উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মেনেস (গ্রিক: Μήνης;[৪] মিশরীয়: mnj, সম্ভবত উচ্চারিত ঃ */maˈnij/ বা মেনি) ছিলেন প্রাচীন মিশরের প্রাথমিক রাজবংশীয় সময়কালের ফারাও। মিশরীয় ঐতিহ্য অনুসারে তিনিই উচ্চ ও নিম্ন মিশরকে একত্রিত করেন। প্রথম রাজবংশের প্রতিষ্ঠাতা হিসেবেও তাকে অনেকে গণ্য করে থাকেন। খ্রিস্টপূর্ব ৩১০০ অব্দে (মতান্তরে খ্রিস্টপূর্ব ৩০০০-২৯০০ অব্দে) মেনেস জন্মগ্রহণ করেন বলে ধারণা করা হয়।[৫][৬]
| |||||||||
মেনেস চিত্রলিপিতে |
---|
মেনেস | |
---|---|
আফ্রিকানুস: Mênês এউসেবিউস: Mênês | |
![]() অ্যাবিডোস রাজার তালিকায় মেনসের সংকেত | |
ফারাও | |
পূর্ববর্তী | - |
পরবর্তী | Hor-Aha? |
রাজকীয় পদবী |
Seamless Wikipedia browsing. On steroids.