ভারতীয় চলচ্চিত্র পরিচালক, স্ক্রিপ্ট লেখক এবং চলচ্চিত্র প্রযোজক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
যশ রাজ চোপড়া (২৭ সেপ্টেম্বর ১৯৩২ - ২১ অক্টোবর ২০১২) ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক, যিনি মূলত হিন্দি ভাষার চলচ্চিত্রে কাজ করতেন। তিনি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা কোম্পানি যশ রাজ ফিল্মসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন, তন্মধ্যে উল্লেখযোগ্য হল ছয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং এগারোটি ফিল্মফেয়ার পুরস্কার। তাকে ভারতের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা হিসেবে গণ্য করা হয়। চলচ্চিত্রে তার অবদানের জন্য ভারত সরকার তাকে ২০০১ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার এবং ২০০৫ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পদকে ভূষিত করে। ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস তাকে আজীবন সদস্যপদ প্রদান করে, ফলে তিনিই প্রথম ভারতীয় হিসেবে এই সম্মাননা লাভ করেন।
যশ চোপড়া | |
---|---|
জন্ম | যশ রাজ চোপড়া ২৭ সেপ্টেম্বর ১৯৩২ রাহোঁ, পাঞ্জাব, ব্রিটিশ ভারত |
মৃত্যু | ২১ অক্টোবর ২০১২ ৮০) | (বয়স
পেশা | চলচ্চিত্র পরিচালক, প্রযোজক |
কর্মজীবন | ১৯৫৯-২০১২ |
দাম্পত্য সঙ্গী | পামেলা চোপড়া |
সন্তান | উদয় চোপড়া, আদিত্য চোপড়া |
আত্মীয় | বলদেব রাজ চোপড়া (ভাই) হিরু জোহর (বোন) করণ জোহর (ভাগ্নে) |
পুরস্কার | পদ্মভূষণ |
স্বাক্ষর | |
যশ চোপড়া ১৯৩২ সালের ২৭ আগস্ট লাহোর, ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন।
যশ চোপড়া কাজ শুরু করেন সহকারী পরিচালক হিসেবে আই এস জোহর এবং বি আর চোপড়ার সাথে। ১৯৫৯ সালে মুক্তি পায় তার পরিচালিত প্রথম ছবি ‘ধুল কা ফুল’। পরবর্তী সময়ে ‘ওয়াক্ত’, ‘ইত্তেফাক’, ‘দিওয়ার’, ‘কালা পাথর’, ‘সিলসিলা’, ‘চাঁদনি’, ‘ডর’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘বীর-জারা’ ছাড়াও মোট ২২ টি ছবি পরিচালনা করেন তিনি। [১] যশ রাজ পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র যাব তাক হ্যায় জান। এটির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মা। ছবিটি নির্মাণ শুরু করার আগেই ঘোষণা দেন; এটি তার পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র। এবং ছবিটি নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর তিনি গত ২১ আগস্ট, ২০১২-এ মৃত্যুবরণ করেন।[২]
Seamless Wikipedia browsing. On steroids.