Loading AI tools
ভারতের একটি হিন্দু মন্দির উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পঞ্চ সভা স্থলঙ্গল বলতে বোঝায় ভগবান শিবের নটরাজ রূপের[1] সেইসমস্ত মন্দিরগুলি, ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যেখানে তিনি মহাজাগতিক নৃৃত্য সম্পাদন করেছিলেন৷[2] "পঞ্চ" অর্থ পাঁচ, "সভৈ" বা "সভা" অর্থ বৃহত্তম কক্ষ এবং "স্থলঙ্গল" বলতে কোনো স্থানে অবস্থান করাকে নির্দেশিত করে৷ মন্দিরগুলির প্রতিটিই দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত৷
তামিল নাড়ুর হাতে গোনা কিছু মন্দিরই নটরাজ এবং তার তাণ্ডবনৃত্যের সাথে প্রত্যক্ষভাবে জড়িত৷ এই মন্দিরগুলির প্রতিটিরই নৃত্যভঙ্গি এবং মন্দিরকক্ষ সম্পর্কিত নিজেদের আলাদা আলাদা পৌরাণিক কাহিনী রয়েছে৷[3] ভগবান শিবের সাতটি তাণ্ডবনৃৃৃত্য একটি নির্দিষ্ট বিষয়বস্তুর সাতটি আলাদা আলাদা ধারা৷ একব্রহ্মের থেকে আত্মিক সৌন্দর্য ও সিদ্ধিলাভের একাধিক উপায় এটি৷ নৃৃত্যের নান্দনিক শিল্পরুচিসম্মত বহিঃপ্রকাশ ঘটে এরই মাধ্যমে৷
তাণ্ডব | সভা | অবস্থান |
কালি তাণ্ডব | রত্নসভা | তিরুবলঙ্গাড়ু, তিরুভেলুর জেলা |
আনন্দ তাণ্ডব | কনকসভা | চিদম্বরম, কুড্ডালোর জেলা |
সন্ধ্যা তাণ্ডব | বেল্লিসভা | মাদুরাই, মাদুরাই জেলা |
মুনি তাণ্ডব | তাম্রসভা | তিরুনেলভেলি, তিরুনেলভেলি জেলা |
ত্রিপুর তাণ্ডব | চিত্রসভা | কুট্রালম, তেনকাশী জেলা |
পৌরাণিক মত অনুসারে শিবেব তাণ্ডব সমূহের উল্লেখের ওপর ভিত্তি করে এবং অবস্থান নির্দিষ্ট করে প্রাপ্ত পাঁচটি নটরাজ মন্দিরই রয়েছে বর্তমান তামিল নাড়ু রাজ্যের ভৌগোলিক সীমাক্ষেত্রের মধ্যে৷ সাত ধরনের তাণ্ডবের মধ্যে সপ্তম তথা "আনন্দ তাণ্ডব"কেই প্রতীকীভাবে উপস্থাপন করা হয় এবং নৃৃত্যের সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয়৷ সপ্তম তাণ্ডবটি হলো শৈব সিদ্ধান্ত দর্শনের মূল মতবাদগুলির একটি বিমিশ্র রূপ৷ এই নৃত্যরূপটি দেব সৌন্দর্য এবং আশীর্বাণীর সহিত বিশ্বনান্দনিক আনন্দের উৎসরূপে গণ্য৷[4]
সভার প্রকার | মন্দির | অবস্থান | উপাদান |
রত্নসভা | তিরুবলঙ্গাড়ু শ্রীবড়ারণ্যেশ্বর মন্দির | তিরুবলঙ্গাড়ু | রত্ন |
কনকসভা | চিদম্বরম নটরাজ মন্দির | চিদম্বরম | স্বর্ণ |
বেল্লিসভা | মাদুরাই মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দির | মাদুরাই | রজত |
তাম্রসভা | তিরুনেলভেলি নেল্লাইয়প্প মন্দির | তিরুনেলভেলি | তাম্র |
চিত্রসভা | কুট্রালনাথ মন্দির | কুট্রালম | চিত্রাবলী |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.