হাইতকান্দি ইউনিয়ন
চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
হাইতকান্দি বাংলাদেশের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
হাইতকান্দি | |
---|---|
ইউনিয়ন | |
১৪নং হাইতকান্দি ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে হাইতকান্দি ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৪৩′৪৩″ উত্তর ৯১°৩৫′৪৫″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | মীরসরাই উপজেলা |
সরকার | |
• প্রশাসক | মাহফুজা জেরিন[1] |
আয়তন | |
• মোট | ১৩.২৪ বর্গকিমি (৫.১১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৯,০৫১ |
• জনঘনত্ব | ১,৪০০/বর্গকিমি (৩,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৭.১% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩১১ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
হাইতকান্দি ইউনিয়নের আয়তন ৩,২৭১ একর (১৩.২৪ বর্গ কিলোমিটার)।[2]
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হাইতকান্দি ইউনিয়নের মোট জনসংখ্যা ১৯,০৫১ জন। এর মধ্যে পুরুষ ৮,৭৩৯ জন এবং মহিলা ১০,৩১২ জন। মোট পরিবার ৩,৭০০টি।[2]
অবস্থান ও সীমানা
মীরসরাই উপজেলার সর্ব-দক্ষিণে হাইতকান্দি ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে ওয়াহেদপুর ইউনিয়ন, উত্তরে খৈয়াছড়া ইউনিয়ন, পশ্চিমে সাহেরখালী ইউনিয়ন ও সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়ন এবং দক্ষিণে সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
হাইতকান্দি ইউনিয়ন মীরসরাই উপজেলার আওতাধীন ১৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার মীরসরাই থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এটি ৭টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[3]
- উত্তর হাইতকান্দি
- জোড় পুকুর
- দক্ষিণ হাইতকান্দি
- পশ্চিম হাইতকান্দি
- পূর্ব হাইতকান্দি
- হাইতকান্দি
- দক্ষিণ মুরাদপুর
- কচুয়া
- তারাকাটিয়া
- নবাবপুর
- কুরুয়া
- জগদীশপুর
- তুলাবাড়িয়া
- মহালংকা
- বালিয়াদি
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হাইতকান্দি ইউনিয়নের সাক্ষরতার হার ৫৭.১%।[2] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা, ১২টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি কিন্ডারগার্টেন ও 6টি নুরানী মাদ্রাসা রয়েছে। রয়েছে।[3]
শিক্ষা প্রতিষ্ঠান
- মাধ্যমিক বিদ্যালয়[4]
- কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
- মহালংকা উচ্চ বিদ্যালয়
- হাইতকান্দি উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা
- বালিয়াদি খাদেমুল উলুম মাদ্রাসা
- আল-জামেয়া কাছেমুল উলুম কাজীর হাট মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর বালিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর হাইতকান্দি খায়েরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কমর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাজির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তারাকাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ বালিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ হাইতকান্দি চৌধুরী পাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম হাইতকান্দি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব হাইতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মহালংকা শহীদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন
- দমদমা কিন্ডারগার্টেন স্কুল
যোগাযোগ ব্যবস্থা
হাইতকান্দি ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক মীরসরাই-হাইতকান্দি সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
খাল ও নদী
হাইতকান্দি ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কমর আলী বাজার সংযোগ খাল, নবাবপুর খাল, কুরুয়া চৌধুরীপাড়া সংযোগ খাল এবং বালিয়াদি ডোমখালী সংযোগ খাল।[5]
হাট-বাজার
হাইতকান্দি ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল মনিরহাট বাজার, কমর আলী বাজার, দমদমা বাজার এবং বালিয়াদি নতুন হাট বাজার।[6]
উল্লেখযোগ্য ব্যক্তি
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: পদশূন্য।
- চেয়ারম্যানগণের তালিকা[7]
ক্রম নং. | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | শেখ সোলাইমান (রিলিপ কমিটির চেয়ারম্যান) | ১৯৭২-১৯৭৩ |
০২ | আবদুর রহমান | ১৯৭৪-১৯৭৯ |
০৩ | আবদুল মালেক | ১৯৭৯-১৯৮৪ |
০৪ | আবু জাফর | ১৯৮৪-১৯৯৪ |
০৫ | নুরুল হুদা | ১৯৯৪-১৯৯৯ |
০৬ | জাহাঙ্গীর কবির চৌধুরী | ১৯৯৯-২০২৪ |
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.