Loading AI tools
মধ্য প্রদেশের একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বুরহানপুর জেলা হল ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একটি জেলা। বুরহানপুরই শহরটির জেলা সদর। জেলাটি ইন্দোরের বিভাগের অন্তর্গত। ২০১১ সালের ভারতীয় জনগণনা অনুসারে রামবান জেলা মোট জনসংখ্যা ছিল ৭৫৭,৮৪৭ জন।
বুরহানপুর জেলা | |
---|---|
মধ্যপ্রদেশের জেলা | |
মধ্যপ্রদেশে বুরহানপুর জেলার অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | মধ্যপ্রদেশ |
বিভাগ | বুরহানপুর |
সদর দপ্তর | বুরহানপুর |
সরকার | |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৭,৫৭,৮৪৭ |
জনসংখ্যার উপাত্ত | |
• সাক্ষরতা | ৬৫.২৮% |
• যৌন অনুপাত | ৯০০ |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+০৫:৩০) |
ওয়েবসাইট | http://www.burhanpur.nic.in |
২০০৩ সালের ১৫ ই আগস্ট, খাণ্ডোয়া জেলার দক্ষিণ অংশ থেকে বুরহানপুর জেলা তৈরি করা হয়েছিল। পূর্ব থেকে পশ্চিমে তাপ্তি নদী বয়ে চলে। উত্তরের খাণ্ডোয়া জেলাকে বুরহানপুর জেলার থেকে বিভক্ত করে সাতপুরা পর্বতশ্রেণী এবং এটি নর্মদা নদী উপত্যকা এবং তাপ্তি নদীর উপত্যকাও বিভক্ত করে। যে পথটি সাতপুরা পর্বতশ্রেণী গুলির সাথে বুরহানপুর এবং খাণ্ডোয়া সংযোগকরে সেটি অন্যতম প্রধান পথ যা উত্তর ও দক্ষিণ ভারতের সাথে সংযোগ স্থাপন করে আসিরগড় দুর্গের এবং এই পথটি "দাক্ষিণাত্যের চাবি" হিসাবে পরিচিত।
বুরহানপুর জেলাটি দুটি উন্নয়ন ব্লক, বুরহানপুর ও খাকনরে বিভক্ত এবং তিনটি তহশিলে, নেপানগর, বুরহানপুর এবং খাকনরে বিভক্ত। বুরহানপুর জেলা ইন্দোর বিভাগের অন্তর্গত। বুরহানপুরের নিকটে একটি বড় শহর হল শাহপুর। শাহপুর বুরহানপুর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে এবং বুরহানপুর জেলার সব চেয়ে উন্নত শহরের মধ্যে একটি।
দুরদি বোহরা সম্প্রদায়ের লোকদের জন্য বুরহানপুর একটি বিশিষ্ট স্থান কারণ বুরহানপুর সম্প্রদায়ের অন্যতম পবিত্র ও বৃহত্তম দরগাহ (দরগ-ই-হাকিমি) এইখানেই রয়েছে।
পুরাতন বুরহানপুর শহর চারপাশ দিকে ফটক দ্বারা ঘেরে যা এটিকে একটি দুর্গের চেহারা দেয়।
২০১১ সালের ভারতীয় জনগণনা অনুসারে বুরহানপুর জেলা মোট জনসংখ্যা ছিল ৭৫৭,৮৪৭ জন।[1] যা জিবুতি [2] অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের সমান।[3] জনসংখ্যার হিসাবে এটি ভারতে ৪৯০তম স্থানে রয়েছে (মোট ৬৪০ টির মধ্যে)।[1] জেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ২২১ জন লোক বসবাস করে (প্রতি বর্গমাইলে ৫৭০ জন) [1] ২০০১-২০১১ এর দশকে বুরহানপুর জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১৯.২৩% শতাংশ।[1] লিঙ্গ অনুপাত প্রতি ১০০০ জন পুরুষের বিপরীতে ৯০০ জন নারী রয়েছে।[1] সাক্ষরতার হার ৬৫.২৮%।[1]
২০১১ সালের ভারতীয় জনগণনার সময় বুরহানপুর জেলার ২৬.৯৭% জনগণ মারাঠি, ২৪.৮৩% হিন্দি, ১৬.৫২% উর্দু, ১৪.৯৭% ভিলি, ১০.৪২% করকু, ২.৫% গুজরাটি, ০.৮৯% সিন্ধি এবং ০.৬২% খন্দেশী তাদের প্রথম ভাষা হিসাবে ব্যবহার করে থাকে।[4]
বুরহানপুর জেলায় রয়েছে বুরহানপুর নামক একটি শহর ও পৌর কর্পোরেশনাধীন এলাকা। শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২১.৩° উত্তর ৭৬.২৩° পূর্ব।[5] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ২৩৩ মিটার (৭৬৪ ফুট)।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.