২০১৮-১৯ আইসিসি বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্ব প্রতিযোগিতাটি ছিল ২০২০ আইসিসি টি২০ বিশ্বকাপ এর বাছাইপ্রতিযোগিতার একটি অংশ।[1]
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক ৬২টি দলকে নিয়ে ১২টি আঞ্চলিক বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। [টীকা 1] ২০১৮ সালেই পাঁচটি অঞ্চলের প্রতিযোগিতায়- আফ্রিকা (৩ গ্রুপ), আমেরিকার (২), এশিয়ার (২), পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় (২) এবং ইউরোপ (৩) গ্রুপের খেলা সম্পন্ন হয়। সেরা ২৫টি দল নিয়ে ২০১৯ সালে শুরু হয় ৫টি অঞ্চলে আঞ্চলিক ফাইনাল, যেখানে সাতটি দল অগ্রসর হবে ২০১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব খেলায়,[2][টীকা 2] সাথে থাকবে আইসিসি টি২০আই চ্যাম্পিয়নশীপ এর র্যাংকিং এ থাকা সর্বনিম্ন ছয়টি দল।[2]
প্রথম আফ্রিকান উপ আঞ্চলিক (উত্তর-পশ্চিম উপ অঞ্চল) বাছাইপর্বের খেলাটি অনুষ্ঠিত হয় নাইজেরিয়াতে। অন্য আরো দুটি গ্রুপের খেলা অনুষ্ঠিত হয় বতসোয়ানা ও রুয়ান্ডাতে। [3][4] প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল আঞ্চলিক ফাইনাল প্রতিযোগিতায় অবতীর্ণ হবে, সেখানেই নির্ধারিত হবে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আফ্রিকা অঞ্চলের দুটি দল। এপ্রিল ২০১৮তে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা করে, ১ জানুয়ারী ২০১৯ থেকে সদস্য দেশের মধ্যকার অনুষ্ঠিত সকল টুয়েন্টি২০ খেলা আন্তর্জাতিক খেলার মর্যাদা পাবে। অতপর আঞ্চলিক ফাইনাল এবং বাছাইপর্বের অনুষ্ঠিত সকল খেলা হবে টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) মর্যাদা সম্পন্ন। [5]
ঘানা এবং নাইজেরিয়া আফ্রিকার আঞ্চলিক ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। উভয়ই আসে উত্তর-পশ্চিমা উপ অঞ্চলীয় গ্রুপ থেকে। [6] উত্তর-পশ্চিমা গ্রুপের প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ঘানা দলের সিমন আতেক। [7] পূর্ব উপ আঞ্চলিক, ২য় গ্রুপের খেলাটি শুরু হয় ৭ জুলাই ২০১৮।[8] Both কেনিয়া এবং উগান্ডা উভয়েই পূর্ব উপ আঞ্চলিক গ্রুপ থেকে আঞ্চলিক ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। [9][10] উগান্ডা'র রিয়াজত আলী শাহ পূর্বাঞ্চলীয় গ্রুপ প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।[11] দক্ষিণাঞ্চলীয় উপ আঞ্চলিক গ্রুপ থেকে বতসোয়ানা এবং নামিবিয়া আফ্রিকার আঞ্চলিক ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।[12]
আঞ্চলিক ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় উগান্ডাতে ২০১৯ এর মে মাসে।[13][14] আঞ্চলিক ফাইনালে ১ম ও ২য় স্থান নিয়ে যথাক্রমে নামিবিয়া ও কেনিয়া উভয়েই বিশ্বকাপ বাছাইপর্বের যোগ্যতা অর্জন করে।[15]
দলগুলো
উত্তর-পশ্চিমা উপ আঞ্চলিক গ্রুপ | দক্ষিণা উপ-আঞ্চলিক গ্রুপ | পূর্বাঞ্চলীয় উপ-আঞ্চলিক গ্রুপ |
---|---|---|
|
উত্তর-পশ্চিমা উপ অঞ্চল
তারিখ | ১৪ – ২১ এপ্রিল ২০১৮ |
---|---|
তত্ত্বাবধায়ক | আফ্রিকান ক্রিকেট অ্যাসোসিয়েশন |
ক্রিকেটের ধরন | টি২০ |
প্রতিযোগিতার ধরন | ডাবল রাউন্ড-রবিন |
আয়োজক | নাইজেরিয়া |
বিজয়ী | ঘানা |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৪ |
খেলার সংখ্যা | ১২ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | সিমন আতেক |
সর্বাধিক রান সংগ্রহকারী | চিমেজি ওনওজোলিক (২৩৪) |
সর্বাধিক উইকেটধারী | মোহাম্মদ তাইয়ো (৯) আবু কামারা (৯) |
উত্তর-পশ্চিমা উপ-আঞ্চলিক গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হয় ১৪-২১ এপ্রিল ২০১৮, নাইজেরিয়াতে।[16]
- অংশগ্রহণকারী দল সমূহ
পয়েন্ট টেবিল
দল | খে | জ | হা | ড্র | ফহ | প | এনআরআর | অবস্থা |
---|---|---|---|---|---|---|---|---|
ঘানা (Q) | ৬ | ৫ | ০ | ০ | ১ | ১১ | +২.৪৬৭ | আঞ্চলিক ফাইনালে উন্নীত। |
নাইজেরিয়া (H,Q) | ৬ | ৪ | ২ | ০ | ০ | ৮ | +১.৬৯০ | |
সিয়েরা লিওন | ৬ | ২ | ৩ | ০ | ১ | ৫ | –০.২৩০ | |
গাম্বিয়া | ৬ | ০ | ৬ | ০ | ০ | ০ | –৩.৭৭৬ | |
(H) আয়োজক, (Q) পরবর্তী পর্যায়ে উন্নীত
খেলার সূচী
ব |
||
ছিমেজি ওনওজুলিক ৫৪ (৩৪) আবু কামারা ২/২৩ (৩ ওভার) |
লানসানা লামিন ১৭ (২০) মোহাম্মদ তাইয়ো ১/১৪ (৩.১ ওভার) |
- সিয়েরা লিওন টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
রেক্সফর্ড বাকুম ৪৪ (৩৩) আন্দ্রে জারজু ২/২৯ (৩ ওভার) |
পি ফেয় ৫৫ (৪৬) ডেভিড পেরেরা ২/১৬ (২ ওভার) |
- ঘানা টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
আডেমোলা অনিকই ৭৫ (৫১) বাসিরু জয় ২/২৬ (৪ ওভার) |
পি পেয় ২৯ (১৬) দানিয়েল জিম ২/১৬ (৩ ওভার) |
- নাইজেরিয়া টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
Simon Ateak 57 (42) রিচার্ড টমি ২/২১ (৩ ওভার) |
লানসানা লামিন ২৮ (২৫) আইস্যাক আবোয়াগি ২/২৮ (৪ ওভার) |
- ঘানা টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
মায়ি ডামবুইয়া ২০ (২৯) আবু কামারা ৩/১৭ (৪ ওভার) |
আবু কামারা ২৬* (১৭) পি পেয় ১/৭ (১ ওভার) |
- গাম্বিয়া টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
ডটুন ওলাটুনজি ৪৬ (৩০) ডেভিড আনক্রাহ ৩/১৪ (৪ ওভার) |
সিমন আতেক ৫০* (৫৭) মুহাম্মদ তাইয়ো ১/১৫ (৩ ওভার) |
- নাইজেরিয়া টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
রেক্সফর্ড বেকুম ৬৪ (৫১) আনিরু কনটেহ ২/২৮ (২ ওভার) |
বাসিরু জেয় ১১ (১০) মার্ক বাওয়া ৫/১৭ (৪ ওভার) |
- ঘানা টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
ডেনিয়েল জিম ৩০ (২৯) রিচার্ড টমি ২/৬ (২ ওভার) |
এডওয়ার্ড গেগবা ৩৯ (৩০) ওলুসি অলিম্পিও ১/৭ (১ ওভার) |
- নাইজেরিয়া টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
চিমেজি ওনুজুলিক ৯০ (৭০) ইসমাইলা তানবা ১/১৬ (২ ওভার) |
আন্দ্রে জারজু ২২ (২৮) সিলভাস্টার ওকপে ৪/৭ (৪ ওভার) |
- নাইজেরিয়া টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
ইসমাইলা তানবা ১৮ (২০) এডওয়ার্ড গেগবা ৩/১০ (৪ ওভার) |
এডওয়ার্ড গেগবা ২৯* (২৮) আবুবাকের কুইয়াতেহ ১/৬ (২ ওভার) |
- গাম্বিয়া টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
সিভেস্টার ওকপে ২৫ (৩৩) কফি বাগাবেনা ৪/২২ (৩.৩ ওভার) |
সামসন আইওয়াহ ২৬* (২৫) মুহাম্মদ তাইয়ো ২/২৭ (৪ ওভার) |
- ঘানা টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
পূর্বাঞ্চলীয় উপ অঞ্চল
তারিখ | ৭ – ১৪ জুলাই ২০১৮ |
---|---|
তত্ত্বাবধায়ক | আফ্রিকান ক্রিকেট অ্যাসোসিয়েশন |
ক্রিকেটের ধরন | টি২০ |
প্রতিযোগিতার ধরন | ডাবল রাউন্ড-রবিন |
আয়োজক | রুয়ান্ডা |
বিজয়ী | কেনিয়া |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৪ |
খেলার সংখ্যা | ১২ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | রিয়াজত আলী শাহ |
সর্বাধিক রান সংগ্রহকারী | দিনেশ নাকরানি (৩২০) |
সর্বাধিক উইকেটধারী | ইরফান আফ্রিদি (১৩) |
পূর্বাঞ্চলীয় উপ-আঞ্চলিক গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হয় রুয়ান্ডাতে ২০১৮ সালের ৭ থেকে ১৪ জুলাই।[16][17]
- অংশগ্রহণকারী দল সমূহ
পয়েন্ট টেবিল
দল | খে | জ | হা | ড্র | ফহ | প | এনআরআর | অবস্থা |
---|---|---|---|---|---|---|---|---|
কেনিয়া (Q) | ৬ | ৫ | ১ | ০ | ০ | ১০ | +২.৯২৪ | আঞ্চলিক ফাইনালে অগ্রসর। |
উগান্ডা (Q) | ৬ | ৪ | ২ | ০ | ০ | ৮ | +২.৭২৫ | |
তানজানিয়া | ৬ | ৩ | ৩ | ০ | ০ | ৬ | –০.৪২৯ | |
রুয়ান্ডা (H) | ৬ | ০ | ৬ | ০ | ০ | ০ | –৪.৮৮৭ | |
(H) আয়োজক, (Q) পরবর্তী পর্যায়ের জন্য উন্নীত
খেলার সূচী
ব |
||
দিনেশ নাকরানি ৮৮* (৪২) পুষ্পক কেরাই ১/৩০ (৩ ওভার) |
ধীরেন গন্ডারিয়া ৯০ (৪৬) দিনেশ নাকরানি ২/৫৭ (৪ ওভার) |
- কেনিয়া টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
তানজানিয়া ১৯৭/৭ (২০ ওভার) |
ব |
রুয়ান্ডা ১২১ (১৬.১ ওভার) |
অভিক পাটোয়া ৫৬ (২৫) এরিক দোসাবেমুঙ্গু ২/২৮ (৪ ওভার) |
এরিক নিয়োমুগাবো ৪৩ (২১) সেলুম আলী ২/১২ (৩ ওভার) |
- তানজানিয়া টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
তানজানিয়া ১১৭/৭ (২০ ওভার) | |
মুহাম্মদ জাফর খান ৩৩ (৩১) ইরফান আফ্রিদি ৩/৯ (৪ ওভার) |
- উগান্ডা টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
রুয়ান্ডা ১৪৭/৮ (২০ ওভার) | |
আলেক্স উবান্ডা ৬৩ (২২) ক্লিনটন রুবুবাগুমিয়া ২/৩৫ (৩ ওভার) |
এরিক নিয়োমুগাবু ৪৩ (২৪) শেম গোছে ৪/২৩ (৪ ওভার) |
- কেনিয়া টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
তানজানিয়া ১১৮ (১৯.৪ ওভার) |
ব |
|
জতিন চান্দুভাই ৫২ (৩৮) শেম গোছে ৩/২৩ (৪ ওভার) |
রাকিপ পাটেল ৭২ (২৭) রিযিকি কিসেটু ২/২৫ (৩ ওভার) |
- তানজানিয়া টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
রুয়ান্ডা ৩৪ (৮.৫ ওভার) | |
দিনেশ নাকরানি ৭৪ (৪৪) ইভান মিতারি ২/৪৫ (৪ ওভার) |
এরিক নিয়োমুগাবু ১৩ (৭) ইরফান আফ্রিদি ৫/১২ (৪ ওভার) |
- রুয়ান্ডা টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
তানজানিয়া ১৫৮/৪ (১৯.১ ওভার) | |
রজার মুকাসা ৩৮ (৩৯) কাসিম মুসা ৩/১৫ (২ ওভার) |
অভিক পাটোয়া ৪৭ (৩৬) রিয়াজত আলী শাহ ২/২০ (৪ ওভার) |
রুয়ান্ডা ১২৫ (১৯.৩ ওভার) |
ব |
|
বশির সঙ্গা ৪৩ (৩১) পুষ্পক কেরাই ৪/২৫ (৪ ওভার) |
কলিন্স ওভুইয়া ৪৪* (৩৫) ইভান মিতারী ২/৩০ (৩ ওভার) |
- রুয়ান্ডা টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
তানজানিয়া ১৫৮/৮ (২০ ওভার) | |
আলেক্স ওবান্ডা ১০৮ (৬১) জিতিন সিং ১/১৯ (২ ওভার) |
সালুম আলী ৪৮ (২৬) নেহেমিয়া ওধিয়াম্বু ২/২৮ (৪ ওভার) |
- কেনিয়া টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
রুয়ান্ডা ১০৭/৯ (২০ ওভার) | |
রিয়াজত আলী শাহ ৯৬* (৪২) এরিক নিয়োমুগাবু ২/৩৯ (৪ ওভার) |
এরিক নিয়োমুগাবু ২২ (২৪) ইরফান আফ্রিদি ৩/২২ (৪ ওভার) |
- উগান্ডা টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
তানজানিয়া ১৯৬/৭ (২০ ওভার) |
ব |
রুয়ান্ডা ১১৬ (১৯.২ ওভার) |
জতিন চান্দুভাই ৭৯ (৪৯) এরিক দাসাবেমুঙ্গু ২/২৮ (৪ ওভার) |
এরিক নিয়োমুগাবু ২৬ (২২) আরিয়া প্রেমজি ৩/১৪ (৪ ওভার) |
- তানজানিয়া টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
কলিন্স ওবুইয়া ৬৭ (৪৮) বিলাল হাসান ২/৩৪ (৪ ওভার) |
দিনেশ নাকরানি ১০২* (৫০) শেম গোছে ১/১৩ (৩ ওভার) |
- উগান্ডা টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
দক্ষিণাঞ্চলীয় উপ অঞ্চল
তারিখ | ২৮ অক্টোবর – ৩ নভেম্বর ২০১৮ |
---|---|
তত্ত্বাবধায়ক | আফ্রিকান ক্রিকেট অ্যাসোসিয়েশন |
ক্রিকেটের ধরন | টি২০ |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন |
আয়োজক | বতসোয়ানা |
বিজয়ী | বতসোয়ানা |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৭ |
খেলার সংখ্যা | ২১ |
সর্বাধিক রান সংগ্রহকারী | লোহান লউরেন্স (২৪৩) |
সর্বাধিক উইকেটধারী | ঝিভাগো গ্রোয়েনওয়াল্ড (১৪) ফিলিপ কোসা (১৪) |
দক্ষিণাঞ্চলীয় উপ-আঞ্চলিক গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হয় বতসোয়ানাতে ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২০১৮ পর্যন্ত। [19] জাম্বিয়া, সাধারণত খেলার জন্য অন্তর্ভুক্তি করেছিল, কিন্তু পরে টুর্নামেন্ট সূচী প্রকাশিত হওয়ার পূর্বে তুলে নেয়।[20]
পয়েন্ট টেবিল
দল | খে | জ | হা | T | ফহ | প | এনআরআর | অবস্থা |
---|---|---|---|---|---|---|---|---|
বতসোয়ানা (H,Q) | ৬ | ৬ | ০ | ০ | ০ | ১২ | +২.৯৩৩ | আঞ্চলিক ফাইনালে উন্নীত। |
নামিবিয়া (Q) | ৬ | ৫ | ১ | ০ | ০ | ১০ | +৫.০৪৫ | |
সেন্ট হেলেনা | ৬ | ৩ | ৩ | ০ | ০ | ৬ | –০.৩০২ | |
মোজাম্বিক | ৬ | ৩ | ৩ | ০ | ০ | ৬ | –১.১০২ | |
মালাউই | ৬ | ২ | ৪ | ০ | ০ | ৪ | –০.৩৯৪ | |
লেসোথো | ৬ | ১ | ৫ | ০ | ০ | ২ | –২.৮৩৯ | |
ইসোয়াতিনি | ৬ | ১ | ৫ | ০ | ০ | ২ | –৩.৬০৩ | |
(H) আয়োজক, (Q) পরবর্তী পর্যায়ের জন্য যোগ্য
খেলার সূচী
ব |
মোজাম্বিক ৪৮ (১৪.১ ওভার) | |
কারাবো মটলাঙ্কা ৬২* (৪৬) দামিয়াউ কওয়ানান ২/২৮ (৪ ওভার) |
কালীম শাহ ১৯ (৩৩) মলকি মোকেটসি ২/৭ (৩ ওভার) |
- বতসোয়ানা টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ইসোয়াতিনি ৭২/৬ (২০ ওভার) |
ব |
|
সোহাইল আখতার ২৫ (৩৮) ঝিভাগো গ্রোয়েনেওয়াল্ড ৫/১ (৪ ওভার) |
পিক্কি ইয়া ফ্রান্স ৪৪* (২৩) |
- নামিবিয়া টসে জয় লাভ করে এবং ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
মালাউই ৮৫/৯ (২০ ওভার) |
ব |
|
- মালাউই টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
ইসোয়াতিনি ৯০/৮ (২০ ওভার) | |
এন্ড্রো ইয়ন ৮১ (৪৮) সোহাইল আখতার ১/১০ (৪ ওভার) |
জুনাইন হান্সরড ২৭ (৩৪) স্কট ক্রোই ২/৮ (৩ ওভার) |
- সেন্ট হেলেনা টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ইসোয়াতিনি ১০৫/৭ (২০ ওভার) |
ব |
লেসোথো ১০৯/২ (১২.৫ ওভার) |
জুনাইদ হান্সরড ৩১ (৩৭) সরফরাজ পাটেল ৩/২১ (৪ ওভার) |
সরফরাজ পাটেল ৩৪* (৩৩) হারিছ রশিদ ২/৩০ (৩.৫ ওভার) |
- লেসোথো টসে জয় লাভ করে এবং ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
মালাউই ১৩০/৫ (২০ ওভার) | |
এন্ড্রো ইয়ন ৫৪ (৫৩) গারশোম তামবালিকা ৩/১৪ (২ ওভার) |
ডনেক্স কানসনখো ৪১ (৫১) স্কট ক্রোই ২/১৪ (৪ ওভার) |
- সেন্ট হেলেনা টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
লেসোথো ১২৩ (১৭.২ ওভার) | |
স্কট ক্রোই ৬৩* (৩১) রিয়াজ সুলেমান ২/৩১ (৪ ওভার) |
মাজ খান ৫১ (২৭) ফিলিপ স্ট্রোড ৩/১০ (২.২ ওভার) |
- সেন্ট হেলেনা টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
মোজাম্বিক ১০৪ (১৮.৪ ওভার) | |
লোহান লোরেন্স ১০০ (৪৯) ফিলিপ কোসা ২/৩০ (৩ ওভার) |
দামিয়াও কোয়ানা ২৮ (৩৬) তাঙ্গেনি লুঙ্গামেনি ৫/১৬ (৪ ওভার) |
- নামিবিয়া টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- তাঙ্গেনি লুঙ্গামেনি (নামিবিয়া) হ্যাট্রিক করে। [21]
ব |
||
কারাবো মটলঙ্কা ৫০* (৪৬) রেয়ান বেলগ্রোভ ২/৪৮ (৪ ওভার) |
স্কট ক্রোই ১৩ (২৯) মলকি মুকেটসি ৩/৫ (২.২ ওভার) |
- বতসোয়ানা টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ইসোয়াতিনি ৯৯ (২০ ওভার) |
ব |
মালাউই ১০৪/২ (১১.৪ ওভার) |
সোহাইল আখতার ২১ (১৮) মুহাম্মদ আব্দুল্লা ৬/১২ (৪ ওভার) |
মুহাম্মদ কুর্রাম ৩৫* (২৭) হারিস রশিদ ১/১০ (২ ওভার) |
- ইসোয়াতিনি টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
মোজাম্বিক ১৮৩/৮ (২০ ওভার) |
ব |
লেসোথো ১১৭/৭ (২০ ওভার) |
ফিলিপ কোসা ৫৯ (২৯) থিমখুলু লেপোরোপোরো ৫/২৪ (৪ ওভার) |
সামীর পাটেল ৩৬ (২৮) ফিলিপ কোসা ৩/১১ (৪ ওভার) |
- মোজাম্বিক টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
মালাউই ১৪৩/৭ (২০ ওভার) | |
ভিনু বালাকৃষ্ণান ৪৬ (৩০) হামজা পাটেল ১/৯ (১ ওভার) |
সামি সোহেল ৫৬ (৪৯) আদিত্য রাঙ্গাস্বামী ২/২০ (৪ ওভার) |
- বতসোয়ানা টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
মালাউই ১০৪/৬ (২০ ওভার) |
ব |
মোজাম্বিক ১০৮/৫ (১৬ ওভার) |
সামি সোহেল ৪২* (৪৮) ফিলিপ কোসা ৩/৭ (৪ ওভার) |
ইমরান ইসমাইল ৩১ (১৫) সামি সোহেল ২/১১ (৪ ওভার) |
- মালাউই টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
লেসোথো ৩৫ (১৪ ওভার) | |
লোহান লোরেন্স ৮৪ (৪৮) টিসেপিসো চাওয়ানা ২/৩৭ (৪ ওভার) |
সামীর পাটেল ১৩ (২০) ঝিভাগো গ্রোয়েনেওয়াল্ড ৩/৬ (৪ ওভার) |
- নামিবিয়া টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ইসোয়াতিনি ৮৯/৬ (২০ ওভার) |
ব |
|
শেহজাদ পাটেল ১৯(২৩) ধ্রুব মাইসুরিয়া ২/১৭ (৩ ওভার) |
কারাবো মতলঙ্কা ৪১* (৩৪) ইমরান পাটেল ১/১২ (২ ওভার) |
- ইসোয়াতিনি টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
মালাউই ১২৮/৮ (২০ ওভার) |
ব |
লেসোথো ১২৪ (২০ ওভার) |
সামি সোহেল ৩৯ (৪০) সরফরাজ পাটেল ২/১৫ (৩ ওভার) |
চাকোল লালি ৫৮ (৫২) মাহাম্মেদ পাটেল ৩/৫ (৪ ওভার) |
- মালাউই টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
মোজাম্বিক ১২৬/৩ (১৫.১ ওভার) | |
জরডি হেনরি ২৩ (২৯) ফিলিপ কোসা ৩/১১ (৪ ওভার) |
দামিয়াও চৌয়ানা ৫২ (৩৭) জরডি হেনরি ১/২৭ (২ ওভার) |
- সেন্ট হেলেনা টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
লেসোথো ৯৯/৯ (২০ ওভার) |
ব |
|
সরফরাজ পাটেল ৪৬ (৬৭) আদিত্য রাঙ্গাস্বামী ২/৭ (৪ ওভার) |
ইনজিমামুল মাষ্টার ৩৪* (২৭) সরফরাজ পাটেল ২/২৭ (৪ ওভার) |
- লেসোথো টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
মোজাম্বিক ১৪৫ (১৮.১ ওভার) |
ব |
ইসোয়াতিনি ১৪৯/২ (১৮.৫ ওভার) |
দামিয়াউ চৌয়ানা ৬৩ (৩৯) হারিস রাশিদ ৪/২৩ (৪ ওভার) |
শেহজাদ পাটেল ৭৮ (৫৪) ফিলিপ কোসা ২/১১ (৪ ওভার) |
- মোজাম্বিক টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
এন্ড্রো ইয়ন ২৮ (১৮) ক্রিস্টোফার কোম্বে ৪/২৪ (৩.৫ ওভার) |
- নামিবিয়া টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
লোহান লরেন্স ৩৬ (২৭) তাত্যিয়োন শোসে ৩/৩৩ (৪ ওভার) |
রেজিনাল্ড নেহোন্ডে ৩০ (৩৬) জান ফ্রাইলিঙ্ক ২/১১ (৪ ওভার) |
- নামিবিয়া টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
আঞ্চলিক ফাইনাল
তারিখ | ২০ – ২৪ মে ২০১৯ |
---|---|
তত্ত্বাবধায়ক | আফ্রিকান ক্রিকেট অ্যাসোসিয়েশন |
ক্রিকেটের ধরন | টুয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন |
আয়োজক | উগান্ডা |
বিজয়ী | নামিবিয়া |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৬ |
খেলার সংখ্যা | ১৬ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | রাকেপ প্যাটেল |
সর্বাধিক রান সংগ্রহকারী | রিয়াজত আলী শাহ (১৪০) |
সর্বাধিক উইকেটধারী | ক্রিস্টি ভিলজোয়েন (৯) |
আফ্রিকা অঞ্চলের আঞ্চলিক ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় উগান্ডাতে ২০ থেকে ২৪ মে ২০১৯। [22][23] উক্ত ফাইনালের মাধ্যমে সেরা দুটি দল পৌছে যাবে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া ২০১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব প্রতিযোগিতায়।[24] মুলত ফাইনাল খেলাটি ১৯ মে অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত ছিল, কিন্তু পূর্বের খেলার সূচীর সবগুলো খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ার প্রতিযোগিতার রিজার্ভ দিনের মধ্যেই খেলাটি পুন:নির্ধারণ করা হয়। [25][26] ফাইনাল খেলা সূচীর শেষ পর্যায়ে গিয়ে কেনিয়া, নামিবিয়া এবং নাইজেরিয়া সকলেই সেরা দুইয়ে পৌছে ২০১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব প্রতিযোগিতায় খেলতে প্রতিদ্বন্ধিতা করছিল।[27] অতঃপর শেষের দিনের সবগুলো খেলা বৃষ্টিতে ভেসে যায়।[28] এবং নামিবিয়া এবং কেনিয়া উভয়েই আঞ্চলিক ফাইনালে যথাক্রমে ১ম ও ২য় স্থান অধিকার করে টি২০ বিশ্বকাপ বাছাইপর্বের দিকে অগ্রসর হয়ে যায়। [29]
পয়েন্ট টেবিল
দল[30] |
খে | জ | হা | ড্র | ফহ | প | এনআরআর | অবস্থা |
---|---|---|---|---|---|---|---|---|
নামিবিয়া (Q) | ৫ | ৩ | ০ | ০ | ২ | ৮ | +৪.৫৪৭ | ২০১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ বাছাইপর্বে অগ্রসর। |
কেনিয়া (Q) | ৫ | ৩ | ০ | ০ | ২ | ৮ | +১.৩৬৩ | |
নাইজেরিয়া | ৫ | ২ | ১ | ০ | ২ | ৬ | +০.৩৯৪ | |
উগান্ডা (H) | ৫ | ২ | ২ | ০ | ১ | ৫ | +০.৫৮৭ | |
বতসোয়ানা | ৫ | ০ | ৩ | ০ | ২ | ২ | –৩.০২৮ | |
ঘানা | ৫ | ০ | ৪ | ০ | ১ | ১ | –২.৩৬১ |
(H) আয়োজক, (Q) যোগ্যতা অর্জন করেছে
খেলার সূচী
ব |
||
- কেনিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে খেলা ১৫ ওভারে কমিয়ে আনা হয়।
- পুষ্পক কেরাই, ইউজেন ওছিয়েং (কেনিয়া), অ্যাবিডুন অ্যাবিওয়ে, রাশেদ আবুলারিং, ভিনসেন্ট অ্যাডোওয়ে, আবিলা আইনাইক, আইজ্যাক ডানলাডি, অ্যাডেমোলা ওনিকোয়ী, আইজাক ওকেপে, সিলভেস্টার ওকপে, চিমেজি ওনোজুলিক, লেকে ওয়েদে এবং ওবাইস ইউসুফ (নাইজেরিয়া) সব তার টি২০আই অভিষেক হয়।
ব |
||
- নামিবিয়া টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- আইজ্যাক আবুয়াগি, মাইকেল আবোয়াগি, Daniel Anefie, David Ankrah, সিমন আতেক, ভিনসেন্ট আতেক, Frank Baaleri, Kofi Bagabena, Rexford Bakum, Julius Mensah, Lakmal Perera (ঘানা), স্টিফান বার্ড, কার্ল বার্কেনস্টক, নিকো ডেভিন, গেরহার্ড ইরাসমাস, জেন গ্রীন, জান ফ্রাইলিঙ্ক, ঝিভাগো গ্রোয়েনেওয়াল্ড, তাঙ্গেনি লুঙ্গামেনি, বার্নার্ড সোলজ, জেজে স্মিথ ও ক্রিস্টি ভিলজোয়েন (নামিবিয়া) সব তার টি২০আই অভিষেক হয়।
ব |
||
আরনল্ড ওটোয়ানি ৪৪ (২৭) কারাবো মডিসে ৩/১৮ (৩ ওভার) |
ভিনু বালাকৃষ্ণান ২৬ (৩২) ফ্রাঙ্ক সুবুগা ২/১৯ (৪ ওভার) |
- বতসোয়ানা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- জাফানিয়া অ্যারিনাইটওয়ে, ইমানুয়েল ইসানিয়েজ, হামু কায়ন্ডো, দেউসাদিত মুহুমুজা, রজার মুকাসা, দিনেশ নকরানি, ফ্রাঙ্ক সুবুগা, আর্নল্ড ওতওয়ানী, রিয়াজত আলী শাহ, হেনরি সেনাইউন্ডো, চার্লস ওয়াইসা (উগান্ডা), ভিনু বালাকৃষ্ণান, ইনজিমামুল মাষ্টার, নাবিল মাস্টার, কারাবো মতলঙ্কা, মলকি মুকেটসি, জেমস মোজেস, Karabo Motlanka, Reginald Nehonde, Tharindu Perera, আদিত্য রাঙ্গাস্বামী ও Thatayaone Tshose (বতসোয়ানা) সব তার টি২০আই অভিষেক হয়।
ব |
||
- নামিবিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- ঘানা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- Godfred Bakiweyem ও জেমস ভিফাহ (ঘানা) উভয়ই তার টি২০আই অভিষেক হয়।
ব |
||
আইজ্যাক ডানলাদি ৩৭ (৩৪) আদিত্য রাঙ্গাস্বামী ৪/২১ (৩.৫ ওভার) |
- নাইজেরিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ধ্রুব মাইসুরিয়া (বতসোয়ানা), চিমা আকাচুকু and মোহামেদ তাইউ (নাইজেরিয়া) উভয়ই তার টি২০আই অভিষেক হয়।
ব |
||
- ঘানা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
নিকো ডেভিন ৩৭* (১৯) |
- বতসোয়ানা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- জাইন আব্বাসি ও শেপো ফাসওয়ানা (বতসোয়ানা) তার টি২০আই অভিষেক হয়।
- ক্রিস্টি ভিলজোয়েন (নামিবিয়া) ৫টি উইকেট নেয়। টি২০ আন্তর্জাতিকে ৫ উইকেট লাভকারী.[31]
ব |
||
- কেনিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- রজার্স অলিপা (উগান্ডা) ও শচীন ভুদিয়া (কেনিয়া) উভয়ই তার টি২০আই অভিষেক হয়।
ব |
||
মাইকেল আবোয়াগি ২৪ (২৭) হেনরি সেনিয়ন্দু ৩/১৪ (৪ ওভার) |
- ঘানা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ফ্রেড অচেলাম ও ব্রায়ান মাসাবা (উগান্ডা) উভয়ই তার টি২০আই অভিষেক হয়।
টীকা
- জাম্বিয়া মুলত আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে খেলার জন্য নির্ধারিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে দলের অন্তর্ভুক্তি তুলে নেয়।
- সংযুক্ত আরব আমিরাত সাধারণত এশিয়া অঞ্চলের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে, কিন্তু পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবে বাছাই প্রতিযোগিতার মূল পর্বে অগ্রসর হয়ে যায় আয়োজক হিসাবে।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.