আব্দুস শহীদ (জন্ম: ১ জানুয়ারি ১৯৪৮) হলেন বাংলাদেশের একজন শিক্ষাবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও রাজনীতিবিদ। তিনি মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য।[2] তিনি বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ছিলেন।[3][4][5]

দ্রুত তথ্য উপাধ্যক্ষ ডক্টরআব্দুস শহীদ, বাংলাদেশের কৃষি মন্ত্রী ...
উপাধ্যক্ষ ডক্টর
আব্দুস শহীদ
Thumb
বাংলাদেশের কৃষি মন্ত্রী
কাজের মেয়াদ
১১ জানুয়ারি ২০২৪  ৬ আগস্ট ২০২৪
পূর্বসূরীআব্দুর রাজ্জাক
উত্তরসূরীজাহাঙ্গীর আলম চৌধুরী (অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা)
মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১২ জুন ১৯৯৬  ৬ আগস্ট ২০২৪[1]
পূর্বসূরীশফিকুর রহমান
কাজের মেয়াদ
২৭ ফেব্রুয়ারি ১৯৯১  ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬
পূর্বসূরীআহাদ মিয়া
উত্তরসূরীশফিকুর রহমান
ব্যক্তিগত বিবরণ
জন্মমোঃ আব্দুস শহীদ
(1948-01-01) ১ জানুয়ারি ১৯৪৮ (বয়স ৭৬)
রহিমপুর,কমলগঞ্জ, মৌলভীবাজার
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
পিতামাতাআব্দুল বারী (পিতা)
সাজেদা খানম (মাতা)
শিক্ষাচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
পেশারাজনীতিবিদঅধ্যাপক
বন্ধ

প্রাথমিক জীবন

আব্দুস শহীদ ১৯৪৮ সালের ১ জানুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুরের সিদ্বেশ্বরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল বারী এবং মাতা সাজেদা খানম।[6] ৮ ভাই ৩ বোনের মধ্যে তিনি তৃতীয়। তার বড় মেয়ে উম্মে ফারজানা শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। তার ছোট ভাই ইমতিয়াজ আহমেদ (বুলবুল) কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান। এছাড়াও তার আরেকজন ছোট ভাই ইফতেখার আহমেদ (বদরুল) রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে স্মাতক সম্পন্ন করেন এবং তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ২ জুলাই ২০১৮ সালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর গবেষণায় পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

রাজনৈতিক জীবন

আব্দুস শহীদ ২৭ ফেব্রুয়ারি ১৯৯১ সালের পঞ্চম,[7] ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম,[8] ১ অক্টোবর ২০০১ সালের অষ্টম,[9] ২৯ ডিসেম্বর ২০০৮ সালের নবম, ৫ জানুয়ারি ২০১৪ সালের দশম[10] ও ৩০ ডিসেম্বর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[11]

তিনি ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ, এবং ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ১১শ জাতীয় সংসদে তিনি অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি শ্রীমঙ্গলের সবচেয়ে প্রাচীন বিদ্যাপীঠ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দ্বায়িত্বরত আছেন।

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.