হাইতকান্দি ইউনিয়ন

চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

হাইতকান্দি ইউনিয়নmap

হাইতকান্দি বাংলাদেশের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

দ্রুত তথ্য হাইতকান্দি, ১৪নং হাইতকান্দি ইউনিয়ন পরিষদ ...
হাইতকান্দি
ইউনিয়ন
১৪নং হাইতকান্দি ইউনিয়ন পরিষদ
Thumb
হাইতকান্দি
হাইতকান্দি
Thumb
হাইতকান্দি
হাইতকান্দি
বাংলাদেশে হাইতকান্দি ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪৩′৪৩″ উত্তর ৯১°৩৫′৪৫″ পূর্ব উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলামীরসরাই উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
  প্রশাসকমাহফুজা জেরিন[1]
আয়তন
  মোট১৩.২৪ বর্গকিমি (৫.১১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট১৯,০৫১
  জনঘনত্ব১,৪০০/বর্গকিমি (৩,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৫৭.১%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩১১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
বন্ধ
Thumb
মানচিত্র

আয়তন

হাইতকান্দি ইউনিয়নের আয়তন ৩,২৭১ একর (১৩.২৪ বর্গ কিলোমিটার)।[2]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হাইতকান্দি ইউনিয়নের মোট জনসংখ্যা ১৯,০৫১ জন। এর মধ্যে পুরুষ ৮,৭৩৯ জন এবং মহিলা ১০,৩১২ জন। মোট পরিবার ৩,৭০০টি।[2]

অবস্থান ও সীমানা

মীরসরাই উপজেলার সর্ব-দক্ষিণে হাইতকান্দি ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে ওয়াহেদপুর ইউনিয়ন, উত্তরে খৈয়াছড়া ইউনিয়ন, পশ্চিমে সাহেরখালী ইউনিয়নসীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়ন এবং দক্ষিণে সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

হাইতকান্দি ইউনিয়ন মীরসরাই উপজেলার আওতাধীন ১৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার মীরসরাই থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এটি ৭টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[3]

  • উত্তর হাইতকান্দি
  • জোড় পুকুর
  • দক্ষিণ হাইতকান্দি
  • পশ্চিম হাইতকান্দি
  • পূর্ব হাইতকান্দি
  • হাইতকান্দি
  • দক্ষিণ মুরাদপুর
  • কচুয়া
  • তারাকাটিয়া
  • নবাবপুর
  • কুরুয়া
  • জগদীশপুর
  • তুলাবাড়িয়া
  • মহালংকা
  • বালিয়াদি

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হাইতকান্দি ইউনিয়নের সাক্ষরতার হার ৫৭.১%।[2] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা, ১২টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি কিন্ডারগার্টেন ও 6টি নুরানী মাদ্রাসা রয়েছে। রয়েছে।[3]

শিক্ষা প্রতিষ্ঠান

মাধ্যমিক বিদ্যালয়[4]
মাদ্রাসা
  • বালিয়াদি খাদেমুল উলুম মাদ্রাসা
  • আল-জামেয়া কাছেমুল উলুম কাজীর হাট মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর বালিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর হাইতকান্দি খায়েরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কমর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কাজির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তারাকাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ বালিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ হাইতকান্দি চৌধুরী পাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম হাইতকান্দি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব হাইতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মহালংকা শহীদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়
কিন্ডারগার্টেন
  • দমদমা কিন্ডারগার্টেন স্কুল

যোগাযোগ ব্যবস্থা

হাইতকান্দি ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক মীরসরাই-হাইতকান্দি সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

খাল ও নদী

হাইতকান্দি ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কমর আলী বাজার সংযোগ খাল, নবাবপুর খাল, কুরুয়া চৌধুরীপাড়া সংযোগ খাল এবং বালিয়াদি ডোমখালী সংযোগ খাল।[5]

হাট-বাজার

হাইতকান্দি ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল মনিরহাট বাজার, কমর আলী বাজার, দমদমা বাজার এবং বালিয়াদি নতুন হাট বাজার।[6]

উল্লেখযোগ্য ব্যক্তি

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: পদশূন্য।
চেয়ারম্যানগণের তালিকা[7]
আরও তথ্য ক্রম নং., চেয়ারম্যানের নাম ...
ক্রম নং.চেয়ারম্যানের নামসময়কাল
০১শেখ সোলাইমান (রিলিপ কমিটির চেয়ারম্যান)১৯৭২-১৯৭৩
০২আবদুর রহমান১৯৭৪-১৯৭৯
০৩আবদুল মালেক১৯৭৯-১৯৮৪
০৪আবু জাফর১৯৮৪-১৯৯৪
০৫নুরুল হুদা১৯৯৪-১৯৯৯
০৬জাহাঙ্গীর কবির চৌধুরী১৯৯৯-২০২৪
বন্ধ

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.