Loading AI tools
বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয় উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কৃষি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি কৃষিবিষয়ক মন্ত্রণালয় যা বাংলাদেশ সচিবালয়ের ৪ নম্বর ভবনের ৫ম ও ৬ষ্ঠ তলায় অবস্থিত। মন্ত্রণালয়টি ৭টি উইংয়ের সমন্বয়ে গঠিত যা নীতি নির্ধারন, পরিকল্পনা প্রণয়ন, তদারকী ও প্রশাসনিক ব্যবস্থাপনার দায়িত্বসমূহ সম্পাদন করে থাকে। সরকারের কৃষি সম্পর্কিত বিভিন্ন নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য অধিদপ্তর/দপ্তর/সংস্থা রয়েছে। একজন মন্ত্রীর নেতৃত্বে একজন সচিব, দুই জন অতিরিক্ত সচিব, সাত জন যুগ্ম-সচিব, একজন যুগ্ম-প্রধান এবং কয়েকজন উপ-সচিব, উপ-প্রধান, সিনিয়র সহকারী সচিব, সিনিয়র সহকারী প্রধান, সহকারী সচিব, সহকারী প্রধান, কৃষি অর্থনীতিবিদ, গবেষণা কর্মকর্তা কর্মরত আছেন।[2]
সংস্থার রূপরেখা | |
---|---|
গঠিত | ১৯৬০ |
যার এখতিয়ারভুক্ত | বাংলাদেশ সরকার |
সদর দপ্তর | বাংলাদেশ সচিবালয়, ঢাকা[1] |
দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা | |
সংস্থা নির্বাহী |
|
ওয়েবসাইট | www |
মোট পরিবার | ২,৮৬,৯৫,৭৬৩ | ||
মোট কৃষি পরিবার | ১,৫১,৮৩,১৮৩ | ||
মোট আবাদযোগ্য জমি | ৮৫,৬০,৯৬৪.৭৫ হেক্টর | ||
মোট সেচকৃত জমি | ৭৪,০৬,৮২২.৮৭ হেক্টর | ||
আবাদযোগ্য পতিত | ২,১০,০২৭.৯২ হেক্টর | ||
ফসলের নিবিড়তা (%) | ১৯২ | ||
এক ফসলি জমি | ২৩,৫৪,৮২১.৭৪ হেক্টর | ||
দুই ফসলি জমি | ৩৮,৪৭,২৭৪.৪৯ হেক্টর | ||
তিন ফসলি জমি | ১৭,১৫,৪৩০.৩৮ হেক্টর | ||
নিট ফসলি জমি | ৭৯,৩০,০৭১.৬৩ হেক্টর | ||
মোট ফসলি জমি | ১,৫২,৪৫৮৪১.৯৩ হেক্টর | ||
জিডিপিতে কৃষি খাতের অবদান | ১৪.৭৫% | ||
মোট খাদ্য শস্যের উৎপাদন | চাল- ৩৪৭.১০১ লক্ষ মেট্রিক টন | গম- ১৩.৪৮ লক্ষ মেট্রিক টন | ভুট্টা- ২৭.৫৯ লক্ষ মেট্রিক টন |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.