সন্ধিপদী বা আর্থ্রোপোডা হল এক জাতীয় অমেরুদণ্ডী প্রাণী যাদের একটি বহিঃকঙ্কাল, একটি বিখন্ডিত দেহ, এবং সংযুক্ত সন্ধিল উপাঙ্গ রয়েছে। সন্ধিপদী বা আর্থ্রোপোডারা অমেরুদন্ডী প্রাণীদের পর্বগুলির মধ্যে বৃহত্তম।[2] সন্ধিপদীরা আর্থ্রোপোডা পর্বের সদস্য যাদের মধ্যে রয়েছে পতঙ্গ, মাকড়সা-সদৃশ আরাকনিড, এবং কবচী বা ক্রাস্টাসিয়ান। উপাঙ্গগুলো বহিঃকঙ্কালের অংশ গঠন করে যা মূলত গ্লুকোজ থেকে উৎপন্ন আলফা-কাইটিন দিয়ে তৈরী। এই পর্বের অন্তর্গত প্রাণীগুলির দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। [3]

  • মাথায় এক জোড়া পুঞ্জাক্ষি ও এন্টেনা থাকে।
  • দেহের প্রতিটি খণ্ডে একজোড়া করে উপাঙ্গ বর্তমান।
  • এদের দেহ ত্রিস্তরীয় এবং দেহে প্রকৃত সিলোম বা গহ্বর আছে।
  • এদের পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ এবং তা মুখছিদ্র থেকে পায়ুছিদ্র পর্যন্ত বিস্তৃত।
  • দেহের পৃষ্ঠদেশে হৃৎপিণ্ডধমনী নিয়ে মুক্ত সংবহনতন্ত্র গঠিত।
  • এদের দেহে বুক গিল (book gill), বুক লাঙ (book lung) বা শ্বাসনালি (trachea) ইত্যাদি শ্বসন অঙ্গের কাজ করে।
  • ম‍্যালপিজিয়ান নালিকা (malpighian tubule), সবুজ গ্রন্থি (green gland), কক্সাল গ্রন্থি (coxal gland) ইত্যাদি রেচন অঙ্গের কাজ করে।
  • স্নায়ুতন্ত্র উন্নত ধরনের, অর্থাৎ মস্তিষ্ক ও একজোড়া নিরেট স্নায়ুরজ্জু, বক্ষ ও উদর গ্যাংগ্লিয়া নিয়ে গঠিত হয়।
  • এরা সাধারণত একলিঙ্গ প্রাণী। যৌন দ্বিরূপতা দেখা যায়।
  • পূঞ্জাক্ষি বা সরলাক্ষী থাকে।

দ্রুত তথ্য বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস, উপপর্ব এবং শ্রেণী ...
সন্ধিপদী (আর্থ্রোপোডা)
সময়গত পরিসীমা: Cambrian–Holocene
কা
পা
ক্রি
প্যা
Thumb
বিলুপ্ত এবং আধুনিক আর্থ্রোপোড
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণী জগৎ
উপজগৎ: ইউমেটাজোয়া
শ্রেণীবিহীন: বাইল্যাটেরিয়া
মহাপর্ব: এ্যাকিডোসোয়া
পর্ব: আর্থ্রোপোডা বা সন্ধিপদী
লাত্রেইল, ১৮২৯
উপপর্ব এবং শ্রেণী
  • উপপর্ব Trilobitomorpha
    • Trilobita– trilobites (বিলুপ্ত)
  • উপপর্ব Chelicerata
  • উপপর্ব Myriapoda
  • উপপর্ব Crustacea
    • Branchiopodabrine shrimp etc.
    • Remipedia– অন্ধ কবচী
    • Cephalocarida– হর্সশো চিংড়ি
    • Maxillopodabarnacles, copepods, fish lice, ইত্যাদি।
    • Ostracoda– বীজ চিংড়ি
    • Malacostracaগলদা চিংড়ি, কাঁকড়া, shrimp, etc.
  • উপপর্ব Hexapoda
    • Insecta– পতঙ্গ
    • Entognatha– পাখাবিহীন
  • Incertae sedis
    • Camptophyllia (ইত্যাদি)[1]
  • শ্রেণী Marrellomorpha
    • Marella(বিলুপ্ত)
বন্ধ

ব্যুৎপত্তি

আর্থ্রোপড শব্দটি গ্রীক á আরথ্রন, "যৌথ" এবং πούς পিউস (জেনারেল পোডোস (ποδός)), অর্থাৎ "পা" বা "পা" থেকে এসেছে, যার অর্থ একসাথে "জোড়িত পা" mean "আর্থ্রোপাডা" নামটি ১৮৪৮ সালে জার্মান পদার্থবিজ্ঞানী এবং প্রাণীবিদ কার্ল থিওডর আর্নস্ট ভন সিবোল্ড (১৮০৪–১৮৮৫) প্রথম উল্লেখ করেছিলেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.