Loading AI tools
ক্রিকেট পরিচালনা সংস্থা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা। বিসিবি মূলত ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। ঢাকায় এর প্রধান সদর দফতর। বিসিবি সর্বপ্রথম ১৯৭৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য এবং ২৬শে জুন ২০০০-এ পূর্ণ সদস্য হন। বাংলাদেশের ক্রিকেটের মানোন্নয়ন, মাঠ পরিচালনা, খেলার মাঠ নির্ধারণ, দলের সফর, দল পরিচালনা ও ক্রিকেট খেলার মানোন্নয়ন বৃদ্ধি ঘটানোসহ জাতীয় দল নির্বাচনে প্রধান ভূমিকা রাখছে এ সংস্থাটি। এছাড়াও, দলের পৃষ্ঠপোষকতার বিষয়েও বোর্ড দায়বদ্ধ। বর্তমানে বিসিবি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ফারুক আহমেদ।[১]
ক্রীড়া | ক্রিকেট |
---|---|
সংক্ষেপে | বিসিবি |
প্রতিষ্ঠাকাল | ১৯৭২ |
অধিভুক্ত | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
অধিভুক্তের তারিখ | ২৬ জুন ২০০০, পূর্ণ সদস্য |
আঞ্চলিক অধিভুক্তি | এশিয়ান ক্রিকেট কাউন্সিল |
অধিভুক্তের তারিখ | ১৯৭৭ |
সদর দফতর | ঢাকা, বাংলাদেশ |
সভাপতি | ফারুক আহমেদ |
সহ সভাপতি | দায়িত্ব শূন্য |
পুরুষদের প্রশিক্ষক | ফিল সিমন্স |
মহিলাদের প্রশিক্ষক | মার্ক রবিনসন |
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট | |
www | |
১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটি বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড নামে পরিচিত ছিল।[২] ১৯৭৬ সালে সংস্থার খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করা হয়।[৩] জানুয়ারি, ২০০৭ সালে বোর্ড কর্তৃপক্ষ ‘কন্ট্রোল’ শব্দটি বিলুপ্ত করে।[৪] বাংলাদেশ সরকার বিসিবি’র সভাপতি নিয়োগ করে থাকেন।[৫]
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতিগণের তালিকা:[৬][৭]
# | নাম | ছবি | মেয়াদ শুরু | মেয়াদ শেষ |
---|---|---|---|---|
১ম | প্রফেসর মোহাম্মাদ ইউসুফ আলী | ১৫ জানুয়ারি ১৯৭২ | ১৪ আগস্ট ১৯৭৬ | |
২য় | এস. এস. হুদা | ১৪ আগস্ট ১৯৭৬ | ২৮ সেপ্টেম্বর ১৯৮১ | |
৩য় | কমোডর মুজিবুর রহমান | ২৮ সেপ্টেম্বর ১৯৮১ | ৩০ জানুয়ারি ১৯৮৩ | |
৪র্থ | কে. জেড. ইসলাম | ৩০ জানুয়ারি ১৯৮৩ | ১৮ ফেব্রুয়ারি ১৯৮৭ | |
৫ম | আনিসুল ইসলাম মাহমুদ | ১৮ ফেব্রুয়ারি ১৯৮৭ | ২৭ ডিসেম্বর ১৯৯০ | |
৬ষ্ঠ | কাজী বাহাউদ্দিন আহমেদ | ২৭ ডিসেম্বর ১৯৯০ | ১ সেপ্টেম্বর ১৯৯১ | |
৭ম | আবু সালেহ মুস্তাফিজুর রহমান | ১ সেপ্টেম্বর ১৯৯১ | ৪ জুলাই ১৯৯৬ | |
৮ম | সাবের হোসেন চৌধুরী | ৪ জুলাই ১৯৯৬ | ১৯ আগস্ট ২০০১ | |
৯ম | এম আকমল হোসেন | ১৯ আগস্ট ২০০১ | ২৬ নভেম্বর ২০০১ | |
১০ম | আলী আসগর লবি | ২৬ নভেম্বর ২০০১ | ১৪ নভেম্বর ২০০৬ | |
১১তম | আব্দুল আজিজ | ১৪ নভেম্বর ২০০৬ | ২৯ জুলাই ২০০৭ | |
১২তম | লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালী | ২৯ জুলাই ২০০৭ | ২৩ সেপ্টেম্বর ২০০৯ | |
১৩তম | আ হ ম মোস্তফা কামাল | ২৩ সেপ্টেম্বর ২০০৯ | ১৭ অক্টোবর ২০১২ | |
১৪তম | নাজমুল হাসান পাপন | ১৭ অক্টোবর ২০১২ | ২০১৬ | |
১৫তম | নাজমুল হাসান পাপন | ২০১৬ | ২০১৯ | |
১৬তম | নাজমুল হাসান পাপন | ০৬ অক্টোবর ২০২১ | ৬ আগস্ট ২০২৪ | |
১৭তম | ফারুক আহমেদ | ২১ আগস্ট ২০২৪ | বর্তমান |
২০০৬ সালে বিসিবি কর্তৃপক্ষ কিশোর ও অনভিজ্ঞ খেলোয়াড়দের জন্য একটি একাডেমি প্রতিষ্ঠা করে।[৮] জাতীয় দলের খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ করা হয় ও ম্যাচ ফি প্রদান করা হয়। ২০০৫ সালে প্রতি টেস্টে মাথাপিছু $১,০০০ মার্কিন ডলার ও একদিনের আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণের জন্য $৫০০ মার্কিন ডলার প্রদান করে।[৯] দারাজ বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের মূল পৃষ্ঠপোষক হিসেবে এবং হাংরিনাকি কিট পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছে।
২০১৪ সালে আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনে বাংলাদেশ স্বাগতিক দেশের মর্যাদা পায়।[১০] উল্লেখ্য যে, ২০১১ সালে ভারত ও শ্রীলঙ্কার পাশাপাশি বাংলাদেশও বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় যৌথভাবে স্বাগতিক দেশ মনোনীত হয়েছিল এবং সফলভাবে খেলা পরিচালনা করে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.