লাহোর জেলা
পাঞ্জাব, পাকিস্তানের অন্তর্গত একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পাঞ্জাব, পাকিস্তানের অন্তর্গত একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
লাহোর জেলা (পাঞ্জাবি, উর্দু: ضلع لاہور) পকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি জেলা। মূলত লাহোর নগরীকে ঘিরে এটি গঠিত হয়েছে। লাহোর জেলার আয়তন ১,৭৭২ বর্গকিলোমিটার (৬৮৪ মা২)।
লাহোর জেলা ضلع لاہور | |
---|---|
জেলা | |
পাকিস্তানের পাঞ্জাবে লাহোর জেলার অবস্থান | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | পাঞ্জাব |
প্রতিষ্ঠাতা | লব[1][2][3] |
নামকরণের কারণ | লব[1][2][4] |
জেলা সদর | লাহোর |
আয়তন | |
• মোট | ১,৭৭২ বর্গকিমি (৬৮৪ বর্গমাইল) |
উচ্চতা | ২১৬ মিটার (৭০৯ ফুট) |
জনসংখ্যা (২০১৭)[5] | |
• মোট | ১,১১,২৬,২৮৫ |
• জনঘনত্ব | ৬,৩০০/বর্গকিমি (১৬,০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+০৫:০০) |
জাতীয় পরিষদে আসন সংখ্যা (২০১৮) | মোট (১৪)
|
পাঞ্জাব প্রাদেশিক পরিষদে আসন সংখ্যা (২০১৮) | মোট (৩০)
|
স্থানীয় সরকার আইন, ২০১৩ অনুসারে লাহোর জেলাকে মহানগর এলাকা হিসেবে ঘোষণা করা হয় এবং নয়টি প্রশাসনিক অঞ্চল বা জোনে ভাগ করা হয়েছে।[6]
১৯৯৮ সালের আদমশুমারী অনুসারে লাহোর জেলার জনসংখ্যা ৬৩,২০,০০০। এর মধ্যে ৮২% জনগোষ্ঠী শহুরে বাসিন্দা।[7]:৪৫ লাহোর জেলার অধিকাংশ মানুষের মাতৃভাষা পাঞ্জাবি (প্রায় ৮৬%), যেখানে উর্দু ও পশতু যথাক্রমে ১০% ও ২% লোকের মাতৃভাষা।[7]:৫০[8]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.