেছেন
  • প্রাচীন পূর্ব স্লাভিক নাম ছিল স্লাভুটা বা স্লাভুটিচ, যা কিভান রাসের সময়ে ব্যবহৃত হত
  • হুনরা এটিকে ভার নামে ডাকত [10]
  • বুলগেরিয়ার লোকেরা ডাকত বুড[ উদ্ধৃতি প্রয়োজন ][ উদ্ধৃতি প্রয়োজন ]়ি-চই বলে[তথ্যসূত্র প্রয়োজন]
  • তাতার ভাষায় এর পূর্বের নাম ইপজে - ipze, কিপচাক উজেউ শব্দ থেকে এসেছে নামটি।
  • Crimean Tatar নাম , অত: পর Ochakiv (পূর্বে ওযূ-Cale, Dnieper দুর্গ)
  • রোমানিয়ান ভাষায় একে "নিপ্রু" বলা হয়।

খ্রিস্টপূর্ব ৫ ম শতাব্দীতে প্রাচীন গ্রীক ইতিহাসবিদ হেরোডোটাস এই নদীকে উল্লেখ করেছেন বোরিস্থিনিস (Borysthenes )হিসাবে ( Βορυσθένης )। [11]   [ আরও ভাল   উৎস   প্রয়োজন ]

ভূগোল

নদীর মোট দৈর্ঘ্য বিভিন্নভাবে পরিমাপ করা হয়েছে ২,১৪৫ কিলোমিটার (১,৩৩৩ মা) [4] অথবা ২,২০১ কিমি (১,৩৬৮ মা) ,[12][13][14][15] যার মধ্যে ৪৮৫ কিমি (৩০১ মা) রাশিয়ার মধ্যে, ৭০০ কিমি (৪৩০ মা) বেলারুসের মধ্যে, এবং ১,০৯৫ কিমি (৬৮০ মা) ইউক্রেনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এর অববাহিকাটি ৫,০৪,০০০ বর্গকিলোমিটার (১,৯৫,০০০ মা) জুড়ে রয়েছে , যার মধ্যে ২,৮৯,০০০ কিমি (১,১২,০০০ মা) ইউক্রেনের মধ্যে ,[16] এবং ১,১৮,৩৬০ কিমি (৪৫,৭০০ মা) বেলারুশের মধ্যে রয়েছে।

নিপার এর উপনদী

Thumb
নিপার নদীর বেলারুশীয় বিভাগ

ই ছাড়াও নিন্পার অনেক শাখা নদী রয়েছে (৩২,০০০ অবধি) এর সাথে 89 টি 100+ কিলোমিটার নদী রয়েছে। [17] মূলগুলি হ'ল এর উৎস থেকে মুখ পর্যন্ত :

  • ভ্যাজমা নদী (বাম)
  • ভোপ নদী (দক্ষিণ)
  • খমোস্ট নদী (দক্ষিণ)
  • ম্যারেয়া নদী (বাম)
  • ড্রট নদী (দক্ষিণ)
  • বেরেজিনা নদী (দক্ষিণ)
  • সোজ নদী (বাম)
  • প্রিপিয়াত নদী (দক্ষিণ)
  • তেতেরিভ নদী (দক্ষিণ)
  • ইরপিন নদী (দক্ষিণ)
  • ডেসনা নদী (বাম)
  • স্তুহনা নদী (দক্ষিণ)
  • ত্রুবিঝ নদী (বাম)
  • রস নদী (দক্ষিণ)
  • তিয়াসমিন নদী (দক্ষিণ)
  • সুপি নদী (বাম)
  • সুলা নদী (বাম)
  • সিঅল নদী (বাম)
  • ভোরস্ক্লা নদী (বাম)
  • ওরিল নদী (বাম)
  • সামারা নদী (বাম)
  • কোনকা নদী (বাম)
  • বিলোজেরকা নদী (বাম)
  • বাজাভলুক নদী (দক্ষিণ)
  • ইনহুলেটস নদী (দক্ষিণ)

এই প্রধান উপনদীগুলি ছাড়াও অনেকগুলি ছোট ছোটউপনদীও রয়েছে যেমন, কিয়েভ অঞ্চলে, শহরের উত্তরে সেরিটস নদী (ডান তীর), ঐতিহাসিকভাবে উল্লেখযোগ্য লিবিড নদী (ডান তীর) এবং বোরশাহিব্কা (ডান তীর) নদী।

নিপার অববাহিকা সমস্ত ইউক্রেনের প্রায় ৮০%এর জলের সংস্থান করে। [17]

বাস্তুসংস্থান

বর্তমানে পৃথিবীর অন্যান্য বড় শহরের নদীগুলির মতই নিপার নদীও মানবসৃষ্ট দূষণের প্রভাব এবং একাধিক শহরের বর্জ্য নির্গমনের দূষণের ফলে ভুগছে। [18] নিপার প্রাইডিনোভস্কি তেজস্ক্রিয় শক্তিকেন্দ্রের বর্জ্য ফেলার ক্ষেত্রের কাছাকাছি হওয়াতে তেজস্ক্রিয় বর্জ্যর অবশেষ অল্পমাত্রায় নদীতে এসে মেশে। এছাড়াও প্র্যিপিয়াত নদীর মোহনার কাছেই অবস্থিত , চেরনোবিল পারমাণবিক বিদ্যুত কেন্দ্র, সেখান থেকেও নদী দূষণ হয়ে থাকে।

নিপার নদীর জলপথ পরিবহণ

নিপার নদীর প্রায় ২,০০০ কিমি (১,২০০ মা) নদীপথ নৌচালনার উপযোগী নাব্য। ( ডোরোগোবুঝ শহর অবধি)। [17] ইউক্রেনের পরিবহন এবং অর্থনীতির জন্য নিপার অত্যন্ত গুরুত্বপূর্ণ [তথ্যসূত্র প্রয়োজন] : এর জলাধারগুলিতে বড় জাহাজের লক রয়েছে, এটি ২৭০ বাই ১৮ মিটার (৮৮৬ ফু × ৫৯ ফু) পর্যন্ত জাহাজ ধারণ করতে সক্ষম, যার ফলে জাহাজগুলি সহজেই কিয়েভ বন্দর ব্যহার করতে পারে এবং এইভাবে নিপার কিয়েভ বন্দরের জন্যে একটি গুরুত্বপূর্ণ পরিবহন করিডোর তৈরি করেছে। [তথ্যসূত্র প্রয়োজন] নদীটিতে যাত্রীবাহী লঞ্চ ও জাহাজ চলাচল করে। দানিয়ুব এবং নিপার নদীগুলিতে অভ্যন্তরীণ জলবিহার সাম্প্রতিক দশকগুলিতে একটি ক্রমবর্ধমান পর্যটক আকর্ষণেও পরিণত হয়েছে। [তথ্যসূত্র প্রয়োজন] [ উদ্ধৃতি প্রয়োজন ] কিয়েভ থেকে উজানে, ডাইপার প্রিয়পিয়ত নদীর জল পান। এই চলাচলযোগ্য নদী ডিপার-বাগ খালের সাথে সংযুক্ত, এটি বাগ নদীর সাথে সংযুক্ত। .তিহাসিকভাবে, পশ্চিম ইউরোপীয় নৌপথের সাথে একটি সংযোগ সম্ভব ছিল, তবে বেলারুশের ব্রেস্ট শহরের কাছে কোনও জাহাজের তালাবিহীন একটি ওয়েয়ার এই আন্তর্জাতিক নৌপথটিকে ব্যাহত করেছে। পশ্চিম ইউরোপ এবং বেলারুশের মধ্যে দুর্বল রাজনৈতিক সম্পর্কের অর্থ অদূর ভবিষ্যতে এই জলপথ পুনরায় চালু হওয়ার খুব কম সম্ভাবনা রয়েছে। [19] শীতকালে শীতকালে জমে থাকা এবং প্রচণ্ড শীতের ঝড়ের মাধ্যমে নদী চলাচল বাধাগ্রস্ত হয়।

জলাধার এবং জলবিদ্যুৎ শক্তি

প্রিপিয়াট নদীর মুখ থেকে কাখভকা জলবিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত ছয়টি বাঁধ এবং জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যা ইউক্রেনের ১০% বিদ্যুত উৎপাদন করে।

নিপারের তীরবর্তী অঞ্চল এবং শহর

Thumb
নিপার আর তার উপনদীদের উপগ্রহ চিত্র

অঞ্চলসমূহ

  • স্মোলেনস্ক ওব্লাস্ট, রাশিয়া
  • ভিটেবস্ক অঞ্চল, বেলারুশ
  • মোগিলিভ অঞ্চল, বেলারুশ
  • গোমেল অঞ্চল, বেলারুশ
  • চেরেনিহিভ ওব্লাস্ট, ইউক্রেন
  • কিয়েভ ওব্লাস্ট, ইউক্রেন
  • চেরক্যাসি ওব্লাস্ট, ইউক্রেন
  • কিরভোহরাদ ওব্লাস্ট, ইউক্রেন
  • পোলতাভা ওব্লাস্ট, ইউক্রেন
  • ইউক্রেনের ডনিপ্রোপেট্রোভস্ক ওব্লাস্ট
  • জাপোরিজিয়া ওব্লাস্ট, ইউক্রেন
  • খেরসন ওব্লাস্ট, ইউক্রেন

শহর

(১০ লক্ষেরও বেশি জনসংখ্যা বিশিষ্ট বড় শহরগুলি বোল্ড স্ক্রিপ্টে দেখানো হয়েছে।) নিপারের তীরে অবস্থিত শহর ও শহরগুলির তালিকা (রাশিয়ায় নদীর উৎস থেকে ইউক্রেনে মোহনা অবধি থেকে অবস্থান অনুসারে শহরগুলিকে তালিকাভুক্ত করা হয়েছে:

  • ডোরোগোবুঝ, [[রাশিয়া
  • স্মোলেনস্ক, রাশিয়া
  • ওরশা, বেলারুশ
  • শক্লো, বেলারুশ
  • মোগিলিভ, বেলারুশ
  • বাইচাউ, বেলারুশ
  • রাহচো, বেলারুশ
  • H্লোবিন, বেলারুশ
  • রিচিয়েসা, বেলারুশ
  • কিয়েভ, ইউক্রেন
  • ইউক্রাইঙ্কা, ইউক্রেন
  • কানিভ, ইউক্রেন
  • চেরক্যাসি, ইউক্রেন
  • ক্রিমেনচুক, ইউক্রেন
  • হরিশনি প্লাভনি, ইউক্রেন
  • কামিয়ানসকে, ইউক্রেন
  • ডনিপ্রো, ইউক্রেন
  • জাপোরিজিয়া, ইউক্রেন
  • মার্হানেটস, ইউক্রেন
  • নিকোপল, ইউক্রেন
  • এনারহোদার, ইউক্রেন
  • কামিয়ানকা-ডনিপ্রভস্কা, ইউক্রেন
  • নোভা কখোভকা, ইউক্রেন
  • খেরসন, ইউক্রেন

আরো দেখুন

  • নিপারের জলাধার
  • রাশিয়ার নদীর তালিকা
  • বেলারুশের নদীর তালিকা
  • ইউক্রেনের নদীর তালিকা
  • বারাঙ্গীয় থেকে গ্রীকদের বাণিজ্য পথ

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.