২০১৮-১৯ আইসিসি বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্ব প্রতিযোগিতাটি ছিল ২০২০ আইসিসি টি২০ বিশ্বকাপ এর বাছাইপ্রতিযোগিতার একটি অংশ।[1]

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক ৬২টি দলকে নিয়ে ১২টি আঞ্চলিক বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। [টীকা 1] ২০১৮ সালেই পাঁচটি অঞ্চলের প্রতিযোগিতায়- আফ্রিকা (৩ গ্রুপ), আমেরিকার (২), এশিয়ার (২), পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় (২) এবং ইউরোপ (৩) গ্রুপের খেলা সম্পন্ন হয়। সেরা ২৫টি দল নিয়ে ২০১৯ সালে শুরু হয় ৫টি অঞ্চলে আঞ্চলিক ফাইনাল, যেখানে সাতটি দল অগ্রসর হবে ২০১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব খেলায়,[2][টীকা 2] সাথে থাকবে আইসিসি টি২০আই চ্যাম্পিয়নশীপ এর র‍্যাংকিং এ থাকা সর্বনিম্ন ছয়টি দল।[2]

প্রথম আফ্রিকান উপ আঞ্চলিক (উত্তর-পশ্চিম উপ অঞ্চল) বাছাইপর্বের খেলাটি অনুষ্ঠিত হয় নাইজেরিয়াতে। অন্য আরো দুটি গ্রুপের খেলা অনুষ্ঠিত হয় বতসোয়ানারুয়ান্ডাতে[3][4] প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল আঞ্চলিক ফাইনাল প্রতিযোগিতায় অবতীর্ণ হবে, সেখানেই নির্ধারিত হবে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আফ্রিকা অঞ্চলের দুটি দল। এপ্রিল ২০১৮তে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা করে, ১ জানুয়ারী ২০১৯ থেকে সদস্য দেশের মধ্যকার অনুষ্ঠিত সকল টুয়েন্টি২০ খেলা আন্তর্জাতিক খেলার মর্যাদা পাবে। অতপর আঞ্চলিক ফাইনাল এবং বাছাইপর্বের অনুষ্ঠিত সকল খেলা হবে টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) মর্যাদা সম্পন্ন। [5]

ঘানা এবং নাইজেরিয়া আফ্রিকার আঞ্চলিক ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। উভয়ই আসে উত্তর-পশ্চিমা উপ অঞ্চলীয় গ্রুপ থেকে। [6] উত্তর-পশ্চিমা গ্রুপের প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ঘানা দলের সিমন আতেক[7] পূর্ব উপ আঞ্চলিক, ২য় গ্রুপের খেলাটি শুরু হয় ৭ জুলাই ২০১৮।[8] Both কেনিয়া এবং উগান্ডা উভয়েই পূর্ব উপ আঞ্চলিক গ্রুপ থেকে আঞ্চলিক ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। [9][10] উগান্ডা'র রিয়াজত আলী শাহ পূর্বাঞ্চলীয় গ্রুপ প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।[11] দক্ষিণাঞ্চলীয় উপ আঞ্চলিক গ্রুপ থেকে বতসোয়ানা এবং নামিবিয়া আফ্রিকার আঞ্চলিক ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।[12]

আঞ্চলিক ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় উগান্ডাতে ২০১৯ এর মে মাসে।[13][14] আঞ্চলিক ফাইনালে ১ম ও ২য় স্থান নিয়ে যথাক্রমে নামিবিয়াকেনিয়া উভয়েই বিশ্বকাপ বাছাইপর্বের যোগ্যতা অর্জন করে।[15]

দলগুলো

আরও তথ্য উত্তর-পশ্চিমা উপ আঞ্চলিক গ্রুপ, দক্ষিণা উপ-আঞ্চলিক গ্রুপ ...
উত্তর-পশ্চিমা উপ আঞ্চলিক গ্রুপ দক্ষিণা উপ-আঞ্চলিক গ্রুপ পূর্বাঞ্চলীয় উপ-আঞ্চলিক গ্রুপ
বন্ধ

উত্তর-পশ্চিমা উপ অঞ্চল

দ্রুত তথ্য তারিখ, তত্ত্বাবধায়ক ...
২০১৮ আইসিসি টি২০ বিশ্বকাপ আফ্রিকা উপ-আঞ্চলিক বাছাইপর্ব
তারিখ১৪ – ২১ এপ্রিল ২০১৮
তত্ত্বাবধায়কআফ্রিকান ক্রিকেট অ্যাসোসিয়েশন
ক্রিকেটের ধরনটি২০
প্রতিযোগিতার ধরনডাবল রাউন্ড-রবিন
আয়োজক নাইজেরিয়া
বিজয়ী ঘানা
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১২
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ঘানা সিমন আতেক
সর্বাধিক রান সংগ্রহকারীনাইজেরিয়া চিমেজি ওনওজোলিক (২৩৪)
সর্বাধিক উইকেটধারীনাইজেরিয়া মোহাম্মদ তাইয়ো (৯)
সিয়েরা লিওন আবু কামারা (৯)
বন্ধ

উত্তর-পশ্চিমা উপ-আঞ্চলিক গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হয় ১৪-২১ এপ্রিল ২০১৮, নাইজেরিয়াতে[16]

অংশগ্রহণকারী দল সমূহ

পয়েন্ট টেবিল

আরও তথ্য দল, খে ...
দল খে হা ড্র ফহ এনআরআর অবস্থা
 ঘানা (Q)১১+২.৪৬৭আঞ্চলিক ফাইনালে উন্নীত।
 নাইজেরিয়া (H,Q)+১.৬৯০
 সিয়েরা লিওন–০.২৩০
 গাম্বিয়া–৩.৭৭৬
বন্ধ

(H) আয়োজক, (Q) পরবর্তী পর্যায়ে উন্নীত

খেলার সূচী

১৪ এপ্রিল ২০১৮
০৯:৩০
স্কোরকার্ড
নাইজেরিয়া 
১৬৫/৬ (২০ ওভার)
 সিয়েরা লিওন
৭৭ (১৮.১ ওভার)
ছিমেজি ওনওজুলিক ৫৪ (৩৪)
আবু কামারা ২/২৩ (৩ ওভার)
লানসানা লামিন ১৭ (২০)
মোহাম্মদ তাইয়ো ১/১৪ (৩.১ ওভার)
নাইজেরিয়া ৮৮ রানে বিজয়ী
তাফাওয়া বালেওয়া স্কয়ার ক্রিকেট ওভাল, লেগোস
আম্পায়ার: এন্ড্রো লো (Nam) এবং রবি আঙ্গারা (Bot)
  • সিয়েরা লিওন টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
১৪ এপ্রিল ২০১৮
১৩:৫০
স্কোরকার্ড
ঘানা 
১৭৩/৪ (২০ ওভার)
 গাম্বিয়া
১১৫/৮ (২০ ওভার)
রেক্সফর্ড বাকুম ৪৪ (৩৩)
আন্দ্রে জারজু ২/২৯ (৩ ওভার)
পি ফেয় ৫৫ (৪৬)
ডেভিড পেরেরা ২/১৬ (২ ওভার)
ঘানা ৫৮ রানে বিজয়ী
তাফাওয়া বালেওয়া স্কয়ার ক্রিকেট ওভাল, লেগোস
আম্পায়ার: ডেভিড ওধিয়াম্বু (Ken) এবং কেহিন্দে ওলানবিয়োনো (Nga)
  • ঘানা টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

১৫ এপ্রিল ২০১৮
০৯:৩০
স্কোরকার্ড
নাইজেরিয়া 
১৭৬/৫ (২০ ওভার)
 গাম্বিয়া
১২১/৭ (২০ ওভার)
আডেমোলা অনিকই ৭৫ (৫১)
বাসিরু জয় ২/২৬ (৪ ওভার)
পি পেয় ২৯ (১৬)
দানিয়েল জিম ২/১৬ (৩ ওভার)
নাইজেরিয়া ৫৫ রানে বিজয়ী
তাফাওয়া বালেওয়া স্কয়ার ক্রিকেট ওভাল, লেগোস
আম্পায়ার: ডেভিড ওধিয়াম্বু (Ken) এবং এন্ড্রো লো (Nam)
  • নাইজেরিয়া টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
১৫ এপ্রিল ২০১৮
১৩:৫০
স্কোরকার্ড
ঘানা 
১৪০/৮ (২০)
 সিয়েরা লিওন
১০৯/৮ (২০ ওভার)
Simon Ateak 57 (42)
রিচার্ড টমি ২/২১ (৩ ওভার)
লানসানা লামিন ২৮ (২৫)
আইস্যাক আবোয়াগি ২/২৮ (৪ ওভার)
ঘানা ৩১ রানে বিজয়ী
তাফাওয়া বালেওয়া স্কয়ার ক্রিকেট ওভাল, লেগোস
আম্পায়ার: কেহিন্দে ওলানবিয়োনো (Nga) এবং রবি আঙ্গারা (Bot)
  • ঘানা টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

১৭ এপ্রিল ২০১৮
০৯:৩০
স্কোরকার্ড
গাম্বিয়া 
৮৭ (১৮.৩ ওভার)
 সিয়েরা লিওন
৮৯/২ (১২.৫ ওভার)
মায়ি ডামবুইয়া ২০ (২৯)
আবু কামারা ৩/১৭ (৪ ওভার)
আবু কামারা ২৬* (১৭)
পি পেয় ১/৭ (১ ওভার)
সিয়েরা লিওন ৮ উইকেটে বিজয়ী
তাফাওয়া বালেওয়া স্কয়ার ক্রিকেট ওভাল, লেগোস
আম্পায়ার: কেহিন্দে ওলানবিয়োনো (Nga) এবং এন্ড্রো লউ (Nam)
  • গাম্বিয়া টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
১৭ এপ্রিল ২০১৮
১৩:৫০
স্কোরকার্ড
নাইজেরিয়া 
১১৯/৮ (২০ ওভার)
 ঘানা
১২০/৩ (১৯.৫ ওভার)
ডটুন ওলাটুনজি ৪৬ (৩০)
ডেভিড আনক্রাহ ৩/১৪ (৪ ওভার)
সিমন আতেক ৫০* (৫৭)
মুহাম্মদ তাইয়ো ১/১৫ (৩ ওভার)
ঘানা ৭ উইকেটে বিজয়ী
তাফাওয়া বালেওয়া স্কয়ার ক্রিকেট ওভাল, লেগোস
আম্পায়ার: রবি আনগারা (Bot) এবং ডেভিড ওধিয়াম্বু (Ken)
  • নাইজেরিয়া টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

১৮ এপ্রিল ২০১৮
০৯:৩০
স্কোরকার্ড
ঘানা 
১৬৫/৭ (২০ ওভার)
 গাম্বিয়া
৫৬ (১৪.১ ওভার)
রেক্সফর্ড বেকুম ৬৪ (৫১)
আনিরু কনটেহ ২/২৮ (২ ওভার)
বাসিরু জেয় ১১ (১০)
মার্ক বাওয়া ৫/১৭ (৪ ওভার)
ঘানা ১০৯ রানে বিজয়ী
তাফাওয়া বালেওয়া স্কয়ার ক্রিকেট ওভাল, লেগোস
আম্পায়ার: ডেভিড ওধিয়াম্বু (Ken) এবং কেহিন্দে ওলানবিয়োনু (Nga)
  • ঘানা টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
১৮ এপ্রিল ২০১৮
১৩:৫০
স্কোরকার্ড
নাইজেরিয়া 
১২০/৯ (২০)
 সিয়েরা লিওন
১১৪/৫ (২০)
ডেনিয়েল জিম ৩০ (২৯)
রিচার্ড টমি ২/৬ (২ ওভার)
এডওয়ার্ড গেগবা ৩৯ (৩০)
ওলুসি অলিম্পিও ১/৭ (১ ওভার)
নাইজেরিয়া ৬ রানে বিজয়ী
তাফাওয়া বালেওয়া স্কয়ার ক্রিকেট ওভাল, লেগোস
আম্পায়ার: এন্ড্রো লউ (Nam) এবং রবি আনগারা (Bot)
  • নাইজেরিয়া টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২০ এপ্রিল ২০১৮
০৯:৩০
স্কোরকার্ড
খেলা পরিত্যাক্ত
তাফাওয়া বালেওয়া স্কয়ার ক্রিকেট ওভাল, লেগোস
আম্পায়ার: কেহিন্দে ওলানবিয়োনু (Nga) এবং রবি আনগারা (Bot)
  • টস হয়নি
২০ এপ্রিল ২০১৮
১৩:৫০
স্কোরকার্ড
 গাম্বিয়া
৫৬ (১৪.৫ ওভার)
চিমেজি ওনুজুলিক ৯০ (৭০)
ইসমাইলা তানবা ১/১৬ (২ ওভার)
আন্দ্রে জারজু ২২ (২৮)
সিলভাস্টার ওকপে ৪/৭ (৪ ওভার)
নাইজেরিয়া ৮৮ রানে বিজয়ী
তাফাওয়া বালেওয়া স্কয়ার ক্রিকেট ওভাল, লেগোস
আম্পায়ার: ডেভিড ওধিয়াম্বু (Ken) এবং এন্ড্রো লউ (Nam)
  • নাইজেরিয়া টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২১ এপ্রিল ২০১৮
০৯:৩০
স্কোরকার্ড
গাম্বিয়া 
৮২/৮ (২০ ওভার)
 সিয়েরা লিওন
৮৩/২ (৯.৫ ওভার)
ইসমাইলা তানবা ১৮ (২০)
এডওয়ার্ড গেগবা ৩/১০ (৪ ওভার)
এডওয়ার্ড গেগবা ২৯* (২৮)
আবুবাকের কুইয়াতেহ ১/৬ (২ ওভার)
সিয়েরা লিওন ৮ উইকেটে বিজয়ী
তাফাওয়া বালেওয়া স্কয়ার ক্রিকেট ওভাল, লেগোস
আম্পায়ার: কেহিন্দে ওলানবিয়োনু (Nga) এবং এন্ড্রো লউ (Nam)
  • গাম্বিয়া টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
২১ এপ্রিল ২০১৮
১৩:৫০
স্কোরকার্ড
নাইজেরিয়া 
৭৩ (১৯.৩ ওভার)
 ঘানা
৭৪/৬ (১৩.৪ ওভার)
সিভেস্টার ওকপে ২৫ (৩৩)
কফি বাগাবেনা ৪/২২ (৩.৩ ওভার)
সামসন আইওয়াহ ২৬* (২৫)
মুহাম্মদ তাইয়ো ২/২৭ (৪ ওভার)
ঘানা ৬ উইকেটে বিজয়ী
তাফাওয়া বালেওয়া স্কয়ার ক্রিকেট ওভাল, লেগোস
আম্পায়ার: রবি আনগারা (Bot) এবং ডেভিড ওধিয়াম্বু (Ken)
  • ঘানা টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

পূর্বাঞ্চলীয় উপ অঞ্চল

দ্রুত তথ্য তারিখ, তত্ত্বাবধায়ক ...
২০১৮ আইসিসি টি২০ বিশ্বকাপ আফ্রিকা উপ-আঞ্চলিক বাছাইপর্ব
তারিখ৭ – ১৪ জুলাই ২০১৮
তত্ত্বাবধায়কআফ্রিকান ক্রিকেট অ্যাসোসিয়েশন
ক্রিকেটের ধরনটি২০
প্রতিযোগিতার ধরনডাবল রাউন্ড-রবিন
আয়োজক রুয়ান্ডা
বিজয়ী কেনিয়া
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১২
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়উগান্ডা রিয়াজত আলী শাহ
সর্বাধিক রান সংগ্রহকারীউগান্ডা দিনেশ নাকরানি (৩২০)
সর্বাধিক উইকেটধারীউগান্ডা ইরফান আফ্রিদি (১৩)
বন্ধ

পূর্বাঞ্চলীয় উপ-আঞ্চলিক গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হয় রুয়ান্ডাতে ২০১৮ সালের ৭ থেকে ১৪ জুলাই।[16][17]

অংশগ্রহণকারী দল সমূহ

পয়েন্ট টেবিল

আরও তথ্য দল, খে ...
দল খে হা ড্র ফহ এনআরআর অবস্থা
 কেনিয়া (Q)১০+২.৯২৪আঞ্চলিক ফাইনালে অগ্রসর।
 উগান্ডা (Q)+২.৭২৫
 তানজানিয়া–০.৪২৯
 রুয়ান্ডা (H)–৪.৮৮৭
বন্ধ

(H) আয়োজক, (Q) পরবর্তী পর্যায়ের জন্য উন্নীত

খেলার সূচী

৭ জুলাই ২০১৮
০৯:৩০
স্কোরকার্ড
উগান্ডা 
২৪০/৩ (২০ ওভার)
 কেনিয়া
২৪১/৬ (১৯.৩ ওভার)
দিনেশ নাকরানি ৮৮* (৪২)
পুষ্পক কেরাই ১/৩০ (৩ ওভার)
ধীরেন গন্ডারিয়া ৯০ (৪৬)
দিনেশ নাকরানি ২/৫৭ (৪ ওভার)
কেনিয়া ৪ উইকেটে বিজয়ী।
গাহাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, গাহাঙ্গা
আম্পায়ার: শাওন জর্জ (দক্ষিণ আফ্রিকা) এবং এন্ড্রো লউ (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ধীরেন গন্ডারিয়া (কেনিয়া)
  • কেনিয়া টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
৭ জুলাই ২০১৮
১৩:৫০
স্কোরকার্ড
তানজানিয়া 
১৯৭/৭ (২০ ওভার)
 রুয়ান্ডা
১২১ (১৬.১ ওভার)
অভিক পাটোয়া ৫৬ (২৫)
এরিক দোসাবেমুঙ্গু ২/২৮ (৪ ওভার)
এরিক নিয়োমুগাবো ৪৩ (২১)
সেলুম আলী ২/১২ (৩ ওভার)
তানজানিয়া ৭৬ রানে বিজয়ী
গাহাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, গাহাঙ্গা
আম্পায়ার: আইজ্যাক ওইয়েকো (কেনিয়া) এবং ক্লাউডি থরবার্ন (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: অভিক পাটোয়া (তানজানিয়া)
  • তানজানিয়া টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৮ জুলাই ২০১৮
৯:৩০
স্কোরকার্ড
উগান্ডা 
181/4 (20 overs)
 তানজানিয়া
১১৭/৭ (২০ ওভার)
রনক পাটেল ৬৬* (৪৫)
হার্স রামাইয়া ২/২২ (৪ ওভার)
মুহাম্মদ জাফর খান ৩৩ (৩১)
ইরফান আফ্রিদি ৩/৯ (৪ ওভার)
উগান্ডা ৬৪ রানে বিজয়ী
গাহাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, গাহাঙ্গা
আম্পায়ার: এন্ড্রো লউ (নামিবিয়া) এবং আইজ্যাক ওইয়েকো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইরফান আফ্রিদি (উগান্ডা)
  • উগান্ডা টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৮ জুলাই ২০১৮
১৩:৫০
স্কোরকার্ড
কেনিয়া 
২৭০/৬ (২০ ওভার)
 রুয়ান্ডা
১৪৭/৮ (২০ ওভার)
আলেক্স উবান্ডা ৬৩ (২২)
ক্লিনটন রুবুবাগুমিয়া ২/৩৫ (৩ ওভার)
এরিক নিয়োমুগাবু ৪৩ (২৪)
শেম গোছে ৪/২৩ (৪ ওভার)
কেনিয়া ১২৩ রানে বিজয়ী
গাহাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, গাহাঙ্গা
আম্পায়ার: শাওন জর্জ (দক্ষিণ আফ্রিকা) এবং ক্লাউডি থরবার্ন (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: কলিন্স উবুইয়া (কেনিয়া)
  • কেনিয়া টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

১০ জুলাই ২০১৮
৯:৩০
স্কোরকার্ড
তানজানিয়া 
১১৮ (১৯.৪ ওভার)
 কেনিয়া
১১৯/৩ (৮.৩ ওভার)
জতিন চান্দুভাই ৫২ (৩৮)
শেম গোছে ৩/২৩ (৪ ওভার)
রাকিপ পাটেল ৭২ (২৭)
রিযিকি কিসেটু ২/২৫ (৩ ওভার)
কেনিয়া ৭ উইকেটে বিজয়ী
গাহাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, গাহাঙ্গা
আম্পায়ার: এন্ড্রো লউ (নামিবিয়া) এবং ক্লাউডি থরবার্ন (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: রাকেপ পাটেল (কেনিয়া)
  • তানজানিয়া টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
১০ জুলাই ২০১৮
১৩:৫০
স্কোরকার্ড
উগান্ডা 
২০৪/৪ (২০ ওভার)
 রুয়ান্ডা
৩৪ (৮.৫ ওভার)
দিনেশ নাকরানি ৭৪ (৪৪)
ইভান মিতারি ২/৪৫ (৪ ওভার)
এরিক নিয়োমুগাবু ১৩ (৭)
ইরফান আফ্রিদি ৫/১২ (৪ ওভার)
উগান্ডা ১৭০ রানে বিজয়ী
গাহাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, গাহাঙ্গা
আম্পায়ার: শাওন জর্জ (দক্ষিণ আফ্রিকা) এবং আইজ্যাক ওইয়েকো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইরফান আফ্রিদি (উগান্ডা)
  • রুয়ান্ডা টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

১১ জুলাই ২০১৮
০৯:৩০
স্কোরকার্ড
উগান্ডা 
১৫৫/৮ (২০ ওভার)
 তানজানিয়া
১৫৮/৪ (১৯.১ ওভার)
রজার মুকাসা ৩৮ (৩৯)
কাসিম মুসা ৩/১৫ (২ ওভার)
অভিক পাটোয়া ৪৭ (৩৬)
রিয়াজত আলী শাহ ২/২০ (৪ ওভার)
তানজানিয়া ৬ উইকেটে বিজয়ী
গাহাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, গাহাঙ্গা
আম্পায়ার: শাওন জর্জ (দক্ষিণ আফ্রিকা) এবং ওয়াইনান্দ লউ (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: জাময়োনি জাবুনেকে (তানজানিয়া)
  • উগান্ডা টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • কাসিন মুসা (তানজানিয়া) হ্যাট্রিক করে।[18]
১১ জুলাই ২০১৮
১৩:৫০
স্কোরকার্ড
রুয়ান্ডা 
১২৫ (১৯.৩ ওভার)
 কেনিয়া
১২৯/৫ (১৬.১ ওভার)
বশির সঙ্গা ৪৩ (৩১)
পুষ্পক কেরাই ৪/২৫ (৪ ওভার)
কলিন্স ওভুইয়া ৪৪* (৩৫)
ইভান মিতারী ২/৩০ (৩ ওভার)
কেনিয়া ৫ উইকেটে বিজয়ী
গাহাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, গাহাঙ্গা
আম্পায়ার: আইজ্যাক ওইয়েকো (কেনিয়া) এবং ক্লাউডি থরবার্ন (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: পুষ্পক কেরাই (কেনিয়া)
  • রুয়ান্ডা টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

১৩ জুলাই ২০১৮
৯:৩০
স্কোরকার্ড
কেনিয়া 
214/2 (20 overs)
 তানজানিয়া
১৫৮/৮ (২০ ওভার)
আলেক্স ওবান্ডা ১০৮ (৬১)
জিতিন সিং ১/১৯ (২ ওভার)
সালুম আলী ৪৮ (২৬)
নেহেমিয়া ওধিয়াম্বু ২/২৮ (৪ ওভার)
কেনিয়া ৫৬ রানে বিজয়ী
গাহাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, গাহাঙ্গা
আম্পায়ার: শাওন জর্জ (দক্ষিণ আফ্রিকা) এবং ক্লাউডি থরবার্ন (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: আলেক্স ওবান্ডা (কেনিয়া)
  • কেনিয়া টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
১৩ জুলাই ২০১৮
১৩:৫০
স্কোরকার্ড
উগান্ডা 
২০১/৭ (২০ ওভার)
 রুয়ান্ডা
১০৭/৯ (২০ ওভার)
রিয়াজত আলী শাহ ৯৬* (৪২)
এরিক নিয়োমুগাবু ২/৩৯ (৪ ওভার)
এরিক নিয়োমুগাবু ২২ (২৪)
ইরফান আফ্রিদি ৩/২২ (৪ ওভার)
উগান্ডা ৯৪ রানে বিজয়ী
গাহাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, গাহাঙ্গা
আম্পায়ার: এন্ড্রো লউ (নামিবিয়া) এবং আইজ্যাক ওইয়েকো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: রিয়াজত আলী শাহ (উগান্ডা)
  • উগান্ডা টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

১৪ জুলাই ২০১৮
৯:৩০
স্কোরকার্ড
তানজানিয়া 
১৯৬/৭ (২০ ওভার)
 রুয়ান্ডা
১১৬ (১৯.২ ওভার)
জতিন চান্দুভাই ৭৯ (৪৯)
এরিক দাসাবেমুঙ্গু ২/২৮ (৪ ওভার)
এরিক নিয়োমুগাবু ২৬ (২২)
আরিয়া প্রেমজি ৩/১৪ (৪ ওভার)
তানজানিয়া ৮০ রানে বিজয়ী
গাহাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, গাহাঙ্গা
আম্পায়ার: শাওন জর্জ (দক্ষিণ আফ্রিকা) এবং আইজ্যাক ওইয়েকো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: জতিন চান্দুভাই (তানজানিয়া)
  • তানজানিয়া টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
১৪ জুলাই ২০১৮
১৩:৫০
স্কোরকার্ড
কেনিয়া 
১৮৮/৫ (২০ ওভার)
 উগান্ডা
১৮৯/৩ (১৮.৫ ওভার)
কলিন্স ওবুইয়া ৬৭ (৪৮)
বিলাল হাসান ২/৩৪ (৪ ওভার)
দিনেশ নাকরানি ১০২* (৫০)
শেম গোছে ১/১৩ (৩ ওভার)
উগান্ডা ৭ উইকেটে বিজয়ী
গাহাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, গাহাঙ্গা
আম্পায়ার: এন্ড্রো লউ (নামিবিয়া) এবং ক্লাউডি থরবার্ন (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: দিনেশ নাকরানি (উগান্ডা)
  • উগান্ডা টসে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

দক্ষিণাঞ্চলীয় উপ অঞ্চল

দ্রুত তথ্য তারিখ, তত্ত্বাবধায়ক ...
২০১৮ আইসিসি টি২০ বিশ্বকাপ আফ্রিকা উপ-আঞ্চলিক বাছাইপর্ব
তারিখ২৮ অক্টোবর – ৩ নভেম্বর ২০১৮
তত্ত্বাবধায়কআফ্রিকান ক্রিকেট অ্যাসোসিয়েশন
ক্রিকেটের ধরনটি২০
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন
আয়োজক বতসোয়ানা
বিজয়ী বতসোয়ানা
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা২১
সর্বাধিক রান সংগ্রহকারীনামিবিয়া লোহান লউরেন্স (২৪৩)
সর্বাধিক উইকেটধারীনামিবিয়া ঝিভাগো গ্রোয়েনওয়াল্ড (১৪)
মোজাম্বিক ফিলিপ কোসা (১৪)
বন্ধ

দক্ষিণাঞ্চলীয় উপ-আঞ্চলিক গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হয় বতসোয়ানাতে ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২০১৮ পর্যন্ত। [19] জাম্বিয়া, সাধারণত খেলার জন্য অন্তর্ভুক্তি করেছিল, কিন্তু পরে টুর্নামেন্ট সূচী প্রকাশিত হওয়ার পূর্বে তুলে নেয়।[20]

পয়েন্ট টেবিল

আরও তথ্য দল, খে ...
দল খে হা T ফহ এনআরআর অবস্থা
 বতসোয়ানা (H,Q)১২+২.৯৩৩আঞ্চলিক ফাইনালে উন্নীত।
 নামিবিয়া (Q)১০+৫.০৪৫
 সেন্ট হেলেনা–০.৩০২
 মোজাম্বিক–১.১০২
 মালাউই–০.৩৯৪
 লেসোথো–২.৮৩৯
 ইসোয়াতিনি–৩.৬০৩
বন্ধ

(H) আয়োজক, (Q) পরবর্তী পর্যায়ের জন্য যোগ্য

খেলার সূচী

২৮ অক্টোবর ২০১৮
০৯:৩০
(স্কোরকার্ড)
বতসোয়ানা 
১৭১/৩ (২০ ওভার)
 মোজাম্বিক
৪৮ (১৪.১ ওভার)
কারাবো মটলাঙ্কা ৬২* (৪৬)
দামিয়াউ কওয়ানান ২/২৮ (৪ ওভার)
কালীম শাহ ১৯ (৩৩)
মলকি মোকেটসি ২/৭ (৩ ওভার)
বতসোয়ানা ১২৩ রানে বিজয়ী
বতসোয়ানা ক্রিকেট এসোসিয়েশন ওভাল ১, গ্যাবোরন
আম্পায়ার: রকি ডি মেলো (কেনিয়া) এবং ক্লাউডি থরবার্ন (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: কারাবো মটলাঙ্কা (বতসোয়ানা)
  • বতসোয়ানা টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
২৮ অক্টোবর ২০১৮
০৯:৩০
(স্কোরকার্ড)
ইসোয়াতিনি 
৭২/৬ (২০ ওভার)
 নামিবিয়া
৭৪/০ (৫.২ ওভার)
সোহাইল আখতার ২৫ (৩৮)
ঝিভাগো গ্রোয়েনেওয়াল্ড ৫/১ (৪ ওভার)
নামিবিয়া ১০ উইকেটে বিজয়ী
বতসোয়ানা ক্রিকেট এসোসিয়েশন ওভাল ২, গ্যাবোরন
আম্পায়ার: রবি আনগারা (বতসোয়ানা) এবং প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ঝিভাগো গ্রোয়েনেওয়াল্ড (নামিবিয়া)
  • নামিবিয়া টসে জয় লাভ করে এবং ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
২৮ অক্টোবর ২০১৮
১৩:৫০
(স্কোরকার্ড)
মালাউই 
৮৫/৯ (২০ ওভার)
 নামিবিয়া
৯১/২ (১২.১ ওভার)
মোহাম্মদ আব্দুল্লা ২৩* (২৫)
ঝিভাগো গ্রোয়েনেওয়াল্ড ৩/৬ (৪ ওভার)
জান ফ্রাইলিঙ্ক ৬০* (২৯)
মোয়াজ্জম বেগ ২/১২ (২ ওভার)
নামিবিয়া ৮ উইকেটে বিজয়ী
বতসোয়ানা ক্রিকেট এসোসিয়েশন ওভাল ১, গ্যাবোরন
আম্পায়ার: রবি আনগারা (বতসোয়ানা) এবং রকি ডি মেলো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: জান ফ্রাইলিঙ্ক (নামিবিয়া)
  • মালাউই টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
২৮ অক্টোবর ২০১৮
১৩:৫০
(স্কোরকার্ড)
সেন্ট হেলেনা 
১৮২/৫ (২০ ওভার)
 ইসোয়াতিনি
৯০/৮ (২০ ওভার)
এন্ড্রো ইয়ন ৮১ (৪৮)
সোহাইল আখতার ১/১০ (৪ ওভার)
জুনাইন হান্সরড ২৭ (৩৪)
স্কট ক্রোই ২/৮ (৩ ওভার)
সেন্ট হেলেনা ৯২ রানে বিজয়ী
বতসোয়ানা ক্রিকেট এসোসিয়েশন ওভাল 2, গ্যাবোরন
আম্পায়ার: জাস্টিন মুজুঙ্গু (বতসোয়ানা) এবং ক্লাউডি থরবার্ন (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: এন্ড্রো ইয়ন (সেন্ট হেলেনা)
  • সেন্ট হেলেনা টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৯ অক্টোবর ২০১৮
০৯:৩০
(স্কোরকার্ড)
ইসোয়াতিনি 
১০৫/৭ (২০ ওভার)
 লেসোথো
১০৯/২ (১২.৫ ওভার)
জুনাইদ হান্সরড ৩১ (৩৭)
সরফরাজ পাটেল ৩/২১ (৪ ওভার)
সরফরাজ পাটেল ৩৪* (৩৩)
হারিছ রশিদ ২/৩০ (৩.৫ ওভার)
লেসোথো ৮ উইকেটে বিজয়ী
বতসোয়ানা ক্রিকেট এসোসিয়েশন ওভাল 1, গ্যাবোরন
আম্পায়ার: জাস্টিন মুজুঙ্গু (বতসোয়ানা) এবং ক্লাউডি থরবার্ন (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: সরফরাজ পাটেল (লেসোথো)
  • লেসোথো টসে জয় লাভ করে এবং ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
২৯ অক্টোবর ২০১৮
০৯:৩০
(স্কোরকার্ড)
সেন্ট হেলেনা 
১৩৬/৫ (২০ ওভার)
 মালাউই
১৩০/৫ (২০ ওভার)
এন্ড্রো ইয়ন ৫৪ (৫৩)
গারশোম তামবালিকা ৩/১৪ (২ ওভার)
ডনেক্স কানসনখো ৪১ (৫১)
স্কট ক্রোই ২/১৪ (৪ ওভার)
সেন্ট হেলেনা ৬ রানে বিজয়ী
বতসোয়ানা ক্রিকেট এসোসিয়েশন ওভাল 2, গ্যাবোরন
আম্পায়ার: রবি আনগারা (বতসোয়ানা) এবং প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্কট ক্রোই (সেন্ট হেলেনা)
  • সেন্ট হেলেনা টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
২৯ অক্টোবর ২০১৮
১৩:৫০
(স্কোরকার্ড)
সেন্ট হেলেনা 
১৯৬/৫ (২০ ওভার)
 লেসোথো
১২৩ (১৭.২ ওভার)
স্কট ক্রোই ৬৩* (৩১)
রিয়াজ সুলেমান ২/৩১ (৪ ওভার)
মাজ খান ৫১ (২৭)
ফিলিপ স্ট্রোড ৩/১০ (২.২ ওভার)
সেন্ট হেলেনা ৭৩ রানে বিজয়ী
বতসোয়ানা ক্রিকেট এসোসিয়েশন ওভাল 1, গ্যাবোরন
আম্পায়ার: রবি আনগারা (বতসোয়ানা) এবং জাস্টিন মুজুঙ্গু (বতসোয়ানা)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্কোট ক্রোই (সেন্ট হেলেনা)
  • সেন্ট হেলেনা টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
২৯ অক্টোবর ২০১৮
১৩:৫০
(স্কোরকার্ড)
নামিবিয়া 
২২৯/৬ (২০ ওভার)
 মোজাম্বিক
১০৪ (১৮.৪ ওভার)
লোহান লোরেন্স ১০০ (৪৯)
ফিলিপ কোসা ২/৩০ (৩ ওভার)
দামিয়াও কোয়ানা ২৮ (৩৬)
তাঙ্গেনি লুঙ্গামেনি ৫/১৬ (৪ ওভার)
নামিবিয়া ১২৫ রানে বিজয়ী
বতসোয়ানা ক্রিকেট এসোসিয়েশন ওভাল ২, গ্যাবোরন
আম্পায়ার: রকি ডি মেলো (কেনিয়া) এবং প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: লোহান লোরেন্স (নামিবিয়া)

৩০ অক্টোবর ২০১৮
০৯:৩০
(স্কোরকার্ড)
বতসোয়ানা 
১৪৪/৫ (২০ ওভার)
 সেন্ট হেলেনা
৬৩ (১৮.২ ওভার)
কারাবো মটলঙ্কা ৫০* (৪৬)
রেয়ান বেলগ্রোভ ২/৪৮ (৪ ওভার)
স্কট ক্রোই ১৩ (২৯)
মলকি মুকেটসি ৩/৫ (২.২ ওভার)
বতসোয়ানা ৮১ রানে বিজয়ী
বতসোয়ানা ক্রিকেট এসোসিয়েশন ওভাল ১, গ্যাবোরন
আম্পায়ার: রকি ডি মেলো (কেনিয়া) এবং ক্লাউডি থরবার্ন (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: আদিত্য রাঙ্গাস্বামী (বতসোয়ানা)
  • বতসোয়ানা টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৩০ অক্টোবর ২০১৮
০৯:৩০
(স্কোরকার্ড)
ইসোয়াতিনি 
৯৯ (২০ ওভার)
 মালাউই
১০৪/২ (১১.৪ ওভার)
সোহাইল আখতার ২১ (১৮)
মুহাম্মদ আব্দুল্লা ৬/১২ (৪ ওভার)
মুহাম্মদ কুর্‌রাম ৩৫* (২৭)
হারিস রশিদ ১/১০ (২ ওভার)
মালাউই ৮ উইকেটে বিজয়ী
বতসোয়ানা ক্রিকেট এসোসিয়েশন ওভাল ২, গ্যাবোরন
আম্পায়ার: রবি আনগারা (বতসোয়ানা) এবং জাস্টিন মুজুঙ্গু (বতসোয়ানা)
ম্যাচ সেরা খেলোয়াড়: মুহাম্মদ আব্দুল্লা (মালাউই)
  • ইসোয়াতিনি টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৩০ অক্টোবর ২০১৮
১৩:৫০
(স্কোরকার্ড)
মোজাম্বিক 
১৮৩/৮ (২০ ওভার)
 লেসোথো
১১৭/৭ (২০ ওভার)
ফিলিপ কোসা ৫৯ (২৯)
থিমখুলু লেপোরোপোরো ৫/২৪ (৪ ওভার)
সামীর পাটেল ৩৬ (২৮)
ফিলিপ কোসা ৩/১১ (৪ ওভার)
মোজাম্বিক ৬৬ রানে বিজয়ী
বতসোয়ানা ক্রিকেট এসোসিয়েশন ওভাল 1, গ্যাবোরন
আম্পায়ার: জাস্টিন মুজুঙ্গু (বতসোয়ানা) এবং ক্লাউডি থরবার্ন (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফিলিপ কোসা (মোজাম্বিক)
  • মোজাম্বিক টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৩০ অক্টোবর ২০১৮
১৩:৫০
(স্কোরকার্ড)
বতসোয়ানা 
১৫৮/৫ (২০ ওভার)
 মালাউই
১৪৩/৭ (২০ ওভার)
ভিনু বালাকৃষ্ণান ৪৬ (৩০)
হামজা পাটেল ১/৯ (১ ওভার)
সামি সোহেল ৫৬ (৪৯)
আদিত্য রাঙ্গাস্বামী ২/২০ (৪ ওভার)
বতসোয়ানা ১৫ রানে বিজয়ী
বতসোয়ানা ক্রিকেট এসোসিয়েশন ওভাল 2, গ্যাবোরন
আম্পায়ার: রকি ডি মেলো (কেনিয়া) এবং প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: সামি সোহেল (মালাউই)
  • বতসোয়ানা টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

১ নভেম্বর ২০১৮
০৯:৩০
(স্কোরকার্ড)
মালাউই 
১০৪/৬ (২০ ওভার)
 মোজাম্বিক
১০৮/৫ (১৬ ওভার)
সামি সোহেল ৪২* (৪৮)
ফিলিপ কোসা ৩/৭ (৪ ওভার)
ইমরান ইসমাইল ৩১ (১৫)
সামি সোহেল ২/১১ (৪ ওভার)
মোজাম্বিক ৫ উইকেটে বিজয়ী
বতসোয়ানা ক্রিকেট এসোসিয়েশন ওভাল 1, গ্যাবোরন
আম্পায়ার: রকি ডি মেলো (কেনিয়া) এবং জাস্টিন মুজুঙ্গু (বতসোয়ানা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফিলিপ কোসা (মোজাম্বিক)
  • মালাউই টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
১ নভেম্বর ২০১৮
০৯:৩০
(স্কোরকার্ড)
নামিবিয়া 
২১৪/৪ (২০ ওভার)
 লেসোথো
৩৫ (১৪ ওভার)
লোহান লোরেন্স ৮৪ (৪৮)
টিসেপিসো চাওয়ানা ২/৩৭ (৪ ওভার)
সামীর পাটেল ১৩ (২০)
ঝিভাগো গ্রোয়েনেওয়াল্ড ৩/৬ (৪ ওভার)
নামিবিয়া ১৭৯ রানে বিজয়ী
বতসোয়ানা ক্রিকেট এসোসিয়েশন ওভাল 2, গ্যাবোরন
আম্পায়ার: রবি আনগারা (বতসোয়ানা) এবং প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: লোহান লোরেন্স (নামিবিয়া)
  • নামিবিয়া টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
১ নভেম্বর ২০১৮
১৩:৫০
(স্কোরকার্ড)
ইসোয়াতিনি 
৮৯/৬ (২০ ওভার)
 বতসোয়ানা
৯১/১ (১১.২ ওভার)
শেহজাদ পাটেল ১৯(২৩)
ধ্রুব মাইসুরিয়া ২/১৭ (৩ ওভার)
কারাবো মতলঙ্কা ৪১* (৩৪)
ইমরান পাটেল ১/১২ (২ ওভার)
বতসোয়ানা ৯ উইকেটে বিজয়ী
বতসোয়ানা ক্রিকেট এসোসিয়েশন ওভাল 1, গ্যাবোরন
আম্পায়ার: প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা) এবং ক্লাউডি থরবার্ন (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: শেপো পাসোয়ানা (বতসোয়ানা)
  • ইসোয়াতিনি টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
১ নভেম্বর ২০১৮
১৩:৫০
(স্কোরকার্ড)
মালাউই 
১২৮/৮ (২০ ওভার)
 লেসোথো
১২৪ (২০ ওভার)
সামি সোহেল ৩৯ (৪০)
সরফরাজ পাটেল ২/১৫ (৩ ওভার)
চাকোল লালি ৫৮ (৫২)
মাহাম্মেদ পাটেল ৩/৫ (৪ ওভার)
মালাউই ৪ রানে বিজয়ী
বতসোয়ানা ক্রিকেট এসোসিয়েশন ওভাল 2, গ্যাবোরন
আম্পায়ার: রকি ডি মেলো (কেনিয়া) এবং জাস্টিন মুজুঙ্গু (বতসোয়ানা)
ম্যাচ সেরা খেলোয়াড়: চাকোল লালি (লেসোথো)
  • মালাউই টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২ নভেম্বর ২০১৮
০৯:৩০
(স্কোরকার্ড)
সেন্ট হেলেনা 
১২৩/৪ (২০ ওভার)
 মোজাম্বিক
১২৬/৩ (১৫.১ ওভার)
জরডি হেনরি ২৩ (২৯)
ফিলিপ কোসা ৩/১১ (৪ ওভার)
দামিয়াও চৌয়ানা ৫২ (৩৭)
জরডি হেনরি ১/২৭ (২ ওভার)
মোজাম্বিক ৭ উইকেটে বিজয়ী
বতসোয়ানা ক্রিকেট এসোসিয়েশন ওভাল 1, গ্যাবোরন
আম্পায়ার: রবি আনগারা (বতসোয়ানা) এবং জাস্টিন মুজুঙ্গু (বতসোয়ানা)
ম্যাচ সেরা খেলোয়াড়: দামিয়ো চৌয়ানা (মোজাম্বিক)
  • সেন্ট হেলেনা টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
২ নভেম্বর ২০১৮
০৯:৩০
(স্কোরকার্ড)
লেসোথো 
৯৯/৯ (২০ ওভার)
 বতসোয়ানা
১০০/৪ (১২.৪ ওভার)
সরফরাজ পাটেল ৪৬ (৬৭)
আদিত্য রাঙ্গাস্বামী ২/৭ (৪ ওভার)
ইনজিমামুল মাষ্টার ৩৪* (২৭)
সরফরাজ পাটেল ২/২৭ (৪ ওভার)
বতসোয়ানা ৬ উইকেটে বিজয়ী
বতসোয়ানা ক্রিকেট এসোসিয়েশন ওভাল 2, গ্যাবোরন
আম্পায়ার: বনগানি জেলে (দক্ষিণ আফ্রিকা) এবং ক্লাউডি থরবার্ন (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: আদিত্য রাঙ্গাস্বামী (বতসোয়ানা)
  • লেসোথো টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
২ নভেম্বর ২০১৮
১৩:৫০
(স্কোরকার্ড)
মোজাম্বিক 
১৪৫ (১৮.১ ওভার)
 ইসোয়াতিনি
১৪৯/২ (১৮.৫ ওভার)
দামিয়াউ চৌয়ানা ৬৩ (৩৯)
হারিস রাশিদ ৪/২৩ (৪ ওভার)
শেহজাদ পাটেল ৭৮ (৫৪)
ফিলিপ কোসা ২/১১ (৪ ওভার)
ইসোয়াতিনি ৮ উইকেটে বিজয়ী
বতসোয়ানা ক্রিকেট এসোসিয়েশন ওভাল ১, গ্যাবোরন
আম্পায়ার: প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা) এবং ক্লাউডি থরবার্ন (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: শেহজাদ পাটেল (ইসোয়াতিনি)
  • মোজাম্বিক টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
২ নভেম্বর ২০১৮
১৩:৫০
(স্কোরকার্ড)
নামিবিয়া 
১৮০/৮ (২০ ওভার)
 সেন্ট হেলেনা
৯০ (১৭.৫ ওভার)
ঝিভাগো গ্রোয়েনেওয়াল্ড ৫০* (৩০)
এন্ড্রো ইয়ন ৪/২৭ (৪ ওভার)
এন্ড্রো ইয়ন ২৮ (১৮)
ক্রিস্টোফার কোম্বে ৪/২৪ (৩.৫ ওভার)
নামিবিয়া ৯০ রানে বিজয়ী
বতসোয়ানা ক্রিকেট এসোসিয়েশন ওভাল ২, গ্যাবোরন
আম্পায়ার: রবি আনগারা (বতসোয়ানা) এবং রকি ডি মেলো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ঝিভাগো গ্রোয়েনেওয়াল্ড (নামিবিয়া)
  • নামিবিয়া টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩ নভেম্বর ২০১৮
১০:৩০
(স্কোরকার্ড)
নামিবিয়া 
১১৬/৯ (২০ ওভার)
 বতসোয়ানা
১১৭/৭ (১৯ ওভার)
লোহান লরেন্স ৩৬ (২৭)
তাত্যিয়োন শোসে ৩/৩৩ (৪ ওভার)
রেজিনাল্ড নেহোন্ডে ৩০ (৩৬)
জান ফ্রাইলিঙ্ক ২/১১ (৪ ওভার)
বতসোয়ানা ৩ উইকেটে বিজয়ী
বতসোয়ানা ক্রিকেট এসোসিয়েশন ওভাল ১, গ্যাবোরন
আম্পায়ার: রকি ডি মেলো (কেনিয়া) এবং প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: জেমস মোসেস (বতসোয়ানা)
  • নামিবিয়া টসে জয় লাভ করে এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

আঞ্চলিক ফাইনাল

দ্রুত তথ্য তারিখ, তত্ত্বাবধায়ক ...
২০১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ আঞ্চলিক ফাইনাল
তারিখ২০ – ২৪ মে ২০১৯
তত্ত্বাবধায়কআফ্রিকান ক্রিকেট অ্যাসোসিয়েশন
ক্রিকেটের ধরনটুয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন
আয়োজক উগান্ডা
বিজয়ী নামিবিয়া
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১৬
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়কেনিয়া রাকেপ প্যাটেল
সর্বাধিক রান সংগ্রহকারীউগান্ডা রিয়াজত আলী শাহ (১৪০)
সর্বাধিক উইকেটধারীনামিবিয়া ক্রিস্টি ভিলজোয়েন (৯)
বন্ধ

আফ্রিকা অঞ্চলের আঞ্চলিক ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় উগান্ডাতে ২০ থেকে ২৪ মে ২০১৯। [22][23] উক্ত ফাইনালের মাধ্যমে সেরা দুটি দল পৌছে যাবে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া ২০১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব প্রতিযোগিতায়।[24] মুলত ফাইনাল খেলাটি ১৯ মে অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত ছিল, কিন্তু পূর্বের খেলার সূচীর সবগুলো খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ার প্রতিযোগিতার রিজার্ভ দিনের মধ্যেই খেলাটি পুন:নির্ধারণ করা হয়। [25][26] ফাইনাল খেলা সূচীর শেষ পর্যায়ে গিয়ে কেনিয়া, নামিবিয়া এবং নাইজেরিয়া সকলেই সেরা দুইয়ে পৌছে ২০১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব প্রতিযোগিতায় খেলতে প্রতিদ্বন্ধিতা করছিল।[27] অতঃপর শেষের দিনের সবগুলো খেলা বৃষ্টিতে ভেসে যায়।[28] এবং নামিবিয়া এবং কেনিয়া উভয়েই আঞ্চলিক ফাইনালে যথাক্রমে ১ম ও ২য় স্থান অধিকার করে টি২০ বিশ্বকাপ বাছাইপর্বের দিকে অগ্রসর হয়ে যায়। [29]

আরও তথ্য যোগ্য দল সমূহ ...
যোগ্য দল সমূহ
উত্তর-পশ্চিমা উপ-অঞ্চল  ঘানা[6]
 নাইজেরিয়া[6]
পূর্বাঞ্চলীয় উপ-অঞ্চল  কেনিয়া[9]
 উগান্ডা[10]
দক্ষিণা উপ-অঞ্চল  বতসোয়ানা[12]
 নামিবিয়া[12]
বন্ধ

পয়েন্ট টেবিল

আরও তথ্য খে, জ ...
দল[30]
খে হা ড্র ফহ এনআরআর অবস্থা
 নামিবিয়া (Q)+৪.৫৪৭২০১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ বাছাইপর্বে অগ্রসর।
 কেনিয়া (Q)+১.৩৬৩
 নাইজেরিয়া+০.৩৯৪
 উগান্ডা (H)+০.৫৮৭
 বতসোয়ানা–৩.০২৮
 ঘানা–২.৩৬১
বন্ধ

(H) আয়োজক, (Q) যোগ্যতা অর্জন করেছে

খেলার সূচী

২০ মে ২০১৯
০৯:৩০
(স্কোরকার্ড)
নাইজেরিয়া 
১০৫/৫ (১৫ ওভার)
 কেনিয়া
১০৬/২ (১২.২ ওভার)
লেকে ওয়েদে ২৭* (২৭)
শেম এগোচি ২/৬ (৩ ওভার)
ধীরেন গন্ডারিয়া ৪৭* (৩১)
লেকে ওয়েদে ১/১৫ (৩ ওভার)
কেনিয়া ৮ উইকেটে জয়ী
কিয়ামবোগো ক্রিকেট ওভাল, কাম্পালা
আম্পায়ার: এন্ড্রো লউ (নামিবিয়া) এবং ল্যাংটন রুসারি (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: শেম এগোচি (কেনিয়া)
  • কেনিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে খেলা ১৫ ওভারে কমিয়ে আনা হয়।
  • পুষ্পক কেরাই, ইউজেন ওছিয়েং (কেনিয়া), অ্যাবিডুন অ্যাবিওয়ে, রাশেদ আবুলারিং, ভিনসেন্ট অ্যাডোওয়ে, আবিলা আইনাইক, আইজ্যাক ডানলাডি, অ্যাডেমোলা ওনিকোয়ী, আইজাক ওকেপে, সিলভেস্টার ওকপে, চিমেজি ওনোজুলিক, লেকে ওয়েদে এবং ওবাইস ইউসুফ (নাইজেরিয়া) সব তার টি২০আই অভিষেক হয়।

২০ মে ২০১৯
১৩:৫০
(স্কোরকার্ড)
ঘানা 
৯১/৭ (২০ ওভার)
 নামিবিয়া
৯২/১ (১০.৫ ওভার)
সিমন আতেক ২৬ (২২)
ঝিভাগো গ্রোয়েনেওয়াল্ড ৩/২০ (৪ ওভার)
নামিবিয়া ৯ উইকেটে জয়ী
কিয়ামবোগো ক্রিকেট ওভাল, কাম্পালা
আম্পায়ার: ইকনো চাবি (জিম্বাবুয়ে) এবং কেহিন্দে ওলানবিয়োনু (নাইজেরিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্টিফান বার্ড (নামিবিয়া)

২০ মে ২০১৯
১৩:৫০
(স্কোরকার্ড)
উগান্ডা 
১৪২/৭ (২০ ওভার)
 বতসোয়ানা
৯০ (১৮ ওভার)
আরনল্ড ওটোয়ানি ৪৪ (২৭)
কারাবো মডিসে ৩/১৮ (৩ ওভার)
ভিনু বালাকৃষ্ণান ২৬ (৩২)
ফ্রাঙ্ক সুবুগা ২/১৯ (৪ ওভার)
উগান্ডা ৫২ রানে বিজয়ী
লুগোগো স্টেডিয়াম, কাম্পালা
আম্পায়ার: ইমানুয়েল বেইরিংগিরো (রুয়ান্ডা) এবং ডেভিড অধিয়াম্বো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: আরনল্ড ওটোয়ানি (উগান্ডা)
  • বতসোয়ানা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • জাফানিয়া অ্যারিনাইটওয়ে, ইমানুয়েল ইসানিয়েজ, হামু কায়ন্ডো, দেউসাদিত মুহুমুজা, রজার মুকাসা, দিনেশ নকরানি, ফ্রাঙ্ক সুবুগা, আর্নল্ড ওতওয়ানী, রিয়াজত আলী শাহ, হেনরি সেনাইউন্ডো, চার্লস ওয়াইসা (উগান্ডা), ভিনু বালাকৃষ্ণান, ইনজিমামুল মাষ্টার, নাবিল মাস্টার, কারাবো মতলঙ্কা, মলকি মুকেটসি, জেমস মোজেস, Karabo Motlanka, Reginald Nehonde, Tharindu Perera, আদিত্য রাঙ্গাস্বামীThatayaone Tshose (বতসোয়ানা) সব তার টি২০আই অভিষেক হয়।

২১ মে ২০১৯
০৯:৩০
(স্কোরকার্ড)
নামিবিয়া 
১৬৭/৭ (২০ ওভার)
 উগান্ডা
১২৫/৮ (২০ ওভার)
কার্ল বার্কেনস্টক ৫৯ (২৮)
দিনেশ নাকরানি ২/২৯ (৪ ওভার)
নামিবিয়া ৪২ রানে বিজয়ী
কিয়ামবোগো ক্রিকেট ওভাল, কাম্পালা
আম্পায়ার: ডেভিড ওদিয়াম্বো (কেনিয়া) এবং ল্যাংটন রুসারি (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: কার্ল বরকেনস্টক (নামিবিয়া)
  • নামিবিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২১ মে ২০১৯
১৩:৫০
(স্কোরকার্ড)
কেনিয়া 
১৪১/৫ (২০ ওভার)
 ঘানা
৮৮ (১৭.৩ ওভার)
জেমস ভিফাহ ২৩ (২৬)
পুষ্পক কেরাই ৩/১৫ (৩ ওভার)
কেনিয়া ৫৩ রানে বিজয়ী
কিয়ামবোগো ক্রিকেট ওভাল, কাম্পালা
আম্পায়ার: এন্ড্রো লউ (নামিবিয়া) এবং কেহিন্দে ওলানবিয়োনু (নাইজেরিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: রাকেপ পাটেল (কেনিয়া)
  • ঘানা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • Godfred Bakiweyemজেমস ভিফাহ (ঘানা) উভয়ই তার টি২০আই অভিষেক হয়।

২১ মে ২০১৯
১৩:৫০
(স্কোরকার্ড)
নাইজেরিয়া 
১১৯ (১৯.৫ ওভার)
 বতসোয়ানা
১০৮/৭ (২০ ওভার)
আইজ্যাক ডানলাদি ৩৭ (৩৪)
আদিত্য রাঙ্গাস্বামী ৪/২১ (৩.৫ ওভার)
ভিনো বালাকৃষ্ণান ২৯* (৩০)
আইজ্যাক অকপে ২/১৭ (৪ ওভার)
নাইজেরিয়া ১১ রানে জয়ী
লুগোগো স্টেডিয়াম, কাম্পালা
আম্পায়ার: ইমানুয়েল বেইরিংগিরো (রুয়ান্ডা) এবং ইকনো চাবি (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: আইজ্যাক ডানলাদি (নাইজেরিয়া)
  • নাইজেরিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ধ্রুব মাইসুরিয়া (বতসোয়ানা), চিমা আকাচুকু and মোহামেদ তাইউ (নাইজেরিয়া) উভয়ই তার টি২০আই অভিষেক হয়।

২২ মে ২০১৯
০৯:৩০
(স্কোরকার্ড)
নাইজেরিয়া 
১৩৫/৮ (২০ ওভার)
 ঘানা
১০৭/৮ (২০ ওভার)
কফি বাগাবেনা ২৩* (২৩)
ভিনসেন্ট অ্যাডোওয়ে ৪/১৮ (৪ ওভার)
নাইজেরিয়া ২৮ রানে বিজয়ী
কিয়ামবোগো ক্রিকেট ওভাল, কাম্পালা
আম্পায়ার: ডেভিড ওদিয়াম্বো (কেনিয়া) এবং কেহিন্দে ওলানবিয়োনু (নাইজেরিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ভিনসেন্ট অ্যাডোওয়ে (নাইজেরিয়া)
  • ঘানা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২২ মে ২০১৯
১৩:৫০
(স্কোরকার্ড)
বতসোয়ানা 
৪৬ (১২.১ ওভার)
 নামিবিয়া
৫০/০ (৩.৫ ওভার)
নামিবিয়া ১০ উইকেটে বিজয়ী
কিয়ামবোগো ক্রিকেট ওভাল, কাম্পালা
আম্পায়ার: ইমানুয়েল বেইরিংগিরো (রুয়ান্ডা) এবং ল্যাংটন রুসারি (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: ক্রিস্টি ভিলজোয়েন (নামিবিয়া)

২২ মে ২০১৯
১৩:৫০
(স্কোরকার্ড)
কেনিয়া 
১৪৫/৬ (২০ ওভার)
 উগান্ডা
১৪৪/৯ (২০ ওভার)
রাকেপ প্যাটেল ৫১* (২২)
চার্লস ওয়াইসা ৪/৩৮ (৪ ওভার)
কেনিয়া ১ রানে বিজয়ী
লুগোগো স্টেডিয়াম, কাম্পালা
আম্পায়ার: ইকনো চাবি (জিম্বাবুয়ে) এবং এন্ড্রো লউ (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: রাকেপ প্যাটেল (কেনিয়া)
  • কেনিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • রজার্স অলিপা (উগান্ডা) ও শচীন ভুদিয়া (কেনিয়া) উভয়ই তার টি২০আই অভিষেক হয়।

২৩ মে ২০১৯
০৯:৩০
(স্কোরকার্ড)
খেলা পরিত্যাক্ত
কিয়ামবোগো ক্রিকেট ওভাল, কাম্পালা
আম্পায়ার: কেহিন্দে ওলানবিয়োনু (নাইজেরিয়া) এবং ল্যাংটন রুসারি (জিম্বাবুয়ে)
  • টস হয়নি
  • বৃষ্টির কারণে কোন খেলা সম্ভব হয়নি।

২৩ মে ২০১৯
১৩:৫০
(স্কোরকার্ড)
ঘানা 
১১৩/৬ (২০ ওভার)
 উগান্ডা
১১৭/৩ (১৫.১ ওভার)
মাইকেল আবোয়াগি ২৪ (২৭)
হেনরি সেনিয়ন্দু ৩/১৪ (৪ ওভার)
রিয়াজত আলী শাহ ৫৩* (৩৬)
আইজ্যাক আবুয়াগি ১/২১ (৪ ওভার)
উগান্ডা ৭ উইকেটে বিজয়ী
কিয়ামবোগো ক্রিকেট ওভাল, কাম্পালা
আম্পায়ার: এন্ড্রো লউ (নামিবিয়া) এবং ডেভিড ওদিয়াম্বো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: রিয়াজত আলী শাহ (উগান্ডা)
  • ঘানা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ফ্রেড অচেলামব্রায়ান মাসাবা (উগান্ডা) উভয়ই তার টি২০আই অভিষেক হয়।

২৩ মে ২০১৯
১৩:৫০
(স্কোরকার্ড)
খেলা পরিত্যাক্ত
লুগোগো স্টেডিয়াম, কাম্পালা
আম্পায়ার: ইমানুয়েল বেইরিংগিরো (রুয়ান্ডা) ও ইকনো চাবি (জিম্বাবুয়ে)
  • টস হয়নি
  • বৃষ্টির কারণে কোন খেলা সম্ভব হয়নি।

২৪ মে ২০১৯
০৯:৩০
(স্কোরকার্ড)
খেলা পরিত্যাক্ত
কিয়ামবোগো ক্রিকেট ওভাল, কাম্পালা
আম্পায়ার: ইমানুয়েল বেইরিংগিরো (রুয়ান্ডা) ও ল্যাংটন রোসারি (জিম্বাবুয়ে)
  • টস হয়নি
  • বৃষ্টির কারণে কোন খেলা সম্ভব হয়নি।

২৪ মে ২০১৯
১৩:৫০
(স্কোরকার্ড)
খেলা পরিত্যাক্ত
কিয়ামবোগো ক্রিকেট ওভাল, কাম্পালা
আম্পায়ার: ইকনো চাবি (জিম্বাবুয়ে) ও কেহিন্দে ওলানবিয়োনু (নাইজেরিয়া)
  • টস হয়নি
  • বৃষ্টির কারণে কোন খেলা সম্ভব হয়নি।

২৪ মে ২০১৯
১৩:৫০
(স্কোরকার্ড)
খেলা পরিত্যাক্ত
লুগোগো স্টেডিয়াম, কাম্পালা
আম্পায়ার: এন্ড্রো লউ (নামিবিয়া) ও ডেভিড ওদিয়াম্বো (কেনিয়া)
  • টস হয়নি

টীকা

  1. জাম্বিয়া মুলত আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে খেলার জন্য নির্ধারিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে দলের অন্তর্ভুক্তি তুলে নেয়।
  2. সংযুক্ত আরব আমিরাত সাধারণত এশিয়া অঞ্চলের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে, কিন্তু পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবে বাছাই প্রতিযোগিতার মূল পর্বে অগ্রসর হয়ে যায় আয়োজক হিসাবে।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.