ম্লেচ্ছ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ম্লেচ্ছ (সংস্কৃত: म्लेच्छ, অনুবাদ 'অসভ্য, বর্বর'; স্বচ্ছ এর বিপরীত শব্দ) হল একটি সংস্কৃত পরিভাষা যার দ্বারা প্রাচীন ভারতীয় অসভ্য ও বর্বর লোকদেরকে বোঝানো হয়। প্রাচীন ভারতীয়রা মূলত ম্লেচ্ছ শব্দটি বিদেশিদের দুর্বোধ্য ভাষা ও অপরিচিত আচরণকে বোঝাতে ব্যবহার করতো পাশাপাশি অপবিত্র ও নিকৃষ্ট লোক বোঝাতে গালি হিসেবেও শব্দটি ব্যবহার করা হতো।
ম্লেচ্ছ শব্দটি সাধারণত যে কোন জাতি বা বর্ণের বহিরাগত বর্বর লোকদেরকে বোঝাতে ব্যবহৃত হতো [১][২]
ভারতীয়রা প্রাচীন যুগের আর্যরা যাদেরকে কম সভ্য ভাবত কিংবা সকল অপরিচিত জাতি ও সংস্কৃতিকে ম্লেচ্ছ বা বর্বর নামে সম্বোধন করতেন [৩] যেসকল গোত্রকে ম্লেচ্ছ নামে ডাকা হতো সেগুলো হলো শক, যবন, হূণ, কম্বোজ, পহ্লব, বাহ্লীক ও ঋষিক।[৪] অমরকোষ কিরাত, খস ও পুলিন্দ জাতিকে ম্লেচ্ছ জাতি হিসেবে বর্ননা করেছেন। [৫]
আরও দেখুন
তথ্যসূত্র
গ্রন্থপঞ্জি
আরও পড়ুন
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.