Loading AI tools
আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ বৈশ্বিক বাছাইপর্ব বি ছিল একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের জুলাই মাসে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হয়।[1][2] টুর্নামেন্টটি ২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের চূড়ান্ত ধাপ হিসেবে আয়োজিত হওয়া দুটি টুর্নামেন্টের একটি হিসেবে খেলা হয়।[3][4][5] ২০১৮ সালের এপ্রিল মাসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে সদস্য দলগুলোর মধ্যে অনুষ্ঠিত হওয়া সকল পুরুষ টোয়েন্টি২০ (টি২০) ম্যাচকে আন্তর্জাতিক মর্যাদা প্রদান করে। সে কারণে বৈশ্বিক বাছাইপর্বের সবগুলো ম্যাচ টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) হিসেবে খেলা হয়।[6]
তারিখ | ১১ জুলাই ২০২২ – ১৭ জুলাই ২০২২ |
---|---|
তত্ত্বাবধায়ক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | টোয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | গ্রুপ রাউন্ড-রবিন ও প্লেঅফ |
আয়োজক | জিম্বাবুয়ে |
বিজয়ী | জিম্বাবুয়ে (১ম শিরোপা) |
রানার-আপ | নেদারল্যান্ডস |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৮ |
খেলার সংখ্যা | ২০ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | সিকান্দার রাজা |
সর্বাধিক রান সংগ্রহকারী | স্টিভেন টেলর (২৩৩) |
সর্বাধিক উইকেটধারী | লোগান ফন বেক (১১) |
বৈশ্বিক বাছাইপর্ব বি টুর্নামেন্টে অংশগ্রহণ করে আটটি দল যারা আঞ্চলিক বাছাইপর্ব থেকে উত্তীর্ণ হয়েছিল, ২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ টুর্নামেন্টের প্রথম পর্ব থেকে বিদায় নিয়েছিল অথবা র্যাংকিং-এ এগিয়ে থাকার পরও এ পর্যায়ে উত্তীর্ণ হয়নি।[7][8] আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়, যেখানে প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়। বৈশ্বিক বাছাইপর্বের ফাইনালে উত্তীর্ণ হওয়া দুই দল অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত মূল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।[9]
টুর্নামেন্টের জন্য জিম্বাবুয়ে ভ্রমণের আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্সি ভিন্টহুকে নামিবিয়ার সঙ্গে একটি অনানুষ্ঠানিক ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণ করে।[10] ২০২২ সালের জুন মাসে আইসিসি টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে।[11]
টুর্নামেন্টের সেমিফাইনালে গ্রুপ এ থেকে উত্তীর্ণ হয় জিম্বাবুয়ে ও মার্কিন যুক্তরাষ্ট্র,[12] এবং গ্রুপ বি থেকে উত্তীর্ণ হয় নেদারল্যান্ডস ও পাপুয়া নিউ গিনি।[13][14] সেমিফাইনালে যথাক্রমে পাপুয়া নিউ গিনি ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয় জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস, যার ফলে উভয় দল ২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করে।[15] ফাইনাল ম্যাচে নেদারল্যান্ডসকে ৩৭ রানে পরাজিত করে জিম্বাবুয়ে।[16] প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।[17]
টুর্নামেন্টে নিম্নলিখিত দলসমূহ অংশগ্রহণ করে:[18]
উগান্ডা[19] | জার্সি[20] | জিম্বাবুয়ে[21] | নেদারল্যান্ডস[22] | পাপুয়া নিউগিনি[23] | মার্কিন যুক্তরাষ্ট্র[24] | সিঙ্গাপুর[25] | হংকং[26] |
---|---|---|---|---|---|---|---|
|
|
|
|
|
|
|
|
জার্সির বিপক্ষে খেলার সময় মার্কিন যুক্তরাষ্ট্রের আহসান আলি খান হাতে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান।[27] তাঁর বদলি হিসেবে শিব কুমারকে মার্কিন যুক্তরাষ্ট্র দলে যোগ করা হয়।[28] জিম্বাবুয়ের তেন্দাই চাতারাও জার্সির বিপক্ষে খেলার সময় চোট পান এবং টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলতে অসমর্থ হয়ে পড়েন, যে কারণে তাঁর পরিবর্তে টনি মুনিয়োংগাকে জিম্বাবুয়ে দলে যুক্ত করা হয়।[29]
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|---|
১ | জিম্বাবুয়ে (H) | ৩ | ৩ | ০ | ০ | ০ | ৬ | +৩.০০০ |
২ | মার্কিন যুক্তরাষ্ট্র | ৩ | ২ | ১ | ০ | ০ | ৪ | +১.৭৭৯ |
৩ | জার্সি | ৩ | ১ | ২ | ০ | ০ | ২ | −০.৪৮৪ |
৪ | সিঙ্গাপুর | ৩ | ০ | ৩ | ০ | ০ | ০ | −৪.২৬৭ |
প্লেঅফে উত্তীর্ণ
সান্ত্বনা প্লেঅফে উত্তীর্ণ
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
নিক গ্রিনউড ৪৪ (২২) আমজাদ মাহবুব ২/২৭ (৪ ওভার) |
মনপ্রীত সিং ৫৯ (৩৭) হ্যারিসন কারলায়ন ২/৫ (২ ওভার) |
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|---|
১ | নেদারল্যান্ডস | ৩ | ৩ | ০ | ০ | ০ | ৬ | +৩.৪৭৩ |
২ | পাপুয়া নিউগিনি | ৩ | ১ | ২ | ০ | ০ | ২ | −০.৪১৯ |
৩ | হংকং | ৩ | ১ | ২ | ০ | ০ | ২ | −০.৮৯৮ |
৪ | উগান্ডা | ৩ | ১ | ২ | ০ | ০ | ২ | −১.৯৯৬ |
প্লেঅফে উত্তীর্ণ
সান্ত্বনা প্লেঅফে উত্তীর্ণ
ব |
||
স্টেফান মাইবার্গ ৩৯ (২৪) সেমো কামেয়া ২/২৫ (৪ ওভার) |
ব |
||
কিঞ্চিৎ শাহ ৩৭ (৪৬) দিনেশ মগন নাকরানি ৪/১২ (৪ ওভার) |
ব |
||
ম্যাক্স ও'ডাউড ৪৫ (২৭) এহসান খান ২/১৮ (৩.২ ওভার) |
ব |
||
সাইমন সেসাজি ৭৮ (৪৮) চার্লস আমিনি ২/২০ (৩ ওভার) |
ব |
||
রিয়াজত আলি শাহ ১৯ (২৬) ফ্রেড ক্লাসেন ৫/১৯ (৪ ওভার) |
ব |
||
টনি উরা ৮৩ (৩৩) এহসান খান ৩/১৯ (৪ ওভার) |
বাবর হায়াত ৮৬ (৪৫) কাবুয়া ভাগি মোরেয়া ৩/৩৪ (৪ ওভার) |
৫ম স্থান সেমিফাইনাল | ৫ম স্থান নির্ধারণী | |||||||
বি৪ | উগান্ডা | ১১০ (২০) | ||||||
এ৩ | জার্সি | ১০৫/৯ (২০) | ||||||
বি৪ | উগান্ডা | ১০২/৭ (২০) | ||||||
বি৩ | হংকং | ৯৮/৮ (২০) | ||||||
এ৪ | সিঙ্গাপুর | ১৪৬ (২০) | ||||||
বি৩ | হংকং | ১৪৭/৩ (১৮.৫) | ৭ম স্থান নির্ধারণী | |||||
এ৪ | সিঙ্গাপুর | ১৪০/৭ (২০) | ||||||
এ৩ | জার্সি | ১৪১/৪ (১৫.৪) |
ব |
||
সাইমন সেসাজি ৩০ (২৫) বেনজামিন ওয়ার্ড ৩/১৬ (৪ ওভার) |
নিক গ্রিনউড ২৭ (২৪) জুমা মিয়াগি ২/১৭ (৪ ওভার) |
ব |
||
নবীন পরম ৩৩ (২৪) ইয়াসিম মুর্তজা ৩/১৯ (৪ ওভার) |
নিজাকত খান ৮১ (৫৫) অক্ষয় পুরি ১/২১ (৪ ওভার) |
ব |
||
মনপ্রীত সিং ৪৭ (৩৭) বেনজামিন ওয়ার্ড ২/১৭ (৪ ওভার) |
নিক গ্রিনউড ৪৮ (২৬) বিনোদ ভাস্করন ২/২০ (৪ ওভার) |
ব |
||
সাইমন সেসাজি ২৩ (২৯) মোহাম্মদ গজনফর ৩/২২ (৪ ওভার) |
জিশান আলি ২৬ (৩৯) জুমা মিয়াগি ২/১৩ (৪ ওভার) |
সেমিফাইনাল | ফাইনাল | |||||||
এ১ | জিম্বাবুয়ে | ১৯৯/৫ (২০) | ||||||
বি২ | পাপুয়া নিউগিনি | ১৭২/৮ (২০) | ||||||
এ১ | জিম্বাবুয়ে | ১৩২ (১৯.৩) | ||||||
বি১ | নেদারল্যান্ডস | ৯৫ (১৮.২) | ||||||
এ২ | মার্কিন যুক্তরাষ্ট্র | ১৩৮ (১৯.৪) | ||||||
বি১ | নেদারল্যান্ডস | ১৩৯/৩ (১৯) | ৩য় স্থান নির্ধারণী | |||||
বি২ | পাপুয়া নিউগিনি | ৯৭ (১৬.৩) | ||||||
এ২ | মার্কিন যুক্তরাষ্ট্র | ৯২ (১৯.১) |
ব |
||
ব |
||
ব |
||
লেগা সিয়াকা ২৮ (১৫) রাস্টি থেরন ২/১০ (২ ওভার) |
বৎসল বাগেলা ২৯ (৩২) চাদ সোপার ৩/১১ (৩.১ ওভার) |
ব |
||
অবস্থান | দল | যোগ্যতা |
---|---|---|
১ | জিম্বাবুয়ে | ২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপে উত্তীর্ণ |
২ | নেদারল্যান্ডস | |
৩ | পাপুয়া নিউগিনি | বিদায় |
৪ | মার্কিন যুক্তরাষ্ট্র | |
৫ | উগান্ডা | |
৬ | হংকং | |
৭ | জার্সি | |
৮ | সিঙ্গাপুর |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.