Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
লিনিয়াজওএস (ইংরেজি: LineageOS) অ্যান্ড্রয়েড মোবাইল প্ল্যাটফর্মের জন্যে একটি ফ্রি ও ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এটি সায়ানোজেনমোড কাস্টম রমের উত্তরসূরী, সায়ানোজেন ইনকর্পোরেটেড ডেভেলপমেন্ট বন্ধ ঘোষণা করার পর যেখান থেকে ডিসেম্বর ২০১৬ সালে এটি ফোর্ক করা হয়৷[1][2] যেহেতু সায়ানোজেন ইনকর্পোরেটেড সায়ানোজেন নামের উপর অধিকার অপরিবর্তিত রেখছে, প্রকল্পটি এটার ফোর্ককে লিনিয়াজওএস নামে ব্র্যান্ডিং করে।[3]
ডেভলপার | লিনিয়াজওএস ওপেন সোর্স কম্যুনিটি |
---|---|
প্রোগ্রামিং ভাষা | সি (কোর), সি++ (কিছু তৃতীয় পক্ষের লাইব্রেরী), জাভা (ইউআই) |
ওএস পরিবার | ইউনিক্স-সদৃশ |
কাজের অবস্থা | সক্রিয় |
সোর্স মডেল | ওপেন সোর্স |
সর্বশেষ মুক্তি | আনঅফিসিয়াল লিনিয়াজওএস ১৬, অ্যান্ড্রয়েড পাই(৯.০) |
মার্কেটিং লক্ষ্য | অ্যান্ড্রয়েড মুঠোফোনের ফার্মওয়্যার প্রতিস্থাপন |
ভাষাসমূহ | |
হালনাগাদের পদ্ধতি | ওটিএ, রম ফ্ল্যাশ |
প্যাকেজ ম্যানেজার | এপিকে ভিত্তিক (নির্বাচনযোগ্য ঐচ্ছিক রিপোজিটরি, যথা এফ-ড্রয়েড, আমাজন এপস্টোর অথবা গুগল প্লে স্টোর) (যদি ইন্সটল করা থাকে) |
কার্নেলের ধরন | মনোলিথিক (লিনাক্স) |
লাইসেন্স | বিভিন্ন লাইসেন্স; গিটহাবে বিভিন্ন লাইসেন্স ও নোটিশ ফাইলের অধীনে প্রতিটা রিপোর সাথে দেখা যাবে |
পূর্বসূরী | সায়ানোজেনমোড সায়ানোজেন ওএস |
ওয়েবসাইট | lineageos |
লিনিয়াজওএস গিটহাবে ডিসেম্বর ২৪, ২০১৬ সালে অফিশিয়ালি তাদের সোর্স কোড উন্মুক্ত করে।[4] ওই সময় থেকে, এখন পর্যন্ত ১৮৫টি ফোন মডেলের জন্যে লিনিয়াজওএস ডেভলপমেন্ট বিল্ড রয়েছে [5] [6]।[7]
সায়ানোজেনমোড ("সিএম" বলে পরিচিত) অ্যান্ড্রয়েড ভিত্তিক একটি জনপ্রিয় কাস্টম রম ছিলো। এক প্রতিবেদন অনুযায়ী ২০১৫ সালে সর্বমোট ৫০০ কোটি সায়ানোজেনমোড ব্যবহারকারী ছিলো। [8][9] অন্য কাস্টম রমের ভিত্তি হিসেবে অনেক ডেভলপার সায়ানোজনমোড ব্যবহার করতো।
২০১৩ সালে, প্রতিষ্ঠাতা স্টিভ কোন্ডিক প্রকল্পটির বাণিজ্যিকীকরণের উদ্দেশ্যে তহবিল সংগ্রহ শুরু করেন।[10][11] তার দৃষ্টিতে কোম্পানিটি প্রকল্পের সফলতায় অর্থোপার্জন করতে পারেনি। এবং ২০১৬ তে তিনি কোম্পানিটি ত্যাগ করেন বা তাকে বাধ্য করা হয় তাতে৷[12][13][14] ওপেন সোর্স এবং জনপ্রিয় হওয়ার উসিলায় কোডটি অচিরেই নতুন নাম লিনিয়াজওএসের অধীনে ফোর্ক করা হয় এবং কম্যুনিটি চালিত হবে বলে ঠিক করা হয়।
সায়ানোজেনমোড এমন কিছু সুবিধা প্রদান করতো, যা অধিকাংশ মোবাইল প্রস্তুতকারকদের অফিশিয়াল ফার্মওয়্যারে প্রদান করা হতো না। সায়ানোজেনমোডের এ স্বকীয়তা ও জনপ্রিয়তা পরবর্তীতে লিনিয়াজওএস উদ্ভবের পেছনে অবদান রেখেছে৷
সায়ানোজেনমোডের মতই এ প্রকল্পটি অসংখ্য নির্দিষ্ট যন্ত্র ভিত্তিক ডেভলপারদের দ্বারা ডেভলপ করা হয় ও গেরিট ব্যবহার করে কোড রিভিউ করা হয়৷ এটা একই সাথে পুরোনো সংস্করণ ব্যবস্থাটা ধরে রেখেছে( যেমন, অ্যান্ড্রয়েড ৭.১ হচ্ছে লিনিয়াজওএস ১৪.১)।[15]
লিনিয়াজওএসের অফিশিয়াল উদ্ভোবনের আগেই এক্সডিএর অনেক ডেভেলপার উন্মুক্ত সোর্স কোড ব্যবহার করে অনেকগুলো আনঅফিশিয়াল সংস্করণ তৈরি করে ফেলেছিলো।
একটি ব্লগ পোস্টে অফিশিয়াল ঘোষণা অনুযায়ী, জানুয়ারি ২২, ২০১৭ থেকে ১৪. ও ১৩.০-এর অফিশিয়াল বিল্ড বের হতে লাগলো।
ফেব্রুয়ারি ১১, ২০১৮ সালে ১৩.০ বিল্ড রিলিজ রহিত হয়ে যায়,[16] যদিও সোর্স কোড তখনও উন্মুক্ত ছিলো এবং নিরাপত্তা ত্রুটি সংশোধন তখনও গ্রহণ করা হচ্ছিলো।
ফেব্রুয়ারি ২৬, ২০১৮ সাল থেকে নির্দিষ্ট কিছু যন্ত্রে ১৫.১-এর অফিশিয়াল সংস্করণ বের হওয়া শুরু করলো৷ [17] নতুন কোন সুবিধা সংযোগ ব্যতীত লিনিয়াজওএস ১৪.১ এর উন্নয়ন অব্যহত থাকবে।
লিনিয়াজওসের প্রধান সংস্করণ | অ্যান্ড্রয়েড সংস্করণ | শেষ রিলিজ | প্রথম রিলিজের তারিখ | শেষ রিলিজের তারিখ | নতুন সুবিধা |
---|---|---|---|---|---|
১৩ | অ্যান্ড্রয়েড ৬.১ (মার্শম্যালো) |
১৩.০ | ২২ জানুয়ারি ২০১৭ | ১১ ফেব্রুয়ারি ২০১৮ | লিনিয়াজওএস ১৩.০ |
১৪ | অ্যান্ড্রয়েড ৭.১.২ (ন্যুগাট) |
১৪.১ | ২২ জানুয়ারি ২০১৭ | লিনিয়াজওএস ১৪.১ | |
১৫ | অ্যান্ড্রয়েড ৮.১.০ (ওরিও) |
১৫.১ | ফেব্রুয়ারি ২৬, ২০১৮ | লিনিয়াজওএস ১৫.১ | |
১৬
(আনঅফিশিয়াল বিল্ড) |
অ্যান্ড্রয়েড ৯.০.০
(পাই) |
১৬ |
লিনিয়াজওসে অনেক প্রয়োজনীয় অ্যাপ অন্তর্ভুক্ত থাকে, কিন্তু এটা তার পূর্বসূরীর মতই সমস্ত ব্লোটওয়ার পরিহার করে চলে।[18]
যদিও আইনি কারণে, গুগল প্লে স্টোর, ও প্লে সার্ভিস পূর্ব থেকে ইন্সটল করা থাকে না। ব্যবহারকারী চায়লে জিপ ফ্ল্যাশের মাধ্যমে তা ইন্সটল করতে পারে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.